বিশ্বব্যাপী বাংলাদেশিদের অনুপ্রেরণামূলক গল্প প্রচার করা সামাজিক সংস্থা ‘ইন্সপায়ারিং বাংলাদেশ’- এর আয়োজনে ‘৪০ অনূর্ধ্ব ৪০ স্মার্ট বাংলাদেশ আইসিটি সামিট ও অ্যাওয়ার্ড’ অনুষ্ঠিত হয়েছে।
গত ১২ সেপ্টেম্বর রাজধানীর ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জমকালো এই আয়োজনের প্রাথমিক উদ্দেশ্য ছিল বাংলাদেশের তরুণ উদ্ভাবকদের উপর আলোকপাত করার পাশাপাশি ৪০ বছরের কম বয়সী ৪০ জন উল্লেখযোগ্য ব্যক্তিকে সম্মানিত করা।
আয়োজনে তরুণদের সেইসব অসামান্য অবদানের স্বীকৃতি প্রদান করা হয় যার সবগুলোই দৃষ্টিভঙ্গি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সহায়ক। একইসঙ্গে যেগুলো একটি স্মার্ট বাংলাদেশ এবং পরবর্তী প্রজন্মের জ্ঞানভিত্তিক অর্থনীতির ভিত্তি গড়ে তুলতে পারে।
পুরস্কার প্রাপকদের মধ্যে ‘এইচটিটিপুল বাংলাদেশ লিমিটেড’-এর পার্টনার ডিরেক্টর এবং ‘একসাথে ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা মুনাফ মজিব চৌধুরীকে তার উল্লেখযোগ্য অবদানের জন্য বিশেষভাবে সম্মানিত করা হয়।
মুনাফ মজিব চৌধুরীর অটল প্রতিশ্রুতি এবং অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তিনি শুধু তার নিজের ক্যারিয়ারকেই এগিয়ে নেননি বরং বাংলাদেশকে একটি উজ্জ্বল ও সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার স্বীকৃতি ব্যতিক্রমী প্রতিভা লালন ও উদযাপনের জন্য জাতির প্রতিশ্রুতির একটি প্রমাণ যা বাংলাদেশকে একটি সমৃদ্ধ জ্ঞানচালিত যুগে নিয়ে যাবে।
মন্তব্য করুন