নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব জুলাই বিপ্লবী যুব সংগঠনের সহযোগিতায় এবং কোয়ান্টাম ফাউন্ডেশনের সহায়তায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এই কর্মসূচিতে নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) শিক্ষার্থীরা উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেন এবং অনেকেই রক্তদান করেন। জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে এক হৃদয়স্পর্শী দোয়া পাঠ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনএসইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিজ আল কাইসার, এনএসইউ উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী, এনএসইউ ট্রাস্টি বোর্ডের সদস্য বেনজীর আহমেদ এবং এনএসইউ কোষাধ্যক্ষ ও প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক আবদুর রব খান।
আজিজ আল কাইসার বলেন, আজ আমরা আবু সাঈদের মৃত্যুবার্ষিকীতে আমাদের রক্তদান কর্মসূচি পালন করছি। আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে তার স্মৃতিকে স্মরণ করি এবং তার আত্মত্যাগকে সম্মান জানাই।
অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, আবু সাঈদের স্মৃতিকে সম্মান জানাতে এবং তার আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতেই এ আয়োজন। গত জুলাইয়ে যারা প্রাণ হারিয়েছেন, তাদের সবার প্রতি আমরা গভীরভাবে শোক প্রকাশ করি। আমরা তাদের সাহস ও নিঃস্বার্থতার জন্য চিরকাল কৃতজ্ঞ থাকব।
জুলাই বিপ্লবের স্মরণে নর্থ সাউথ ইউনিভার্সিটি আরও কর্মসূচিরও আয়োজন করেছে, যার মধ্যে রয়েছে সেমিনার, ডকুমেন্টারি প্রদর্শন এবং বিশেষ প্রার্থনা। এ কর্মসূচির মাধ্যমে গত জুলাইয়ের সব আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
মন্তব্য করুন