আকিজ (ইনসাফ) গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ ফ্লাওয়ার মিলস লি.-এর সেলস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজারের সি প্যালেস হোটেলের বলরুমে এ অনুষ্ঠান হয়।
২১ ডিসেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত এ সম্মেলনে সারা দেশের সানশাইন ব্র্যান্ডের আটা, ময়দা, সুজি, তেল, চাল, ডালসহ অন্যান্য ভোগ্যপণ্য বিক্রয় সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আকিজ ইনসাফ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর শেখ জামিল উদ্দিন সারা দেশ থেকে আগত বিক্রয় কর্মীদের উদ্দ্যেশ্যে অনলাইনে বক্তব্য রাখেন। সম্মেলনে কোম্পানির বিক্রয় পর্যালোচনা, ভবিষ্যৎ লক্ষ্য, ব্যবসায়িক পরিসর বৃদ্ধি ও নীতিমালা নিয়ে বক্তব্য রাখেন আকিজ ফ্লাওয়ার মিলস লি.-এর এক্সিকিউটিভ ডিরেক্টর অনুপ কুমার সাহা। এ ছাড়াও অনুষ্ঠানে হেড অব সেলস মাহবুবুর রহমানসহ আরও বক্তব্য রাখেন প্রকিউরমেন্ট, মানবসম্পদ, ব্র্যান্ড ও অন্যান্য বিভাগের কর্মকর্তারা।
উল্লেখ্য, আকিজ ফ্লাওয়ার মিলস লি. ২০১৬ সাল থেকে নারায়ণগঞ্জে অবস্থিত দৈনিক ১২০০ টন উৎপাদন ক্ষমতার ফ্যাক্টরি নিয়ে আটা-ময়দা-সুজির বাজারে ক্রেতা সন্তুষ্টি নিয়ে ব্যবসা করে আসছে। আকিজ ইনসাফ গ্রুপের এমডি শেখ জামিল উদ্দিনের তত্ত্বাবধানে দেশের অভ্যন্তরীণ ও রপ্তানি বাণিজ্যে ভোগ্যপণ্য , বেকারিশিল্প, মুদ্রণশিল্প ও টেক্সটাইল শিল্পে ব্যবসা পরিচালনার মাধ্যমে আকিজ ইনসাফ গ্রুপ দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রেখে চলেছে।
মন্তব্য করুন