বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩৮ পিএম
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

পর্দা নামল ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যালের

ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যালে অংশগ্রহণকারীরা। ছবি : সৌজন্য
ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যালে অংশগ্রহণকারীরা। ছবি : সৌজন্য

জমকালো আয়োজনে শেষ হয়েছে ১১তম ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫। রোববার (২৩ ফেব্রুয়ারি) ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের (ইউল্যাব) আয়োজনে দুই দিনের এই উৎসবের সমাপ্তি ঘটে।

আয়োজকরা জানান, ফেস্টিভ্যালে ২৮ দেশের ১১৭টি সিনেমা জমা পড়ে, যার মধ্যে ফেস্টিভ্যালের জন্য ২৭টি নির্বাচিত হয়। সেগুলো হলো-ওপেন ডোর, শর্ট ফিল্ম, ভার্টিকাল ফিল্ম ও ওয়ান মিনিট। চার ক্যাটাগরিতে ৪টি ফিল্মকে বিজয়ী ঘোষণা করা হয়।

অনুষ্ঠানের সূচনা পর্বে অধ্যাপক সুমন রহমান উদ্বোধনী বক্তব্য প্রদান করেন। এরপর প্রধান অতিথি গিয়াস উদ্দিন সেলিম বিচারকগণ, ইউএনএইচসিআর প্রতিনিধি এবং ডিআইএমএফএফ’২৫-এর ফেস্টিভ্যাল ডিরেক্টর হোসাইন হককে পুরস্কার প্রদান করেন। এছাড়াও, দীপ্ত টিভির সিইও তাসনুভা আহমেদ টিনা ভিডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা জানান।

পুরস্কার বিতরণ শেষে এই বছরের নির্বাচিত ১৩টি চলচ্চিত্র প্রদর্শিত হয়, যা দর্শকদের মুগ্ধ করে। সমাপ্তি অনুষ্ঠান শেষে বিচারক তানিম রহমান অংশ চলচ্চিত্রগুলোর বিষয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি বলেন, শুধুমাত্র মোবাইল ফোন ব্যবহার করে, কোনো উন্নত আলোকসজ্জা বা প্রযুক্তিগত সহায়তা ছাড়াই এত চমৎকার চলচ্চিত্র তৈরি করা সত্যিই বিস্ময়কর। তিনি সমাপনী দিনে নির্বাচিত মাত্র একটি বাংলাদেশি চলচ্চিত্র দেখতে পেয়েছেন এবং আশা প্রকাশ করেন যে, আগামী বছর আরও বেশি বাংলাদেশি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

এরপর প্রধান অতিথি গিয়াস উদ্দিন সেলিম মোবাইল ফিল্মমেকিং ও ডিআইএমএফএফ’র গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, এই উৎসবের অংশ হতে পেরে আমি দারুণ আনন্দিত। ডিআইএমএফএফ ১১ বছর ধরে দারুণভাবে এগিয়ে চলেছে এবং এখন এটি একটি সুপরিচিত উৎসব। আমি আশা করি, ভবিষ্যতে এটি আরও জনপ্রিয় হয়ে উঠবে।

ইউএনএইচসিআর’র প্রতিনিধি জুলিয়েট মুরেকিসোনি ডিআইএমএফএফ-এ তার অভিজ্ঞতা শেয়ার করে বলেন, ‘ডিআইএমএফএফ ও ইউএনএইচসিআরের যৌথভাবে আয়োজিত কর্মশালাটি সত্যিই অসাধারণ ছিল। অংশগ্রহণকারীরা খুবই আগ্রহী ছিলেন। সমাপ্তি অনুষ্ঠানটি তাকে হলিউডের কোনো ইভেন্টের মতো মনে হয়েছে।"

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ডিআইএমএফএফ ২০২৫-এর বিজয়ীদের ঘোষণা। এবারের চলচ্চিত্র বিজয়ীরা হল ওপেন ডোর ক্যাটাগরিতে: ইরানের সাঈদ মোলতাজির নির্মিত ‘মেসেজ’, ভার্টিকাল ফিল্ম ক্যাটাগরিতে: যুক্তরাষ্ট্রের এম. সি. জনেটের নির্মিত ‘লিম্বাস’, শর্ট ফিল্ম ক্যাটাগরিতে: যুক্তরাষ্ট্রের আবীর ভাস্করের নির্মিত ‘ওয়ান্ডারিং মাইন্ডস ওয়ে আউট’। এবং ইউ এন এইচ সি আর মোবাইল ফিল্ম মেকিং ওয়ার্কশপ থেকে দ্য স্টেটলেস কে বিজয়ী ঘোষণা করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ডিআইএমএফএফের উপদেষ্টা সৈয়দা সাদিয়া মেহজাবিন ধন্যবাদ জ্ঞাপন করেন এবং উৎসব সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতার জন্য সব অংশগ্রহণকারী, অতিথি ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রকৌশলীদের উন্নয়ন ও সংস্কার নিয়ে আইইবি’র মতবিনিময় সভা 

সৈয়দপুরে শাটল বাস সার্ভিস চালু করল বিমান

প্রকৌশলীদের অধিকার আদায়ে সারাদেশে শিক্ষার্থীদের বিক্ষোভ

সার্জেন্ট হেলালের সাহসিকতায় ২ ছিনতাইকারী আটক

শ্রমিকদের অধিকার আদায়ের ‘মহান মে দিবস’ আজ

নোবিপ্রবির পুকুরে ছাত্র-ছাত্রীদের গোসলের ছবি ভাইরাল, প্রশাসনের সতর্কতা

রাজধানী থেকে পুরনো যানবাহন সরাতে অ্যাকশনে নামছে বিআরটিএ

কালবেলায় সংবাদ প্রকাশের পর ইউএনওকে বদলি

ববি প্রশাসনকে ‘মৃত’ ঘোষণা করে গায়েবানা জানাজা

স্কুলের ১৮টি গাছ কাটলেন প্রধান শিক্ষক

১০

শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে কুকুর, ব্যবস্থা নিতে মেয়রকে চিঠি

১১

আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে কুপিয়ে হত্যা

১২

বাবরি মসজিদ বানাবেন পাকিস্তানি সেনারা : পাকিস্তানের সিনেটর

১৩

কাশ্মীর হামলার পর চাপে ভারতের মুসলিমরা, বেড়েছে দমনপীড়ন

১৪

ছাত্রদের ক্ষমতায় এনে দেশের ক্ষতি করা হয়েছে : সোহেল

১৫

সন্ধ্যা নদীতে বাঁধ নির্মাণের দাবি

১৬

মে মাসে হতে পারে ২টি ঘূর্ণিঝড়

১৭

শ্রমিক সমাবেশে নির্দেশনামূলক বক্তব্য দেবেন তারেক রহমান

১৮

ভয়াবহ পরিস্থিতিতে ‘জরুরি অবস্থা’ ঘোষণা ইসরায়েলে

১৯

গ্রাহকদের জন্য বাড়তি সুবিধা আনল বাংলালিংক

২০
X