জমকালো আয়োজনে প্রথম আউটলেটের উদ্বোধনীর মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে আধুনিক ফ্যাশন হাউজ লুক্সজিয়া। শুক্রবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর বনশ্রীতে প্রতিষ্ঠানটির প্রথম আউটলেট উদ্বোধন করা হয়।
ফিতা কেটে নতুন এই শোরুমটির উদ্বোধন করেন চিত্রনায়িকা শিরিন শিলা। এ সময় আরও উপস্থিত ছিলেন চিত্রনায়ক অনিক রহমান অভি, উপস্থাপিকা ও নবীন পরিচালক নানজীবা খান, চিত্রনায়িকা তানিন সুবহা, অভিনেত্রী দিশা মনি, কোরিওগ্রাফার পিয়াল হোসাইন, কোরিওগ্রাফার টনি, কয়েকজন ফ্যাশন র্যাম্প মডেল, সিইও এবং প্রতিষ্ঠাতা নাজিম হোসাইন শাওন, লুক্সজিয়ার সহ-প্রতিষ্ঠাতা নয়ন আহম্মেদ প্রমুখ।
এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন সাইফুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক-মার্স গ্রুপ, ফিরোজ আলম সুমন চেয়ারম্যান আল-কাদেরীয়া লিমিটেড, তারেকুল ইসলাম ব্যাপস্থপনা পরিচালক মার্স হোম লিমিটেড, আব্দুল কাদির মনির সহকারী ব্যপস্থপনা পরিচালক মার্স হোম লিমিটেড সহ আরও অনেকেই।
দেশি ও বিদেশি পোশাক কসমেটিকসসহ বিভিন্ন পণ্যের সমাহার থাকছে লুক্সজিয়াতে। লুক্সজিয়ার সিইও নাজিম হোসাইন শাওন বলেন, সম্পূর্ণ বিদেশি ব্র্যান্ডের কসমেটিকস ও ফ্যাশন পণ্য দিয়ে লুক্সজিয়া প্রথম এই আউটলেটটি চালু করা হয়েছে। যারা ব্র্যান্ডের কসমেটিকস ব্যাবহার করেন তারা অবশ্যই আমাদের লুক্সজিয়ার আউটলেটটি ঘুরে দেখার আহ্বান রইলো। এ ছাড়াও ভিজিট করুন www.lookszia.com আমাদের ওয়েব সাইট।
মন্তব্য করুন