কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৪, ০২:৩০ পিএম
অনলাইন সংস্করণ

বেসিস নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হচ্ছেন আব্দুল আজিজ 

যাচাই.কম লি.-এর চেয়ারম্যান আব্দুল আজিজ। ছবি : সংগৃহীত
যাচাই.কম লি.-এর চেয়ারম্যান আব্দুল আজিজ। ছবি : সংগৃহীত

বাংলাদেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা খাতের বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হচ্ছেন যাচাই.কম লি.-এর চেয়ারম্যান আব্দুল আজিজ।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বেসিস সদস্যদের ভোট ও সহযোগিতা চেয়ে আব্দুল আজিজ বলেন, আমি আপনাদের বেসিস পরিবারের অ্যাফিলিয়েট ক্যাটাগরির যাচাই.কম লি. প্রতিনিধি হিসেবে একজন বেসিস অ্যাফিলিয়েট সদস্য। আগামী বেসিস নির্বাচনে অ্যাফিলিয়েট ক্যাটাগরিতে একজন পরিচালক প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি।

বীর মুক্তিযোদ্ধার সন্তান আব্দুল আজিজ একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কর্মজীবনে তিনি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে বাংলাদেশ সরকারের রেলওয়ে বিভাগের (ঢাকার বাইরে) প্রকৌশল বিভাগের কাজ শুরু করেন। পরে পরিবারে সদস্যদের সহযোগিতা নিয়ে ছোট পরিসরে ব্যবসা শুরু করেন। এর মাঝে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ এবং আইন পেশায় উচ্চতর ডিগ্রি গ্রহণ করেন তিনি।

এর বাহিরে আব্দুল আজিজ বিভিন্ন সেবামূলক ও ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন। বর্তমানে তার প্রতিষ্ঠানগুলোতে কয়েক হাজার লোকের কর্মসংস্থান হয়েছে।

তিনি বলেন, আমি শ্রদ্ধেয় এবং সম্মানিত বেসিস সদস্যদের সঙ্গে সবসময় সংযুক্ত থাকতে চাই এবং আমি সম্মানিত বেসিস সদস্যদের সার্বক্ষণিক সুখ দুঃখের সাথী হিসেবে পাশে থাকতে চাই।

তিনি আরও বলেন, আমি আপনাদের দোয়া, ভালোবাসা এবং সমর্থন নিয়ে সবার কল্যাণে নিজেকে নিয়োজিত করতে রাখতে চাই । আপনাদের মতো সম্মানিত সদস্যদের এবং সদস্য প্রতিষ্ঠানের কল্যাণে আমি নিজের শ্রম, সময় উৎসর্গ করে আপনাদের স্বার্থ রক্ষায় ভূমিকা রাখতে পারলে নিজেকে সফল এবং সার্থক মনে করব।

জানা গেছে, আগামী ৮ মে (২০২৪-২৬) মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজধানীর মহাখালীতে অবস্থিত রাওয়া কনভেনশন সেন্টারে নির্বাচন অনুষ্ঠিত হবে।

তপশিল অনুযায়ী নির্বাচনে ভোটার হতে সদস্যদের বকেয়াসহ বার্ষিক সদস্য ফি ১০ মার্চের মধ্যে পরিশোধের কথা বলা হয়।

জানা গেছে, নির্বাচনে এবার সম্ভাব্য ৩টি প্যানেল অংশ নিতে পারে। ২৩ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে ২৭ মার্চ।

সংগঠনের নির্বাচন কমিশন আগামী ২০ এপ্রিল চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে। কমিশনে বোর্ড চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন টিআইএম নূরুল কবির।

সবশেষ ২০২১ সালের ২৭ ডিসেম্বর সংগঠনের ২০২২-২৪ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে ১১ পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ২৯ প্রার্থী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাল দলিল সরবরাহকারী চক্রের সদস্যকে ধরিয়ে দিলেন সাব-রেজিস্ট্রার

বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের সংবাদ সম্মেলন

পটুয়াখালীতে বিএনপির ৪ ইউনিটের কমিটি স্থগিত

সাময়িক বন্ধের পর আকাশসীমা আবার খুলে দিল ইরান

১১ দলীয় সমঝোতা নিয়ে ইসলামী আন্দোলনের নতুন বার্তা

১২ ফেব্রুয়ারিই পাবনার দুটি আসনে নির্বাচন

তুমি শুধু পরিবারের না, বাংলাদেশের গর্ব : তারেক রহমান

চরম জনবল সংকটে আশাশুনি হাসপাতাল

ইরানে নতুন হামলা হলে যুক্তরাষ্ট্র যেসব অস্ত্র ব্যবহার করতে পারে

অনিশ্চয়তায় বিপিএলের সূচনা, সময়মতো শুরু হচ্ছে না দিনের প্রথম ম্যাচ

১০

ফের অবরোধ ঢাকার তিন স্থান

১১

পাকিস্তান–বংশোদ্ভূতদের পর এবার ভিসা সংকটে ইংল্যান্ডের দুই ক্রিকেটার

১২

সম্পত্তির দৌড়ে দিশার চেয়ে কতটা পিছিয়ে প্রেমিক তালবিন্দর!

১৩

বিটিসিএলের তিন কর্তাসহ ৫ জনের নামে মামলা, তদন্তে সিআইডি

১৪

দুই দফা অ্যাম্বুলেন্স আটক, রোগীর মৃত্যুর ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

১৫

মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

১৬

পটুয়াখালীতে বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তের আগুন

১৭

ইসলামী আন্দোলন নিয়ে জামায়াত আমিরের বার্তা

১৮

সরাসরি এলপি গ্যাস আমদানিতে যাচ্ছে সরকার

১৯

ঢাকায় স্মার্ট মিটার সিস্টেম (এসডব্লিউএম) পাইলট প্রকল্পের উদ্বোধন

২০
X