মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২২ পিএম
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ঝরনা থেকে পড়ে মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু

আল শাহরিয়ার আনাস। ছবি : কালবেলা
আল শাহরিয়ার আনাস। ছবি : কালবেলা

মিরসরাইয়ে ঝরনার ওপর থেকে পড়ে আল শাহরিয়ার আনাস নামে মেডিকেল কলেজের এক ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার খৈয়াছড়া ঝরনার কূপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত আনাস (২২) শহীদ মন্সুর আলী মেডিকেল কলেজের এমবিবিএস ২য় বর্ষের ছাত্র। সে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙা পৌরসভার বাবু পাড়া খন্দকার আব্দুল্লাহ আল মামুনের ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে শাহরিয়ারসহ ৭ বন্ধু মিলে ঘুরতে আসেন মিরসরাই উপজেলার খৈয়াছড়া ঝরনায়। ঝরনার ওপর থেকে নামার সময় পা পিছলে নিচে পড়ে যান শাহরিয়ার। খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তাকে উদ্ধারে অভিযান চালায়। বিকেলে তার নিথর দেহ উদ্ধার করা হয়।

শাহরিয়ারের বন্ধু অভিজিৎ জানান, আমরা সাত বন্ধু মিলে বৃহস্পতিবার সকালে খৈয়াছড়া ঝরনা দেখতে যাই। ঝরনা দেখা শেষে আসার পথে দ্বিতীয় ঝরনার কূপে আমরা গোসল করতে নামি। কিন্তু শাহরিয়ার নামবে না বলে আগে চলে আসে। পরে আমরা প্রথম ঝরনায় এসে তাকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুজি করতে থাকি। মোবাইলে কল দিলেও সংযোগ পাচ্ছিলাম না। পরে আরও কয়েকজর পর্যটকের সহযোগিতায় ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে কূপ থেকে তার মরদেহ উদ্ধার করে।

তিনি আরও বলেন, সবাই একসঙ্গে ঘুরতে আসলাম। এক বন্ধুর মৃত দেহ নিয়ে বাড়িতে যেতে হবে। খুব কষ্ট লাগছে শাহরিয়ারের জন্য।

মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি বলেন, খবর পেয়ে খৈয়াছড়া ঝরনার কূপ থেকে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করছি ছেলেটি ঝরনায় গোসল করতে নেমে সাঁতার না জানায় ডুবে মারা গেছে।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. এরশাদ উল্ল্যাহ বলেন, বৃহস্পতিবার বিকেলে শাহরিয়ার নামে একজনকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের লোকজন এবং তার বন্ধুরা হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

মিরসরাই থানার ওসি সহিদুল ইসলাম বলেন, নিহত মেডিকেল কলেজ শিক্ষার্থীর মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। পরিবারের লোকজন আসলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ

১৭ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

রাকসু নির্বাচন / মেয়েদের ৬ হলে ভিপি-এজিএস পদে শিবির, জিএসে আম্মার

রাকসুতে ১৩ হলের ফল ঘোষণা

পরিবেশ, পরিস্থিতি ও শৃঙ্খলা ফেরাতে সরকার ব্যর্থ : মোস্তফা জামান

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে ঢাবিতে মশাল মিছিল

এইচএসসিতে উত্তীর্ণ / গুমের শিকার হিরুর কন্যা নাবিলাকে তারেক রহমানের শুভেচ্ছা

জন্মদিনে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত রাশেদ প্রধান

১০

দুই খুদে ফুটবলারের পাশে বিএনপি

১১

রাকসুতে শহীদ হবিবুর রহমান হলে ভিপি–এজিএসে শিবির, জিএসে আম্মার

১২

বিশ্লেষণ / কেন পাকিস্তান-তালেবানদের মধ্যে সমঝোতা সহজ নয়

১৩

রাকসুতে ১১ হলের ফল ঘোষণা, এগিয়ে যারা

১৪

শিগগির উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

১৫

রাকসু নির্বাচন / নবাব আব্দুল লতিফ হলের ফল ঘোষণা

১৬

রাকসুতে ৮ হলের ফল ঘোষণা

১৭

রাকসু নির্বাচন / শের-ই বাংলা হলের ফল ঘোষণা

১৮

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না এনসিপি

১৯

রাকসুতে জুলাই-৩৬ হলের ফল ঘোষণা

২০
X