পুঁজিবাজারে বিনিয়োগের এক নতুন ধারা সৃষ্টি করতে দেশের শীর্ষস্থানীয় ইনভেস্টমেন্ট ব্যাংক প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড (পিবিআইএল) নিয়ে এলো ডিসক্রেশনারি পোর্টফোলিও ব্র্যান্ড প্রাইমইনভেস্ট। বিনিয়োগকারীর বয়স, পেশা, আয় ও ঝুঁকি গ্রহণের ক্ষমতার ওপর ভিত্তি করে প্রাইমইনভেস্ট নিয়ে এসেছে পাঁচটি ভিন্ন ধরনের বিনিয়োগ স্কিম, যা দেশের বিনিয়োগের ইতিহাসে এই প্রথম। বিনিয়োগকারীর সুবিধা বিবেচনা করে প্রাইমইনভেস্টে রয়েছে মাসিক (বিনিয়োগের শুরু মাত্র ৩,০০০ টাকা থেকে) এবং এককালীন উভয় ভিত্তিতে বিনিয়োগের সুযোগ।
ব্যক্তি এবং প্রাতিষ্ঠানিক সব ধরনের বিনিয়োগকারীদের জন্য পুঁজিবাজারে বিনিয়োগের আস্থাশীল মাধ্যম তৈরি ও ঝুঁকিসমন্বিত আকর্ষণীয় রিটার্ন দেওয়া প্রাইমইনভেস্টের লক্ষ্য।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাজধানীর বনানীতে অবস্থিত প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টের প্রধান কার্যালয়ে প্রাইমইনভেস্ট এর উদ্বোধন করা হয়। এসময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সি, কিউ, কে, মুসতাক আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ এম ওমর তৈয়বসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ এম ওমর তৈয়ব এর বলেন, প্রাইমইনভেস্ট বাংলাদেশের পুঁজিবাজারের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ। এই প্রথম কোনো একটি নির্দিষ্ট ব্র্যান্ডের আওতায় বিনিয়োগকারীরা পাঁচটি ভিন্ন ধরনের বিনিয়োগের সুযোগ পাচ্ছেন। ব্যক্তি এবং প্রাতিষ্ঠানিক সব ধরনের বিনিয়োগকারীদের পুঁজিবাজারে বিনিয়োগে উৎসাহিত করা এবং দীর্ঘমেয়াদে পরিকল্পিত বিনিয়োগের মাধ্যমে ঝুঁকি সমন্বিত কাঙ্ক্ষিত রিটার্ন প্রদান ও সম্পদের সুব্যবস্থাপনা নিশ্চিত করা প্রাইমইনভেস্ট এর লক্ষ্য।
তিনি আরও বলেন, এই স্কিম গুলোর মাধ্যমে পুঁজিবাজারে বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচিত হবে। এবং এই প্রোডাক্ট এর মাধ্যমে হাজারো গ্রাহক পুঁজি বাজারের দিকে আকৃষ্ট হবেন, যা কিনা দীর্ঘ সময় ধরেই ব্যাংকিং অথবা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ইন্ডাস্ট্রির মতো কাস্টমার বেস্ তৈরি করতে সক্ষম হয়নি।
বিনিয়োগকারীর সুবিধার কথা মাথায় রেখে পুঁজিবাজার বিনিয়োগ ব্যবস্থাকে সম্পূর্ণ ডিজিটালাইজেশনের আওতায় আনা প্রাইমইনভেস্টমেন্টের আরও একটি লক্ষ্য। এ ডিজিটালাইজশনের আওতায় অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে বিনিয়োগসহ অন্যান্য আর্থিক সেবা গ্রহণের ব্যবস্থা থাকবে। বিনিয়োগকারীরা ঘরে বসেই দ্রুত সময়ে অনলাইনে অ্যাকাউন্ট খুলে পুঁজিবাজারে বিনিয়োগ, অটো ডেবিট/ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে টাকা জমা দেওয়া, অ্যাকাউন্ট স্টেটমেন্ট, ট্যাক্স সার্টিফিকেট উত্তোলনসহ বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন।
প্রাইমইনভেস্টে বিনিয়োগকৃত অর্থের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটির রয়েছে সক্রিয় ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট কমিটি।
প্রাইমইনভেস্ট স্কিমসমূহ
ওয়েলথ ম্যাক্সিমাইজার : ওয়েলথ ম্যাক্সিমাইজার স্কিমের আওতায় বিনিয়োগকারীরা ৩, ৫ অথবা ৭ বছরের মেয়াদের জন্য ন্যূনতম ৫ লাখ টাকা বিনিয়োগ করতে পারবেন।
মান্থলি ইনভেস্টমেন্ট প্ল্যান : এটি একটি মাসিক বিনিয়োগ ব্যাবস্থা। এই স্কিমে বিনিয়োগের শুরু প্রতি মাসে সর্বনিম্ন ৩ হাজার টাকা থেকে। মান্থলি ইনভেস্টমেন্ট প্ল্যানের সাথে ৩ থেকে ১০ বছর মেয়াদি বিনিয়োগ করে বিনিয়োগকারী পেতে পারেন আকর্ষণীয় রিটার্ন। এই বিনিয়োগ ব্যবস্থা মার্কেট টাইমিংয়ের প্রভাব মুক্ত হওয়ায় বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকির আশঙ্কা খুব কম। যেসকল বিনিয়োগকারী দীর্ঘ মেয়াদে একটি ভালো রিটার্ন পেতে ইচ্ছুক তাদের জন্য মান্থলি ইনভেস্টমেন্ট প্ল্যান একটি ভালো বিনিয়োগের ক্ষেত্র।
ক্যাপিটাল প্রোটেক্টেড স্কিম : এ স্কিমে বিনিয়োগ করলে একজন গ্রাহক পাচ্ছেন মেয়াদ শেষে জমাকৃত মূলধন ফেরতের নিশ্চয়তা। যে সকল বিনিয়োগকারী শেয়ার বাজারে বিনিয়োগ করতে আগ্রহী কিন্তু ঝুঁকি নিয়ে চিন্তিত এই বিশেষ স্কিমটি মূলত তাদের জন্য। এই স্কিমে বিনিয়োগের শুরু ১০ লাখ টাকা টাকা থেকে। এবং ৫ বছরের নির্দিষ্ট মেয়াদ শেষেই বিনিয়োগকারী মুনাফাসহ তার সমস্ত অর্থ গ্রহণ করতে পারবেন।
ইক্যুইটি শেয়ারিং স্কিম : ইক্যুইটি শেয়ারিং স্কিম হলো এমন একটি ইউনিক বিনিয়োগ ব্যবস্থা যেখানে, বিনিয়োগকারী এবং PBIL উভয়ে একত্রে ৭০:৩০ শেয়ারের ভিত্তিতে বিনিয়োগ করবে এবং মেয়াদ শেষে মূলধনসহ মুনাফা বিনিয়োগকারী এবং প্রতিষ্ঠানের মধ্যে আনুপাতিক হারে ভাগ হবে। একজন বিনিয়োগকারী এই স্কিমের অধীনে ন্যূনতম ৫ লাখ টাকা তিন, পাঁচ বা সাত বছরের জন্য বিনিয়োগ করতে পারবেন।
পারফরম্যান্স স্কিম : এই স্কিমে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট কেবলমাত্র লাভ হলেই, বার্ষিক মুনাফার ওপর পারফরম্যান্স ফি হিসাবে চার্জ করবে। যদি কোনো গ্রাহকের এক বছরে কোনো লাভ না হয়, তবে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট কর্তৃপক্ষ তার থেকে কোনো ফি নিবে না। এমনকি, কারো মুনাফা যদি আগের বছরের তুলনায় কম হয়, তাহলেও উক্ত বছরের জন্য কোনো ফি গ্রহণ করা হবে না।
প্রাইমইনভেস্টের উদ্বোধন উপলক্ষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সি কিউ কে মুসতাক আহমেদ বলেন, আমাদের এই স্কিম গুলোর মাধ্যমে আমরা নতুন বিনিয়োগকারীদের বাজারে নিয়ে আসতে চাই। আমাদের ব্যাংক ডিসক্রেশনারি পোর্টফোলিও ব্যাবস্থাপনা সেবার মাধ্যমে সকল ধরনের বিনিয়োগকারীদের সর্বোত্তম পরিষেবা দিতে অঙ্গীকারবদ্ধ।
মন্তব্য করুন