স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ১২:১৮ এএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ০৮:০৬ এএম
অনলাইন সংস্করণ

গোলকিপারের ভুলে ইউনাইটেডকে হারাল আর্সেনাল

গোলের পর আর্সেনাল ফুটবলারদের উল্লাস। ছবি : সংগৃহীত
গোলের পর আর্সেনাল ফুটবলারদের উল্লাস। ছবি : সংগৃহীত

ওল্ড ট্র্যাফোর্ডে নতুন প্রিমিয়ার লিগ মৌসুমের শুরুটা মোটেই সুখকর হলো না ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য। প্রথম ম্যাচেই রুবেন আমোরিমের শিষ্যরা ১-০ ব্যবধানে হেরে গেল আর্সেনালের কাছে। ম্যাচে দুই দলই আক্রমণ পাল্টা-আক্রমণ চালালেও একটা ভুলই ম্যাচ নির্ধারণ করে দেয়।

ম্যাচের শুরু থেকেই ইউনাইটেড চেষ্টা করছিল আক্রমণ তৈরির, কিন্তু ১৩তম মিনিটেই পিছিয়ে পড়ে তারা। ডেক্লান রাইসের তোলা কর্নার সামলাতে গিয়ে গোললাইনেই আটকে যান ইউনাইটেড গোলকিপার আলতাই বায়িন্দির। দুর্বলভাবে বল ঠেকানোর চেষ্টা করে সেটিকে উলটো ক্যালাফিওরির মাথায় পৌঁছে দেন তিনি। কাছ থেকে সহজ হেডে গোল করে আর্সেনালকে এগিয়ে দেন ইতালিয়ান ডিফেন্ডার।

গোলের পর ইউনাইটেড ম্যাচে ফিরে আসার চেষ্টা অব্যাহত রাখে। নতুন দুই ফরোয়ার্ড মাথুজ কুনহা ও ব্রায়ান এমবেমো আক্রমণে ধার দেখান এবং ম্যাচজুড়ে আর্সেনাল রক্ষণকে ব্যস্ত রাখেন। কুনহার তিনটি শট এবং এমবেমোর একটি নিশ্চিত গোলের সুযোগ দারুণ সেভে ফেরান আর্সেনালের গোলকিপার ডেভিড রায়া। সেইসঙ্গে মাঝমাঠে ক্যাসেমিরো অসাধারণ পাসিংয়ের মাধ্যমে আক্রমণ সাজিয়ে গেছেন।

ইউনাইটেড পুরো ম্যাচে ২০টি শট নিলেও তা থেকে কোনো গোল আদায় করতে পারেনি। উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে, আর্সেনালের বিপক্ষে তারা এত শট নিয়েছে ২০১১ সালের পর এবারই প্রথম। কিন্তু ফল মেলেনি।

আর্সেনালের পক্ষেও কিছু সমস্যা দেখা গেছে। ৬৪ মিলিয়ন পাউন্ডে দলে আসা নতুন স্ট্রাইকার ভিক্টর গিওকেরেস অভিষেক ম্যাচে তেমন কিছু করতে পারেননি। পুরো ফিট না থাকায় বারবার বল ধরে রাখতে ও দৌড় দিতে কষ্ট হচ্ছিল সুইডিশ স্ট্রাইকারের। ফলে ৬০ মিনিটেই তাকে তুলে নেন মিকেল আর্তেতা, যার পর ইউনাইটেড সমর্থকরা গিওকেরেসকে কিছুটা ব্যঙ্গ করে মাঠ ছাড়তে বাধ্য করেন।

রক্ষণভাগে ক্যালাফিওরি গোলের পাশাপাশি দারুণভাবে দলের আক্রমণেও অবদান রাখলেও তার আর বেন হোয়াইটের মধ্যে বোঝাপড়ার অভাবে বেশ কয়েকবার এমবেমো সহজে সুযোগ পেয়েছেন। এর পরও ভালোভাবে ম্যাচটি ধরে রাখে আর্সেনাল।

শেষ অবধি বায়িন্দিরের সেই একমাত্র ভুল গোটা ম্যাচের দৃশ্যপট বদলে দেয় এবং আর্সেনাল তাদের শেষ ছয় প্রিমিয়ার লিগ ম্যাচে পঞ্চমবার ইউনাইটেডকে হারানোর রেকর্ড গড়ে মৌসুম শুরু করল দারুণ এক জয়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এমপি হই আর না হই, হিন্দু সম্প্রদায়ের পাশে আছি’

উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে : স্বরাষ্ট্র সচিব

নৌবহরের কয়েকটি নৌযানে উঠে পড়েছে ইসরায়েলি সেনারা

ইনজুরটাইমের গোলে বার্সার বিরুদ্ধে পিএসজির জয়

গণতন্ত্রের বিজয়ের জন্য সুষ্ঠু নির্বাচন অপরিহার্য : মিন্টু

বড় জয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার

সতর্কতা উপেক্ষা করে এগিয়ে যাচ্ছে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’

ফিক্সিংয়ের চেষ্টা করে তামিম ভাইরা ব্যর্থ হয়েছেন : আসিফ মাহমুদ

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের চারজন দগ্ধ

১০

আইএলটি২০ তে দল পেলেন সাকিব-তাসকিন

১১

সুমুদ ফ্লোটিলাকে থামিয়ে দিয়েছে ইসরায়েলি যুদ্ধজাহাজ, পথ পরিবর্তনের হুঁশিয়ারি 

১২

ভারতে ড. ইউনূসকে অসুর রূপে উপস্থাপন, ‘অসম্মানজনক’ বললেন ধর্ম উপদেষ্টা

১৩

গাজামুখী নৌবহর সুমুদ ফ্লোটিলাকে ঘিরে রেখেছে ইসরায়েলি যুদ্ধজাহাজ

১৪

বিএনপি ধর্ম-বর্ণ নির্বিশেষে সব বাংলাদেশির দল : প্রিন্স

১৫

বিএনপি সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী : আনোয়ারুজ্জামান

১৬

বিভিন্ন মন্দিরে শিশুদের মাঝে চকলেট বিতরণ

১৭

আ.লীগকে অচিরেই আইনগতভাবে নিষিদ্ধ করা হবে : জুয়েল

১৮

কাজে আসছে না ১১ কোটি টাকার পানি শোধনাগার

১৯

পূজার ছুটিতে কুয়াকাটায় পর্যটকের ঢল

২০
X