সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৯ পিএম
অনলাইন সংস্করণ

পাট খাতে তরুণ উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে বাইটস ও বিজেএমএর নতুন যাত্রা

বিজেএমএর সঙ্গে সুইসকন্ট্যাক্ট বাংলাদেশের সমঝোতা স্বাক্ষর। ছবি : সৌজন্য
বিজেএমএর সঙ্গে সুইসকন্ট্যাক্ট বাংলাদেশের সমঝোতা স্বাক্ষর। ছবি : সৌজন্য

বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের (বিজেএমএ) সঙ্গে সুইসকন্ট্যাক্ট বাংলাদেশের ‘বিল্ডিং ইয়ুথ এমপ্লয়েবিলিটি থ্রু স্কিলস (বাইটস)’ প্রকল্প একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। দেশের বিভিন্নধর্মী পাট খাতে দক্ষতা উন্নয়নে যৌথভাবে কাজ করার জন্য এ সমঝোতা স্বাক্ষরিত হয়।

রোববার (০৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শিল্প খাতের চ্যালেঞ্জ তুলে ধরে বিজেএমএর পরিচালক মো. হাসেন আলী বলেন, পাটশিল্পে দক্ষ কর্মীর অভাব প্রকট। আমার রাজশাহীর মিলেও প্রশিক্ষিত শ্রমিকের অভাবে সমস্যায় পড়তে হয়। এ ধরনের উদ্যোগ তাই শিল্পের টিকে থাকা এবং অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সুইসকন্ট্যাক্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিজেএমএর চেয়ারম্যান বলেন, সুইসকন্ট্যাক্টের এই সময়োপযোগী উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ। বর্তমানে বাংলাদেশে প্লাস্টিকের অতিরিক্ত ব্যবহারে পরিবেশদূষণ বাড়ছে। পাটপণ্য হতে পারে একটি প্রাকৃতিক ও টেকসই বিকল্প। বাইটস প্রকল্পের মাধ্যমে আমাদের মিলগুলোর প্রয়োজন অনুযায়ী একটি সমন্বিত প্রশিক্ষণ মডিউল তৈরি করা হবে। এ উদ্যোগ পাট খাতকে শক্তিশালী করার পাশাপাশি তৈরি পোশাকশিল্প নির্ভরতা কমিয়ে রপ্তানি বৈচিত্র্যেও সহায়ক হবে। পাট খাতের রয়েছে দেশকে এগিয়ে নেওয়ার বিপুল সম্ভাবনা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই অংশীদারত্বের মূল লক্ষ্য হলো বিভিন্নধর্মী পাটপণ্য উৎপাদনে নিযুক্ত উদ্যোক্তাদের প্রযুক্তিগত ও উদ্যোক্তা দক্ষতা বৃদ্ধিতে সহায়তা প্রদান করা। প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে বিশেষত যুবা ও নারী উদ্যোক্তাদের দেশীয় ও আন্তর্জাতিক বাজারে অংশগ্রহণের সুযোগ তৈরি করা হবে।

চুক্তি অনুসারে বাইটস প্রকল্প একটি প্রশিক্ষণ চাহিদা মূল্যায়ন পরিচালনা করবে, চাহিদা মূল্যায়নের উপর ভিত্তি করে প্রশিক্ষণ মডিউল প্রস্তুত করবে এবং ‘ট্রেইনিং অব ট্রেইনারস’ (টিওটি) আয়োজনের মাধ্যমে বিজেএমএর জন্য একটি মাস্টার ট্রেইনার দল গঠন করবে। এই মাস্টার ট্রেইনাররা পরবর্তীতে অন্তত ১০০ উদ্যোক্তাকে বিভিন্নধর্মী পাটপণ্য উৎপাদনে দক্ষতা প্রশিক্ষণ প্রদান করবেন। বিজেএমএ-এর ২৪০টি সদস্য কারখানার শক্তিশালী নেটওয়ার্ক ব্যবহার করে প্রশিক্ষণ কার্যক্রমে উদ্যোক্তাদের সম্পৃক্ততা নিশ্চিত করা হবে, যা প্রশিক্ষণ স্থানের ব্যবস্থা এবং ধারাবাহিকতা বজায় রাখতে সহায়তা করবে।

বর্তমানে বাংলাদেশ ১১৮টি দেশে ২৮২ ধরনের বিভিন্নধর্মী পাটপণ্য রপ্তানি করে থাকে। এই পণ্যসমূহ পরিবেশবান্ধব ও টেকসই এবং আন্তর্জাতিক বাজারে ক্রমবর্ধমান চাহিদা সৃষ্টি করছে। আধুনিক দক্ষতা এবং জ্ঞান অর্জনের মাধ্যমে এই উদ্যোগ উদ্যোক্তাদের সক্ষমতা বাড়াবে, রপ্তানির পরিমাণ বৃদ্ধি করবে এবং বাংলাদেশে রপ্তানি বৈচিত্র্যে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেএমএর চেয়ারম্যান মো. আবুল হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন বিজেএমএর পরিচালক মো. হাসেন আলী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাসেন জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডসহ বিজেএমএ এবং সুইসকন্ট্যাক্টের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বেসরকারি খাতের বিভিন্ন অংশীদার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দ্রগ্রহণ উপভোগে কুয়াকাটা সৈকতে পর্যটকের ঢল 

ব্যাংকিং সমস্যার কারণে বন্ধ ৪০০ কারখানার উৎপাদন

জাকসু নির্বাচনে শিবির-সমর্থিত প্যানেলের ৯ দফা ইশতেহার

নিহত দুই মালয়েশিয়া প্রবাসীর দাফন সম্পন্ন

বিনামূল্যে স্বাস্থ্য ও পুষ্টি সচেতনতা ক্যাম্প

লাশবাহী অ্যাম্বুলেন্স পড়ে গেল খালে

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে প্রত্যেক ভোটারের মূল্যায়ন হবে : চরমোনাই পীর

পুত্রশোক সইতে না পেরে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন বাবা

ডিএমপির ৫ কর্মকর্তার রদবদল

সিলেটে ইউএনওর গাড়িচাপায় কৃষক নিহত

১০

প্রবাসী খুনের ঘটনায় পুলিশ হেফাজতে দুই নারী-পুরুষ

১১

সংস্কারের এক বছরেই ভেঙে গেছে সড়ক

১২

রাকসু নির্বাচনে ৯২৫ প্রার্থীর মনোনয়নপত্র জমা

১৩

হবিগঞ্জে কূপে গ্যাসের সন্ধান, ১০ বছরে মিলবে ৪৭০০ কোটি টাকার গ্যাস

১৪

বাড়ি ছাড়ার কারণ জানালেন ক্রিকেটার নাসুমের বাবা

১৫

কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটক নিখোঁজ

১৬

জাপানের কাছে ভরাডুবির পর পাকিস্তানের অপেক্ষায় বাংলাদেশ

১৭

চন্দ্রগ্রহণের দিকে খালি চোখে তাকালে ক্ষতি হবে কি?

১৮

জাপার রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ চেয়ে লিগ্যাল নোটিশ

১৯

অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা, হাজার জনের বিরুদ্ধে মামলা

২০
X