গ্রাহকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়ার পর, মালয়েশিয়ার শীর্ষস্থানীয় হোম ইমপ্রুভমেন্ট ব্র্যান্ড ‘মি. ডি আই ওয়াই’ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে তাদের পঞ্চম স্টোর উদ্বোধন করেছে। নতুন স্টোরটি ঢাকার শান্তিগরের ১৬৯/১ কনকর্ড গ্র্যান্ড এ।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এক জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে পঞ্চম স্টোরটি চালু করা হয়।
স্টোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘মি. ডি আই ওয়াই’ বাংলাদেশের শীর্ষ কর্মকর্তারা ফিতা কেটে স্টোরটি গ্রাহকদের জন্য চালু করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দ নূর আনোয়ার হেড অব অপারেশনস, মোহাম্মদ নাসিম আহমেদ ফাইন্যান্স ম্যানেজার, মো. উমার ফারুক হোসেন ওয়্যারহাউস ম্যানেজার, মো. হারিস বিন জামালউদ্দিন, এরিয়া ম্যানেজার, মো. মাসুদুর রহমান ইমপোর্ট ম্যানেজার মোহাম্মদ শাহিন মোল্লা এইচ আর ম্যানেজার, মোহাম্মদ নাজির হোসেন, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, রাহাত নবি মার্কেটিং ম্যানেজার। এ সময় তারা ফিতা কেটে ‘মি. ডি আই ওয়াই’ -এর সম্প্রসারণ ও ক্রেতাদের আরও ভালো সেবা দেওয়ার প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে জানানো হয়, ‘মি. ডি আই ওয়াই’ গুণগত মান, সাশ্রয়ী দাম এবং নানা বৈচিত্র্যের সমাহার, এক ছাদের নিচে আপনার সকল চাহিদা পূরণের নির্ভরযোগ্য ঠিকানা। ‘মি. ডি আই ওয়াই’ তাদের ‘Always Low Prices’ নীতির প্রতি অটল থেকে গুণগতমান বজায় রেখে কম দামে পণ্য সরবরাহ করছে।
শান্তিনগরে চালু হওয়া নতুন স্টোরে ১০,০০০+ পণ্য রয়েছে, যা ১০টি প্রধান ক্যাটাগরিতে বিভক্ত: গৃহস্থালি পণ্য, হার্ডওয়্যার সরঞ্জাম, ইলেকট্রনিক আইটেম, গাড়ির অ্যাক্সেসরিজ, ফার্নিশিং সামগ্রী, স্টেশনারি ও খেলাধুলার সরঞ্জাম, খেলনা ও উপহারসামগ্রী, কম্পিউটার ও মোবাইল অ্যাক্সেসরিজ, জুয়েলারি ও কসমেটিকস প্রত্যেক পরিবারের সদস্যদের জন্য কিছু না কিছু থাকছে, যা একটি পরিপূর্ণ শপিং অভিজ্ঞতা নিশ্চিত করবে।
গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে, ১১- ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে বিশেষ অফার ও উপহার ক্যাম্পেইন! ক্রেতারা ১ হাজার টাকা বা তার বেশি কেনাকাটা পাচ্ছেন ‘মি. ডি আই ওয়াই’ এর ছাতা ফ্রি। এ ছাড়া উদ্বোধনের আনন্দ আরও বাড়িয়ে তুলতে ‘মি. ডি আই ওয়াই’ TOP FAN ক্যাম্পেইনে অংশ নিয়ে জিতে নিতে পারবেন বিশেষ পুরস্কার!
উল্লেখ্য, ২০০৫ সালে মালয়েশিয়ায় প্রথম স্টোর চালুর পর, ‘মি. ডি আই ওয়াই’ এখন ৫০০০ + স্টোর পরিচালনা করছে মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, ব্রুনাই, কম্বোডিয়া, ভারত, তুরস্ক, স্পেন, ভিয়েতনাম, পোল্যান্ডে ও সাউথ আফ্রিকা।
বাংলাদেশে ২০২৪ সালের এপ্রিলে উত্তরার পলওয়েল কার্নেশন শপিং সেন্টার ও যমুনা ফিউচার পার্ক-এ প্রথম দুটি স্টোর চালু করা হয়, যার পর মিরপুর শাখা সংযুক্ত হয়। এরপর এবছরের মার্চে ধানমন্ডিতে চতুর্থ স্টোর উদ্বোধন করা হয়। শান্তিনগরে পঞ্চম স্টোর উদ্বোধনের মাধ্যমে, ‘মি. ডি আই ওয়াই’ বাংলাদেশের গ্রাহকদের আরও কাছে পৌঁছানোর যাত্রা অব্যাহত রেখেছে।
মন্তব্য করুন