চট্টগ্রামের ফিরিঙ্গি বাজার বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এদিকে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।
সোমবার (১৫ এপ্রিল) দুপুর ১টা ২০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের ডিএডি আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন নিয়ন্ত্রণে লামারবাজার, নন্দনকানন, চন্দনপুরা ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের কর্মীরা কাজ করছে।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি তিনি।
মন্তব্য করুন