সাইদুল ইসলাম, চট্টগ্রাম
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৪, ১১:০৬ এএম
আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ১১:৪৭ এএম
অনলাইন সংস্করণ

এক টাকায় ঈদ বাজার!

এক টাকায় ঈদ বাজার থেকে জামা কিনে মেয়েকে দিয়ে খুশি বাবা। ছবি : কালবেলা
এক টাকায় ঈদ বাজার থেকে জামা কিনে মেয়েকে দিয়ে খুশি বাবা। ছবি : কালবেলা

শ্রেণিগত ভেদাভেদ ভুলে এই তল্লাটে আজ মেলা বসেছে। অস্থায়ী স্টলগুলো সেজেছে চাল-ডাল, তেল-নুনের মতো নিত্যপণ্যের সমাহারে। আরও রয়েছে বাহারি রঙিন শাড়ি, জামা, লুঙি আর ঈদ পরিচ্ছদে। চাইলেই টোকেন মূল্যে টুক করে করে নেওয়া যায় প্রয়োজনীয় সদাই। বৃদ্ধ-যুবা-শিশু, এমনকি বাদ যায়নি তৃতীয় লিঙ্গের গরিব-দুঃখীরাও! আজ তাদের সকলের উৎসব উৎসব, ইচ্ছে-পূরণের উৎসব, খুশির উৎসব।

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সমাজের ছিন্নমূল মানুষের ঈদ আনন্দকে বাড়িয়ে দিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে শুক্রবার (৫ মার্চ) চট্টগ্রাম নগরের সদরঘাট রোডের আরএসএল টার্ফে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমী এই কার্যক্রমের। যার নাম দেওয়া হয়েছে এক টাকায় ঈদ বাজার।

শুক্রবার সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই আয়োজনের উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও অ্যাডিশনাল আইজিপি কৃষ্ণ পদ রায়। জানা যায়, আয়োজনের মধ্যে ছিল দুস্থ মানুষের জন্য মাত্র এক টাকায় ১৫০০-২০০০ টাকার শপিং করার সুযোগ। এক টাকার বিনিময়ে গ্রাহককে ২০টি টোকেন দেওয়া হয় যার প্রতিটি টোকেনের মূল্য ধরা হয়েছে ১ টাকা! ১৩টি টোকেনের প্রতিকী টাকায় চাল, ডাল, তেল, চিনি, আটা, মাছ মাংসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পেরেছে। ৭টি টোকেনের প্রতীকী টাকায় নতুন শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি, বাচ্চাদের পোশাক কেনার ছিল।

এক টাকার এই বাজারে নগরের বিভিন্ন এলাকার প্রায় ২০০০ দুস্থ মানুষ অংশ নেন। ১ টাকা দিয়ে পাওয়া ২০টি টোকেনের প্রতীকী মূল্যে চাল, ডাল, তেল, লবণ, আটা, নারকেল, চিনি, গুড়, মাছ, মুরগি, সবজি, শাড়ি, লুঙ্গি, পাঞ্চাবি কিংবা বাচ্চাদের জামাকাপড় কেনার সুযোগ দেওয়া হয়। সব মিলিয়ে প্রতিটি পরিবার সাধারণ বাজার মূল্যে প্রায় দেড় হাজার টাকা থেকে দুই হাজার টাকা সমমূল্যের পণ্য পায়। বিদ্যানন্দের পক্ষ থেকে জানানো হয়, দুস্থদের অংশগ্রহণ নিশ্চিত করতে নগরীর বিভিন্ন বস্তি এলাকায় সার্ভে করে সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে টোকেন প্রদান করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, ১ টাকা থেকে ৫ টাকার মধ্যে পাওয়া যায় শাড়ি, লুংগি, পাঞ্জাবি, ফ্রক, শার্ট, প্যান্টসহ ঈদের সকল নতুন কাপড়! অন্যদিকে একই টাকার মধ্যে পাওয়া যায় চাল, ডাল, চিনি, তেল, সুজি, সেমাইসহ বাহারি সব খাদ্যপণ্যও। বাজারে এক লিটার সয়াবিন তেলের দাম যখন ১৭০ টাকা, সেখানে গরিবের এই সুপারশপে মাত্র ৩ টাকায় পাওয়া যায়। ২৫০ টাকার মাছ এখানে মিলেছে ৪ টাকায়। এক ডজন ডিম ১ টাকায়, ১ কেজি চাল মিলেছে মাত্র ১ টাকায়। একটি শাড়ি ৫ টাকা, পাঞ্জাবি ৩ টাকা, ছোটদের পোশাক মাত্র ২ টাকায় বিক্রি করা হয়েছে। ফিরিংগিবাজার থেকে আসা তৃতীয় লিঙ্গের শিউলি বেগম জানান, ১ টাকার বাজারে এসে খুব ভালো লাগছে। এত কম দামে জিনিস পাওয়ার কথা চিন্তা করতে পারি নাই। এই বাজারের ব্যবস্থা করায় সত্যি খুব খুশি হয়েছি। কেনাকাটা করে মন ভরে খেতে পারব। এবারের ঈদ খুব ভাল কাটবে।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক মো. মুবারক বলেন, চট্রগ্রাম শহরের তিন শতাধিক প্রান্তিক পরিবার মাত্র ১ টাকায় যে পণ্যগুলো কিনেছেন তার বর্তমান বাজার মূল্যপ্রায় ১৫০০ থেকে ২০০০ টাকা। সুবিধাবঞ্চিত মানুষের পণ্য বাছাই করে নিজের ক্রয় করার স্বাধীনতা তৈরি করতে এ ধরনের আয়োজন করা হয়েছে। আর তারা যেন কোনোভাবেই মনে না করেন যে এটি কোনো দান, এ জন্য নামমাত্র মূল্য নেওয়া হয়েছে।

সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় বলেন, ঈদ উপলক্ষে দুস্থ মানুষের পাশে দাঁড়ানো বিদ্যানন্দ ফাউন্ডেশনের এটি একটি প্রশংসনীয় মানবিক কাজ। বিভিন্ন দুর্যোগে তারা মানুষের পাশে দাঁড়ান। চট্টগ্রাম নগরীর সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষদের জন্য এ আয়োজন সত্যিই প্রশংসনীয়। তাদের এই কার্যক্রম দেশব্যাপী সফলভাবে সম্পন্ন হোক এই কামনা করি।

বিদ্যানন্দের বোর্ড মেম্বার মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রোগ্রামে আরও উপস্থিত ছিলেন সিএমপির ডিসি (হেডকোয়ার্টারস) আব্দুল ওয়ারিস (অতি. ডিআইজি), ডিসি (দক্ষিণ) মো. মুস্তাফিজুর রহমান (অতি. ডিআইজি)সহ সিএমপির সিনিয়র অফিসার ও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ প্যাকেট কাঁচা নুডলস খেয়ে ১৩ বছরের কিশোরের করুণ পরিণতি

তিস্তার বন্যায় কৃষকের স্বপ্ন ভাসছে অনিশ্চয়তার অথৈ জলে

ব্যাংকিং টিপস / ব্যাংকের সুদের হার ও চার্জ সম্পর্কে সচেতন থাকুন

শতভাগ লুটপাটমুক্ত দল জামায়াতে ইসলামী : ড. মোবারক

মায়ের মৃত্যুর খবর শুনে হাসপাতালে এসে মারা গেলেন ছেলেও

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

সিঙ্গারে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

মেসিহীন মায়ামিকে বাঁচাল রদ্রিগেজের দুর্দান্ত গোল

গাজায় যেভাবে দুর্ভিক্ষ নেমে এলো

লেভান্তের মাঠে বার্সার রোমাঞ্চকর জয়

১০

যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

১১

আকিজ গ্রুপে চাকরি, বেতন ছাড়াও থাকবে নানা সুবিধা 

১২

বাগেরহাটে সকাল-সন্ধ্যা হরতাল

১৩

যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরি করছে ভারত

১৪

২৪ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ বিএনপিকে বিজয়ী করবে : মোমিন

১৬

দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

১৭

বিয়ে ভেঙে যাওয়ায় কলেজছাত্রীর কাণ্ড

১৮

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৯

২৪ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

২০
X