কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ মে ২০২৫, ১০:২১ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবিতে ফ্রেন্ডশিপ একাডেমির বিশেষ কোর্স চালু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। ছবি : সংগৃহীত

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিটি খাতে দক্ষজনশক্তি খুবই প্রয়োজন। বিষয়টিকে গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ প্রফেশনাল কোর্স চালু করল সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপ।

শনিবার (৩ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের উন্নয়ন অধ্যয়ন বিভাগ এবং সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপ পরিচালিত ‘ফ্রেন্ডশিপ একাডেমি’র যৌথ উদ্যোগে কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান বক্তারা।

মাসব্যাপী ডেভেলপমেন্ট ইন প্র্যাক্টিস কোর্সে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। দক্ষতা উন্নয়নে অন্য বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের জন্য ঢাবিতে শুরু হওয়া এমন কোর্স অনুকরণীয় হতে পারে বলে আশা করে ঢাবি ভিসি। তিনি জানান, এ ধরনের কোর্সে অংশগ্রহনকারীরা দক্ষতা অর্জন করে নিজ নিজ কর্মক্ষেত্রে বিশেষ যোগ্যতা ও সুবিধা অর্জন করতে পারবেন। মাঠ পর্যায়ে হাতে-কলমে অর্জিত জ্ঞান, কোর্সে অংশ নেওয়া শিক্ষার্থীদের কর্মজীবনে কাজে দেবে বলেও আশা করেন অধ্যাপক নিয়াজ আহমেদ খান।

উদ্বোধনী অনুষ্ঠানে কোর্স সম্পর্কে ধারণা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের প্রফেসর ড. কাজী মারুফুল ইসলাম। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগ এবং ফ্রেন্ডশিপ একাডেমি যৌথ উদ্যোগে তৃতীয়বারের মতো এ কোর্স আয়োজন করেছে। চাকরি ক্ষেত্রে প্রারম্ভিক ও মধ্যম স্তরের কর্মজীবী (Early Grade Professionals) বা চাকরিপ্রত্যাশীদের জন্য আয়োজিত এবারের কোর্সে অংশ নিচ্ছেন ৪০ জন দেশি-বিদেশি এনজিও, সরকারী ও কর্পোরেট অফিস কর্মকর্তা এবং উদ্যোক্তরা। পাঁচ সপ্তাহ মেয়াদি কোর্সের শুরু ৩ মে থেকে। আর শেষ হওয়ার কথা ৩১ মে।

কোর্সের এ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক তাইয়েবুর রহমান এবং ফ্রেন্ডশিপ লুক্সেমবার্গ চেয়ার মার্ক এলভিনগার। যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ড. নাঈম সুলতানা, ফ্রেন্ডশিপ শিক্ষা বিভাগ প্রধান ব্রি. জে. (অব.) ইলিয়াস ইফতেখার রাসূল, ফ্রেন্ডশিপ কর্মকর্তা নেয়ামাত উল্লাহ, প্রমুখ।

তাত্ত্বিক ক্লাস শেষে হাতে-কলমে শেখার জন্য শিক্ষার্থীরা গাইবান্ধায় যমুনা-ব্রহ্মপুত্রের চরে ফ্রেন্ডশিপ পরিচালিত বিভিন্ন উন্নয়ন কর্মসূচি, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, হাসপাতাল চিকিৎসা সেবা, সৌর গ্রাম, দুর্যোগ ব্যবস্থাপনায় ওভাল আকৃতির বিশেষ গুচ্ছগ্রাম এবং আইনী সেবা কেন্দ্র পরিদর্শন করবেন বলে জানান আয়োজকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার মৃত্যুতে সৌদি বাদশা-যুবরাজ ও কাতার আমিরের শোক

‘সাউথ আরাবিয়া’ নামে বিচ্ছিন্ন রাষ্ট্রের ঘোষণাপত্র প্রকাশ করল এসটিসি ঘনিষ্ঠ গণমাধ্যম

হাদরামাউতে তীব্র সংঘর্ষ চলছে : এসটিসির সামরিক মুখপাত্র

খালেদা জিয়ার কবরে ১২ দলীয় জোটের ফুলেল শ্রদ্ধা

ইয়েমেনের হাদরামাউতে সংঘর্ষে এসটিসির আরও এক সদস্য নিহত

বিমান ভাড়া নিয়ন্ত্রণে অধ্যাদেশ জারি

ফয়েজ আহমদ তৈয়ব-এর ফেসবুক পোস্ট / এনআইআর চালুর পর ক্লোন ফোন নিয়ে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৪

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কসবায় দোয়া মাহফিল

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে যাচাই-বাছাইয়ে গিয়ে ২ আ.লীগ নেতা গ্রেপ্তার

১০

দেশের মানুষকে ভালো রাখার জন্য আমৃত্যু লড়েছেন খালেদা জিয়া : খায়রুল কবির

১১

অনলাইন ট্রাভেল এজেন্সির ব্যাংক গ্যারান্টি ১ কোটি টাকা

১২

প্রশাসন নিরপেক্ষ না থেকে বিএনপির দিকে ঝুঁকে পড়েছে : হাসনাত

১৩

শরীয়তপুরে পুড়িয়ে হত্যাচেষ্টা / বাদী হয়ে বাবার মামলা, তৃতীয় দিনেও অধরা দুর্বৃত্তরা

১৪

পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে স্ত্রীর ‘টিকটক’, কনস্টেবল প্রত্যাহার

১৫

‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’, বৈষম্যবিরোধী নেতার হুমকি

১৬

মাহমুদউল্লাহর ঝড়ো ক্যামিওতে রংপুরের দারুণ জয়

১৭

যে কারণে বাতিল হলো হামিদুর রহমান আজাদের মনোনয়ন

১৮

চমক রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল জিম্বাবুয়ে

১৯

শৈত্যপ্রবাহ নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

২০
X