কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ মার্চ ২০২৫, ০৭:১৫ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশে হার্ভার্ড এইচএসআইএল হ্যাকাথন ২০২৫-এর প্রথম হাব ইউআইইউ

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ)। ছবি : সংগৃহীত
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ)। ছবি : সংগৃহীত

বাংলাদেশে হার্ভার্ড এইচএসআইএল হ্যাকাথন ২০২৫-এর প্রথম হাব হিসেবে স্বীকৃতি পেয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ)। ইউআইইউ ইনস্টিটিউট অব রিসার্চ, ইনোভেশন, ইনকিউবেশন অ্যান্ড কমার্শিয়ালাইজেশন (আইরিক), বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এবং আইসিটি মন্ত্রণালয়ের ডিজিটাল উদ্যোক্তা এবং উদ্ভাবন ইকোসিস্টেম ডেভেলপমেন্ট প্রজেক্টের সহায়তায় প্রথমবারের মতো এই স্বীকৃতি অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

গত মঙ্গলবার (০৪ মার্চ) ইউআইইউ আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি অর্জন করে।

বিশ্বখ্যাত হার্ভার্ড টিএইচ চ্যান স্কুল অব পাবলিক হেলথের হেলথ সিস্টেমস ইনোভেশন ল্যাবের (এইচএসআইএল) সহযোগিতায় আয়োজিত এই হ্যাকাথন বিশ্বের শীর্ষস্থানীয় গবেষণা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে ৬ষ্ঠ বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এই গ্লোবাল হ্যাকাথন বিশ্বের সেরা উদ্ভাবকদের একত্রিত করে উচ্চমূল্যের স্বাস্থ্য ব্যবস্থা তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার নিয়ে কাজ করবে। পূর্বের হ্যাকাথনগুলোতে আফ্রিকায় ডিজিটাল হেলথ, এশিয়া ও ল্যাটিন আমেরিকায় ডায়াবেটিস কেয়ারের মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা সমাধানে যুগান্তকারী উদ্ভাবনগুলো বিকাশ লাভ করেছে।

২০২৫ সালের হ্যাকাথনের মূল প্রতিপাদ্য হলো- ‘উচ্চমূল্যের স্বাস্থ্য ব্যবস্থা গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার।’ বিশ্বের শীর্ষস্থানীয় গবেষণা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় এই উদ্যোগের অংশ হিসেবে যুক্ত হচ্ছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো হার্ভার্ড ইউনিভার্সিটি (যুক্তরাষ্ট্র), ইউনিভার্সিটি অব সিডনি (অস্ট্রেলিয়া), কিংস কলেজ লন্ডন (যুক্তরাজ্য), কচ ইউনিভার্সিটি (তুরস্ক), সিনহুয়া ইউনিভার্সিটি (চীন) এবং এনটিইউ সিঙ্গাপুর।

১১-১২ এপ্রিল, ২০২৫-এ হতে যাওয়া দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা মাল্টিডিসিপ্লিনারি দল গঠন করে এআইচালিত স্বাস্থ্যসেবা সমাধান উদ্ভাবনে কাজ করবে। অভিজ্ঞ মেন্টরদের সহযোগিতায় আইডিয়াগুলো শাণিত করা হবে এবং তা বিচারকদের সামনে উপস্থাপন করা হবে। প্রতিটি আঞ্চলিক হাবের বিজয়ী দলগুলো গ্লোবাল মূল্যায়ন পর্বে অংশ নেবে। সবচেয়ে সম্ভাবনাময় উদ্ভাবনগুলো এইচএসআইএল ভেঞ্চার ইনকিউবেশন প্রোগ্রামে অন্তর্ভুক্ত হবে, যেখানে চার সপ্তাহের মেন্টরশিপ, ফান্ডিং স্ট্র্যাটেজি ও বাজার সম্প্রসারণের সুযোগ প্রদান করা হবে।

এই হ্যাকাথনটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গবেষক, তরুণ পেশাজীবী এবং উদীয়মান স্টার্টআপগুলোসহ সবার জন্য উন্মুক্ত। অংশগ্রহণকারীদের স্বাস্থ্যসেবা, পাবলিক হেলথ, মেডিসিন, ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স এবং বিজনেসসহ বিভিন্ন ক্ষেত্র থেকে আসার সুযোগ রয়েছে। অংশগ্রহণকারীরা ৩-৫ সদস্যের দল গঠন করে অংশগ্রহণ করতে পারবে, যেখানে নতুন ও প্রাথমিক পর্যায়ের আইডিয়াগুলোকে গুরুত্ব দেওয়া হবে। সম্পূর্ণ সমাধানের চেয়ে সম্ভাবনাময় নতুন ধারণার বিকাশই এখানে মূল লক্ষ্য। অংশগ্রহণের জন্য আবেদন গ্রহণ করা হবে ২১ মার্চ পর্যন্ত।

এই হার্ভার্ড এইচএসআইএল হ্যাকাথনের বাংলাদেশ হাব পার্টনার হওয়ার মাধ্যমে আইরিক ইউআইইউর উদ্ভাবন-ভিত্তিক গবেষণা ও শিল্প খাতের মধ্যে সেতুবন্ধন তৈরির অঙ্গীকারকে আরও দৃঢ় করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেলা-উপজেলায় আনসার বাহিনীর নির্বাচনী প্রশিক্ষণ শুরু

ওজন কমাতে ৭ প্রচলিত ধারণা ভুলে গেলেই ফল আসবে আরও সহজে

হিজাববিদ্বেষী শিক্ষিকার শাস্তি চাইল বাংলাদেশ খেলাফত মজলিস 

অপারেশনের ভয়ে হাসপাতাল থেকে লাফ দিলেন যুবক

টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাচ্ছেন যে ধনকুবের

রুমিন ফারহানাকে গ্রেপ্তারের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

খুলনার রাজনীতির মাঠে সক্রিয় বিএনপি নেতা পারভেজ মল্লিক

সরকারি অফিসে হোয়াটসঅ্যাপ-পেনড্রাইভ নিষিদ্ধ করল জম্মু ও কাশ্মীর

মমতাজের পর এবার আদালতে জুতা খোয়ালেন তৌহিদ আফ্রিদি

ক্যাম্পাসে সহনশীল রাজনীতি চায় ছাত্রদল : আবিদুল

১০

বগুড়ায় স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন শীর্ষক আঞ্চলিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

১১

সব পাথর কোয়ারিগুলো ইকো ট্যুরিজম করার নির্দেশ

১২

জকসু নির্বাচনের আগে বিচার চায় জবি ছাত্রদল

১৩

প্রোডাক্ট বিভাগে ইঞ্জিনিয়ার নিয়োগ দিচ্ছে শিক্ষা

১৪

চীনের সহযোগিতা বাংলাদেশের শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : ইউজিসি চেয়ারম্যান

১৫

ইলিশের উৎপাদন কমার কারণ জানালেন প্রাণিসম্পদ উপদেষ্টা

১৬

জকসু নির্বাচন ঘিরে ছাত্রশিবিরের ৫ দফা

১৭

ভারতে নির্মিত হচ্ছে ‘পরীমণি’, তবে কে এই পরী?

১৮

বক্তব্যের ভুল ধরতে ফজলুর রহমানের আহ্বান

১৯

মাত্র ১৪ হাজার টাকা আবেদন ফি-এ মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ

২০
X