চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুন ২০২৪, ০৯:২৪ পিএম
আপডেট : ৩০ জুন ২০২৪, ০৯:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি, মানববন্ধন

মানববন্ধনে অংশগ্রহণকারীরা। ছবি : কালবেলা
মানববন্ধনে অংশগ্রহণকারীরা। ছবি : কালবেলা

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য দেশের আলোচিত এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হত্যার হুমকিদাতা ও তাদের নির্দেশদাতাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা এবং তার নিরাপত্তা-ব্যবস্থা জোরদার করার দাবিতে চুনারুঘাট পৌর শহরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ জুন) বিকেলে চুনারুঘাট পৌর শহরে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এ মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

আব্দুল মালেক জাপানি, চুনারুঘাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সোহেল আরমান, ব্যারিস্টার ফুটবল অ্যাকাডেমির চেয়ারম্যান সোহাগ রহমান, ব্যারিস্টার ফুটবল অ্যাকাডেমির ম্যানেজার ও পৌর ছাত্রলীগের সভাপতি সম্রাট আহমেদ, ব্যারিস্টার ফুটবল অ্যাকাডেমির সাধারণ সম্পাদক কাউছার আহমেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. রাশেদুল আলম রাসেল, কলেজ ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান আশিক, যুবলীগ নেতা তাজুল বাহার, হাজি দুলালসহ উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতাকর্মী এবং বিভিন্ন স্তরের সাধারণ মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

এ সময় বক্তারা পরিকল্পিত হত্যার হুমকিদাতা ও ষড়যন্ত্রকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এর আগে শুক্রবার (২৮ জুন) বিকেলে ডিসিপি হাইস্কুল মাঠে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম কসবা আলহাজ শাহ আলম খান ফুটবল একাদশ ক্লাবের খেলায় অংশগ্রহণে এসে এমপি সুমন তার বক্তব্যে তাকে মেরে ফেলার ষড়যন্ত্রের কথা জানান। পরে তিনি নিজেই ২৯ জুন ঢাকার শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরি করেন।

এমপি সুমন বলেন, আমাকে হত্যার হুমকির কথা আমি আমার এলাকার ওসির মাধ্যমে জেনেছি। এরপর গত রাতে আমি জীবনের নিরাপত্তা চেয়ে শেরেবাংলা নগর থানায় জিডি করেছি। কিন্তু প্রশ্ন হচ্ছে আমি একজন এমপি, আমাকে কেন জিডি করতে হলো? যেহেতু পুলিশই বিষয়টি আমার আগে জেনেছে। তাহলে কেন পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে পদক্ষেপ নিলে না? তদন্ত করলে না? যেখানে আমার জীবনের ঝুঁকি রয়েছে।

ব্যারিস্টার সুমন আরও বলেন, আমার নিরাপত্তা তো এখন আমার নিজেকেই দিতে হচ্ছে। আমি এটাই বুঝলাম না, এই রাষ্ট্রযন্ত্র আদৌও আমাকে বাঁচিয়ে রাখতে চায় কি না? আমার মনে হচ্ছে পুলিশ একটি অপমৃত্যুর মামলা লেখার জন্য বসে আছে। সাক্ষী দেওয়ার জন্য বসে আছে। তবে বর্তমান পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) সঙ্গে আমার কথা হয়েছে। তিনি ভালোভাবে বিষয়টি দেখছেন বলেছেন।

এ বিষয়ে চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় জানান, ঢাকায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন হাজার শিক্ষার্থী নিয়ে জবি শিবিরের ‘রান উইথ শিবির’ কর্মসূচি

লাস্যময়ী রূপে দর্শনা

গুগল ম্যাপসে এবার এলো আপনার যাত্রার নতুন বন্ধু

নদীর তীরে ঝুপড়ি ঘরে মিলল স্বামী-স্ত্রীর মরদেহ

দিল্লি বিস্ফোরণের সন্দেহভাজন হামলাকারীর ছবি প্রকাশ

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে দশম দিনের শুনানি চলছে

দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে অঙ্গার বাসচালক

বিএনপিতে যোগ দিলেন ৫ শতাধিক সনাতন ধর্মাবলম্বী

অফিসে যে ৬ আচরণ আপনার এড়িয়ে চলা উচিত

মানব পাচার মামলায় বায়রার সাবেক নেতা ফকরুল গ্রেপ্তার 

১০

আর্জেন্টিনা দল থেকে বাদ তিন তারকা ফুটবলার, জানা গেল কারণ

১১

চিরনিদ্রার দেশে ধর্মেন্দ্র, গুজন নাকি সত্যি?

১২

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

১৩

স্বর্ণের দাম দুই সপ্তাহের সর্বোচ্চ, মূল কারণ কী

১৪

কাস্টিং কাউচের শিকার রেনুকা

১৫

দুরারোগ্য রোগে আক্রান্তদের হজের অনুমতি দেবে না সৌদি সরকার

১৬

সাকিবের রেকর্ড ভেঙে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে তাইজুল

১৭

সফল দিনের শুরু করতে সকালবেলা যে ৬ কাজ না করাই ভালো

১৮

যে আসনের জন্য এনসিপির মনোনয়ন ফরম কিনলেন তাসনিম জারা

১৯

বন্ধুর স্মরণসভায় এসে বিপদে জিতেন্দ্র

২০
X