কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মে ২০২৫, ১১:২৫ এএম
অনলাইন সংস্করণ
৩২তম ওয়ার্ল্ড চিলড্রেন্স পিকচার কনটেস্ট

মোস্তাফিজ একাডেমি অব ফাইন আর্টসের ৮ পুরস্কার অর্জন

ছবি : সৌজন্য
ছবি : সৌজন্য

সম্প্রতি অনুষ্ঠিত ৩২তম ওয়ার্ল্ড পিকচার কনটেস্ট-এ মোস্তাফিজ একাডেমি অব ফাইন আর্টস (MAFA)-এর শিক্ষার্থীরা সম্মানজনক ৮টি পুরস্কার অর্জন করেছে। জাপানের খ্যাতনামা প্রতিষ্ঠান IE-NO-HIKARI Association আয়োজিত আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় এ বছর ৬৮টি দেশ ও অঞ্চল থেকে মোট ১১,৪৭৯টি চিত্রকর্ম জমা পড়ে। তন্মধ্যে মাত্র ২০০টি চিত্রকর্মকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়। গর্বের বিষয়, এর মধ্যে MAFA-এর ৮ শিক্ষার্থী পুরস্কৃত হয়েছেন। যাদের ২ জন গোল্ড, ৪ জন সিলভার এবং ২ জন ব্রোঞ্জ পদক পেয়েছেন। উক্ত অর্জনের মধ্য দিয়ে MAFA-এর সৃজনশীল চর্চার গৌরব গাঁথা প্রকাশের পাশাপাশি ক্ষুদে আঁকিয়েদের অত্যন্ত গুরুত্ববহুল এই অর্জনের মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাম উজ্জ্বল হয়েছে বলা চলে।

উক্ত অর্জনের স্বীকৃতি স্বরূপ গত ২ মে ২০২৫ তাং MAFA এর লালমাটিয়া শাখায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। যেখানে MAFA এর প্রতিষ্ঠাতা বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন। অনুষ্ঠানে MAFA-এর সব শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

পুরস্কারপ্রাপ্তদের শুভেচ্ছা উপহার প্রদান করে অধ্যাপক মোস্তাফিজুল হক বলেন, এই সাফল্য কেবল আমাদের শিক্ষার্থীদের নয়, এটি সমগ্র দেশের অর্জন। আমাদের শিশু-কিশোররা আন্তর্জাতিক পর্যায়েও প্রতিযোগিতা করে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে সক্ষম হয়েছে এটাই বড় প্রাপ্তি।

বিশ্বব্যাপী ৬ থেকে ১৫ বছর বয়সী শিশুদের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতাটি ১৯৯৩ সাল থেকে প্রতিবছর অনুষ্ঠিত হয়ে আসছে। এর লক্ষ্য হচ্ছে শিল্পের মাধ্যমে শিশুদের মধ্যে আন্তঃসাংস্কৃতিক বন্ধন, বন্ধুত্ব ও পারস্পরিক বোঝাপড়া সৃষ্টি করা।

প্রতিযোগিতার বিচারক প্যানেলে ছিলেন জাপানের টোকিও-ভিত্তিক The National Museum of Modern Art-এর মহাপরিচালক, Tokzo Universitz of the Arts Ges Universitz of the Sacred Heart-এর অধ্যাপকসহ বিভিন্ন খ্যাতিমান শিল্প-শিক্ষাবিদ ও শিল্পচর্চায় সংশ্লিষ্ট ব্যক্তিত্বরা।

MAFA বিগত অনেক বছর ধরেই এই প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আসছে এবং প্রতি বছরই আন্তর্জাতিক সম্মান অর্জন করে চলেছে। প্রতিষ্ঠানটির ধারাবাহিক এই সাফল্যের পেছনে রয়েছেন শিশু-কিশোরদের শিল্প শিক্ষায় বাংলাদেশের পথিকৃৎ, বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হকের দূরদর্শী নেতৃত্ব তথা অবদান। চিত্রশিল্পে অনবদ্য ভূমিকা, বিশেষ করে চিত্রাঙ্কনে শিশুদের আগ্রহ তৈরি ও তাদের সৃজনশীল মনোবিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতি স্বরূপ মহাত্মা গান্ধী আন্তর্জাতিক শান্তি পুরস্কার-২০২৩ অর্জনকারী এই শিল্পী বাংলাদেশের বিশিষ্ট শিশু চিত্রাঙ্কন বিশেষজ্ঞ। বরেণ্য এই শিল্পী ১৯৭৫ থেকে প্রায় অর্ধশতক ধরে বাংলাদেশের কোমলমতি শিশুদের সৃজনশীল ও মানবিক নাগরিক হিসাবে গড়ে তোলার জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। শিশুদের মানবিক ও সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে তিনি প্রতিষ্ঠা করেন শিশুদের মনস্তাত্ত্বিক গবেষণা কেন্দ্র সেন্টার ফর চাইল্ড ক্রিয়েটিভিটি, আজিমপুর লেডিস ক্লাব চিত্রাঙ্কন বিভাগ, বাংলাদেশ শিশু একাডেমি'র চিত্রাঙ্কন বিভাগ, প্রভাতি আর্ট স্কুল, ‘শান্ত-মারিয়াম একাডেমি অব ক্রিয়েটিভ টেকনোলজি এবং 'মোস্তাফিজ একাডেমি অব ফাইন আর্টস’ (মাফা) প্রভৃতি। তিনি বাংলাদেশের প্রথম ডিজাইন, আর্ট ও সাংস্কৃতিক বিশেষায়িত শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি'র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান।

MAFA কর্তৃপক্ষ শিক্ষার্থীদের এই অসাধারণ সাফল্যে জড়িত সব অংশগ্রহণকারী, অভিভাবক, শিক্ষক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানায়। প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও শিশুদের সৃজনশীলতাকে লালন ও উৎকর্ষ সাধনে প্রতিশ্রুতিবদ্ধ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্যারিসে আর্সেনালের স্বপ্নভঙ্গ, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পিএসজি

স্বাস্থ্য পরামর্শ / থ্যালাসেমিয়া রোগীকে বাঁচাতে প্রয়োজন রক্তদাতাদের গ্রুপ

দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক নীতিমালা বাতিলের দাবি

এই যুদ্ধ পরিস্থিতিতে কেউই বিজয়ী হবে না : সাইফুল হক

ঘটনা তদন্তে কমিটি / নতুন বাড়ি করার জন্য বটগাছটি বিক্রির দাবি মালিকের

সীমান্তের গেইট খুলে ১৫ বাংলাদেশিকে ‘পুশ ইন’ বিএসএফের

এনসিপি স্বাস্থ্য উইং প্রস্তুতি কমিটি গঠন

শেখ মুজিবের গ্রাফিতি মুছে দিল ঢাবি ছাত্রদল

হাসপাতাল থেকে মাকে নিয়ে বাসায় গেলেন জুবাইদা রহমান

গুরুতর অসুস্থ প্রবাসীকে মালদ্বীপ দূতাবাসের বিমানের টিকেট হস্তান্তর

১০

আসামি ছিনিয়ে নেওয়ায় মামলা, অভিযানে আটক ৭

১১

পরিচয় মেলেনি কুড়িয়ে পাওয়া নবজাতকের, বেড়ে উঠবে শিশু নিবাসে

১২

পরীক্ষায় উত্তর বলে দেওয়ায় আটক ১০ শিক্ষক

১৩

তরুণদের মেধা, জ্ঞান ও স্বপ্নকে ধারণ করতে চায় বিএনপি : বুলু

১৪

ভারত-পাকিস্তান সংঘাত, সিলেটে সতর্ক অবস্থানে পুলিশ

১৫

চট্টগ্রামে জোড়া খুন / ‘সন্ত্রাসী’ ছোট সাজ্জাদের অন্যতম সহযোগী ৫ দিনের রিমান্ডে

১৬

প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে : শেহবাজ

১৭

দুই শিক্ষকসহ ৭১ জনের বিরুদ্ধে বেরোবি প্রশাসনের মামলা

১৮

স্বামীর সঙ্গে সংসার করার দাবিতে স্ত্রীর অনশন

১৯

‘ভারত থেকে এভাবে ‘পুশ-ইন’ সঠিক প্রক্রিয়া নয়’

২০
X