

প্রাইম ব্যাংক পিএলসি এবং এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড (SMC EL) একটি সমন্বিত ক্যাশ ম্যানেজমেন্ট সলিউশন সরবরাহে অংশীদারিত্বে যুক্ত হয়েছে, যা SMC EL-এর কার্যক্রমকে আরও দক্ষ ও সুশৃঙ্খল করবে।
এই চুক্তিতে Prime Bank-এর পক্ষ থেকে স্বাক্ষর করেন সিইও হাসান ও. রশিদ এবং SMC EL-এর পক্ষ থেকে স্বাক্ষর করেন ম্যানেজিং ডিরেক্টর সায়েফ নাসির।
অংশীদারিত্বের আওতায় দেশব্যাপী বিক্রয় সংগ্রহ ও অভ্যন্তরীণ পেমেন্ট ব্যবস্থাপনার জন্য SMC EL ব্যবহার করবে Prime Bank-এর ওমনি-ডিজিটাল প্ল্যাটফর্ম “PrimePay”। প্ল্যাটফর্মটি RTGS, BEFTN, ইন্ট্রা-ব্যাংক ট্রান্সফার, মোবাইল ওয়ালেট ট্রান্সফারসহ ডিজিটাল স্বাক্ষরযুক্ত করপোরেট চেক ও পে-অর্ডার ইস্যু করার সুবিধা প্রদান করে।
PrimePay ব্যবহারের মাধ্যমে অথরাইজেশন ওয়ার্কফ্লো আরও গতি পাবে, অপারেশনাল খরচ কমবে এবং MIS রিপোর্টিং ও রিকনসিলিয়েশন আরও স্বচ্ছ হবে। প্ল্যাটফর্মটির উন্নত টু-ফ্যাক্টর অথেন্টিকেশন এবং নিরাপদ ওয়েব-ভিত্তিক ইন্টারফেস যেকোনো স্থান থেকে দ্রুততার সহিত অ্যাক্সেসের সুযোগ দেবে।
মন্তব্য করুন