অ্যান্টিক কার সোসাইটি অব বাংলাদেশের (এসিএসবি) উদ্যোগে ভিনটেজ ও ক্ল্যাসিক গাড়ির এক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) সকালে রাজধানীর পূর্বাচলের হেলিপ্যাড মোড়ে এই প্রদর্শনী হয়। এতে প্রায় ২০ জন প্রদর্শক তাদের গাড়ি নিয়ে অংশগ্রহণ করেন, যা সাধারণ দর্শণার্থীদের জন্য উন্মুক্ত ছিল।
প্রদর্শনীর অন্যতম আয়োজক এসিএসবির অ্যাডমিন আজমান আদিব জানান, সংগঠনটির উদ্যোগে প্রথমবারের মতো এই প্রদর্শনীর আয়োজন করা হলো। এতে ভক্সওয়াগন, টয়োটা, নিসান এবং ল্যান্ড রোভার ব্র্যান্ডের বিভিন্ন মডেলের গাড়ি অংশ নেয়।
প্রদর্শনী ঘুরে দেখা যায়, ৫০ ও ৬০ এর দশকের মডেলের গাড়ি নিয়ে হাজির হন গাড়ির স্বত্বাধিকারীরা। এদের মধ্যে ভক্সওয়াগন ক্লাব বাংলাদেশ এবং বাংলাদেশ ভেসপা কমিউনিটির অ্যাডমিন দিদারুল ইসলাম সুজন, গাড়ি সংগ্রাহক শফিকুল ইসলাম ভূঁইয়া এবং বিজয় ফাহিম চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আজমান আদিব বলেন, এই গাড়িগুলোর সাথে আবেগ জড়িয়ে আছে। এসব গাড়ির সাথে ঐতিহ্য মিশে আছে। ঐতিহ্যকে হারিয়ে যেতে দিলে, আমরা আমাদের অতীত ভুলে যাব। এ জন্যই এ ধরনের গাড়ির প্রতি আমাদের একটা বাড়তি আকর্ষণ কাজ করে।
প্রদর্শনী শেষে অংশগ্রহণকারী গাড়ি ও গাড়ির মালিকদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়। এই আয়োজনের মিডিয়া পার্টনার ছিল দৈনিক কালবেলা।
মন্তব্য করুন