চট্টগ্রাম নগরের ৩৫ নম্বর ওয়ার্ডের বকশীরহাট, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের প্রচারণায় এক ঝাঁক নারী নেত্রী। সবার হাতেই লিফলেট। পৌষের হাড় কাঁপানো শীত উপেক্ষা করে ছুটছেন ভোটারের বাড়ি বাড়ি। তাদের মূল টার্গেট নারী ভোটার, তাই নানা কৌশল অবলম্বন করে ভোট প্রার্থনা করছেন তারা। নিজের দলের প্রার্থীর লিফলেট ধরিয়ে দিচ্ছেন হাতে। উৎসাহ দিচ্ছেন ভোটকেন্দ্রে যেতে।
শুধু চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসন নয়, চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে দেখা মিলছে এমন অবস্থার। প্রতিটি আসনেই পুরুষদের পাশাপাশি সক্রিয় নারী নেত্রীরা। ইসলামী দলগুলোর পক্ষ থেকে বোরকা পরে গণসংযোগ করছেন নারীরা।
চট্টগ্রাম নগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন বলেন, চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে সক্রিয়ভাবে কাজ করছেন আমাদের নারী নেত্রীরা। প্রার্থীর পক্ষ হয়ে এলাকার নানা উন্নয়নসহ মহিলাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির আশ্বাস দিচ্ছেন।
বকশীরহাটে প্রচারণায় অংশ নিতে দেখা যায় অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরীকে। কালবেলাকে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশাল উন্নয়ন কর্মযজ্ঞ প্রচারণার সময় নারী ভোটারদের কাছে তুলে ধরছি। সবাইকে সঙ্গে নিয়ে নৌকার বিজয়ের জন্য কাজ করছি।
চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে নৌকার প্রার্থী এম এ লতিফ। তার পক্ষে মহিলা আওয়ামী লীগ, মহিলা যুবলীগসহ বিভিন্ন দলের নেত্রীদের দেখা গেছে প্রচারণায় অংশ নিতে। তাদের প্রত্যেকেই পড়েছেন নীল-সবুজ রঙের কাপড়। মাইক হাতে নারী উন্নয়ন, কর্মসংস্থানসহ নানা ভালো দিক তুলে ধরে ভোট প্রার্থনায় অংশ নেন তারা।
এমপি লতিফ বলেন, আমার নির্বাচনী এলাকায় নারীরাও প্রচারণায় নেমেছেন। তারা প্রতিটি এলাকায় ভোটারদের ঘরে ঘরে যাচ্ছেন। নৌকা প্রতীকে ভোট দিতে এবং সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরছেন। আশা করছি পুরুষদের পাশাপাশি নারীরাও ভোট কেন্দ্রে আসবেন।
একই আসনের স্বতন্ত্র প্রার্থী ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল হক সুমন। কেটলি প্রতীক নিয়ে এই প্রার্থীর সমর্থনে নারী নেত্রীদেরও অংশ নিতে দেখা গেছে গণসংযোগে। চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-খুলশী) আসনের বিভিন্ন এলাকায় নৌকার প্রতীক মাথায় নিয়ে নেচে গেয়ে মহিউদ্দিন বাচ্চুকে ভোট দিতে ভোটারদের উৎসাহিত করতে দেখা গেছে নারী নেত্রীদের। অন্যদিকে একই আসনে ব্যাপক উন্নয়নের আশ্বাস দিয়ে বাড়ি বাড়ি গিয়ে স্বতন্ত্র প্রার্থী সাবেক সিটি মেয়র মনজুর আলমের পাশাপাশি মহিলাদের বোঝাতে দেখা গেছে নারী নেত্রীদের।
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী) আসনের স্বতন্ত্র প্রার্থী নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালামের পক্ষে কেটলি প্রতীকের লিফলেট ও ব্যানার নিয়ে এলাকা-এলাকায় এলাকায় যাচ্ছেন নারী নেত্রীরা।
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে আওয়ামী লীগ প্রার্থী প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর নৌকা ঠেকাতে মাঠে সক্রিয় অবস্থানে কাজ করছেন স্বতন্ত্র প্রার্থী দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুজিবুর রহমানের সমর্থীত নারী নেত্রীরা। তারা বলছেন, পরিবর্তন করে দেখুন, আপনাদের উন্নয়ন হবে।
চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে নৌকা প্রতীকের প্রার্থী দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরীর পক্ষেও বাড়ি বাড়ি গিয়ে নারী ভোটারদের আকৃষ্ট করতে দেখা গেছে নেত্রী কর্মীদের। অন্যদিকে একই আসনের স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের বর্তমান সংসদ সদস্য হুইপ সামশুল হক চৌধুরীর সমর্থনে কাজ করা নারী নেত্রীরা বলছেন, নারীদের বিভিন্ন কর্মকাণ্ডে সুযোগ দিবেন হুইপ সামশুল হক চৌধুরীই। তাই ভোট দিন তাকে।
বারকু ইউনিয়নে মহিলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নের্ত্রীদের নিয়ে কর্মিসভা করেছেন চট্টগ্রাম-৮ (সীতাকুণ্ডু) আসনের নৌকার প্রার্থী এস এম আল মামুন।
এদিকে বিভিন্ন এলাকায় গিয়ে প্রচারণা চালান চট্টগ্রাম-১ (মিরসরাই) মাহবুবুর রহমান রুহেল। ব্যাপক উন্নয়নের কথা জানিয়ে বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের পাশাপাশি নারী নেত্রীদের নিয়ে প্রচারণা চালান উত্তর জেলা আওয়ামী লীগ নেতা মো. গিয়াস উদ্দিন।
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া) আসনে নৌকা প্রতীক বরাদ্দ পেয়েছেন বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগ প্রার্থী আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। তিনি বলেন, আমার এলাকার নারী ভোটাররা খুবই পর্দাশীল। তাই বাড়ির ভেতর ঢুকে তাদের কাছে নানা উন্নয়নের কথা সরাসরি বলছেন নারী নেত্রীরা। আশা করি আমারই জয় হবে।
এদিকে দুর্গম বিভিন্ন পাড়া-মহল্লা চষে বেড়াচ্ছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল মোতালেব। তার সঙ্গ দিচ্ছেন নারী নেত্রীরা। তিনি বলেন, আমি সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলাম। তখন আমার উপজেলার ব্যাপক উন্নয়ন করেছি। নারীদের অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে আমার ভূমিকা ছিল সব চেয়ে বেশি। আশা করি আমাকে আবারও জিতাবেন আপনারা।
অন্যদিকে সাতকানিয়ার কাগোরিয়া এলাকায় প্রচারণা চালান বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব সেহাব উদ্দিন মুহাম্মদ আবদুস সামাদ। তিনি বলেন, আমাদের পক্ষে বোরকা পরে গণসংযোগ করছেন নারীরা।
মন্তব্য করুন