দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সাসটেইনেবল রেটিং ২০২৩ প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের রেটিং-২০২৩ এ সাসটেইনেবল ব্যাংকের সেরাদের তালিকায় স্থান করে নিয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি।
মঙ্গলবার (২৯ আগস্ট) ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি-র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরীর কাছে এ সম্মাননা তুলে দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।
কয়েকটি সূচকের ওপর অসামান্য অবদানের ওপর ইউসিবি এই সম্মাননা অর্জন করছে। এগুলো হলো টেকসই অর্থায়ন সূচক, সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম, পরিবেশবান্ধব প্রকল্পে অর্থায়ন, টেকসই কোর ব্যাংকিং সূচক প্রভৃতি।
মন্তব্য করুন