শেরপুরে দরিদ্র ও অসহায় মানুষের জন্য ‘আজকের তারুণ্য’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শতাধিক নিম্নআয়ের ছিন্নমূল মানুষের কাছে মাত্র ১০ টাকা কেজিদরে গরুর মাংস ও শাড়ি-লুঙ্গি বিক্রি করা হয়েছে। ‘সব দায়িত্ব রাষ্ট্রের নয়, কিছু দায়িত্ব আমার, কিছু আপনার, এ স্লোগানকে সামনে রেখে এ কার্যক্রমের উদ্বোধন করে সংগঠনটি।
শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে শেরপুর সরকারি কলেজ মাঠে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ সময় অতিথি ছিলেন উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা উত্তরা স্পেশালাইজড হাসপাতালের পরিচালক জুবায়ের বিপ্লব, রক্তদান সংস্থার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংবাদিক রফিক মজিদ ও শহিদুল ইসলাম হীরা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সহসভাপতি সাংবাদিক জাহিদুল ইসলাম সৌরভ।
আজকের তারুণ্যের প্রতিষ্ঠাতা সভাপতি রবিউল ইসলাম রতন বলেন, আমরা আজকের তারুণ্যের সদস্যরা শেরপুরের ছিন্নমূল মানুষদের নিয়ে কাজ করি। এ ধারাবাহিকতায় আজ অসহায় নিম্নআয়ের মানুষদের কাছে ১০ টাকার বিনিময়ে গরুর মাংস ও শাড়ি-লুঙ্গি বিক্রি করেছি। এতে করে তারা মনে করবে, নিজেদের রোজগার করা অর্থে গরুর মাংস কিনেছেন।
তিনি বলেন, উদ্বোধনী দিনে ১০ টাকা দিয়ে দুই শতাধিক হতদরিদ্র মানুষের মধ্যে গরুর মাংস ও শাড়ি-লুঙ্গি বিক্রি করেছি। একেবারে বিনামূল্যে কোনো জিনিস নিলে প্রত্যেক মানুষের মনে কিছুটা হলেও লজ্জাবোধ কাজ করে। তাই প্রতীকী দামে মাত্র ১০ টাকায় গরুর মাংস ও শাড়ি-লুঙ্গি কিনতে পেরে অসহায় ও দরিদ্র এসব মানুষ অনেক খুশি।
রবিউল ইসলাম রতন আরও বলেন, যেসব নিম্ন মধ্যবিত্ত মানুষ বাজারের উচ্চমূল্যের কারণে গরুর মাংসসহ শাড়ি-লুঙ্গি কিনতে পারে না তাদের জন্য আজকের তারুণ্যের এই আয়োজন। এ কর্মসূচি ঈদের আগের দিন পর্যন্ত চলবে।
আজকের তারুণ্যের মত সমাজের বিত্তবান ব্যক্তি ও সংগঠন যদি হতদরিদ্রের পাশে এসে দাঁডায় তাহলে সমাজে দারিদ্রতা ও অসহায়ত্ব অনেকাংশে কমে যাবে বলে মনে করছেন স্থানীয়রা।
মন্তব্য করুন