ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) World’s Universities with Real Impact (WURI) র্যাঙ্কিং ২০২৫-এ বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ স্থান অর্জন করেছে।
৮৭টি দেশের ১ হাজার ২৫৩টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে মাত্র ৭টি বাংলাদেশি প্রতিষ্ঠান তালিকায় উঠে এসেছে। ইউল্যাবই একমাত্র প্রতিষ্ঠান যা গ্লোবাল টপ ৪০০-এ শীর্ষ ৬০-এ জায়গা করে নিয়েছে। এবছর ইউল্যাবের অবস্থান ৫৪তম।
এর আগের বছরগুলোতে ইউল্যাবের অবস্থান ছিল যথাক্রমে : ২০২১-এ ১০০তম, ২০২২-এ ৯৬তম, ২০২৩-এ ৭৫তম এবং ২০২৪-এ ৬৯তম।
এই র্যাঙ্কিং ২০২৫ সালের ১০ জুলাই ফিলিপাইনের ডুমাগুয়েট সিটিতে অনুষ্ঠিত Hanseatic League of Universities (HLU)-এর বার্ষিক সম্মেলনে প্রকাশিত হয়।
‘Crisis Management’ বিভাগে ইউল্যাবের অবস্থান ১১তম, ‘Ethics and Integrity’তে ১২তম এবং ‘Culture/Values’ বিভাগে ১৪তম।
এই স্বীকৃতি ইউল্যাবের উদ্ভাবনী চর্চা, মূল্যবোধ এবং বৈশ্বিক প্রতিযোগিতায় ধারাবাহিক উন্নতির প্রমাণ।
মন্তব্য করুন