সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুলাই ২০২৪, ০৩:২৭ পিএম
অনলাইন সংস্করণ

দুই পুলিশ কর্মকর্তার ২১ বছরের জেল

আসামি সাব্বির আলম ওরফে সবুজকে কারাগারে নেওয়া হচ্ছে। ছবি : কালবেলা
আসামি সাব্বির আলম ওরফে সবুজকে কারাগারে নেওয়া হচ্ছে। ছবি : কালবেলা

সিরাজগঞ্জে ২৫২ বস্তা পেঁয়াজসহ ট্রাক লুট এবং চালক ও সহযোগীকে অপহরণ করে চাঁদা দাবি করায় দুই পুলিশ কর্মকর্তাসহ পাঁচজনকে দুটি পৃথক ধারায় ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া লুট হওয়া পেঁয়াজ কেনার দায়ে এক ব্যবসায়ীকে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৩ জুলাই) দুপুর ১টার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ এম আলী আহামেদ এ আদেশ দেন। রায় ঘোষণার সময় এক আসামি আদালতে উপস্থিত ছিলেন। অন্য পাঁচ আসামি পলাতক থাকায় আদালতে অনুপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, কাজিপুর উপজেলার নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির সাবেক উপপরিদর্শক (এসআই) মো. মাইনুল হাসান, সলঙ্গা থানার সাবেক সহকারি উপপরিদর্শ (এএসআই) মতিউর রহমান খান, সলঙ্গা থানার পাটধারী গ্রামের শীতল প্রামানিকের ছেলে রেজাউল করিম ওরফে রনি, একই থানার হাসানপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে সবুজ আলী ও বাগুন্দা (বাগদা) গ্রামের বাহাজ উদ্দিনের ছেলে আনিস ওরফে আনিস ড্রাইভার। ২ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি সাব্বির আলম ওরফে সবুজ সদর উপজেলার কান্দাপাড়া গ্রামের নান্নু মণ্ডলের ছেলে।

জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় করা মামলার এজহার সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১০ জুলাই রাত ১০টার দিকে ২৫২ বস্তা পেঁয়াজসহ একটি ট্রাক চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ বন্দর থেকে চট্টগ্রামের রওয়ানা দেয়। ১১ জুলাই দুপুরের দিকে ওই ট্রাকচালক মোরশেদ আলী ট্রাকমালিক মো. মুজিবুর রহমানকে ফোনে জানান, সিরাজগঞ্জের সলঙ্গায় সমবায় পেট্রোল পাম্পের কাছে হেলপারসহ তাকে আটক করেছে পুলিশ। একটি প্রাইভেটকারে তাদের তুলে সিরাজগঞ্জ শহরে আটকে রেখে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেছে। পরে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় শিয়ালকোল বিসিক এলাকা থেকে উদ্ধার করে।

এ ঘটনায় ট্রাকমালিক রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মো. মুজিবুর রহমান বাদী হয়ে অজ্ঞাতপরিচয়দের বিরুদ্ধে সলঙ্গা থানায় মামলা করেন। পুলিশ সবুজ আলী নামে এক আসামিকে গ্রেপ্তার করলে তিনি বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তদন্তে বেরিয়ে আসে দুই পুলিশ কর্মকর্তাসহ অন্য আসামিদের নাম। তদন্ত শেষে পুলিশ আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম বলেন, পুলিশের দুই কর্মকর্তাসহ পাঁচজনকে পেনাল কোডের ৩৬৫ ধারায় দোষী সাব্যস্ত করে ৭ বছর কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার জরিমানা অনাদায়ে ১ মাস বিনাশ্রম করাদণ্ড প্রদান করা হয়। পেনাল কোডের ৩৯২ ধারায় একই আসামিদের ১৪ বছর কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ১ মাস বিনাশ্রম করাদণ্ড দেওয়া হয়েছে।

তিনি বলেন, আসামি সাব্বির আলম ওরফে সবুজকে পেনাল কোডের ৪১১ ধারায় ২ বছর সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশকে বড় ‘সুখবর’ দিল যুক্তরাজ্য

বিসিএস পরীক্ষার্থীদের জন্য বাসের ব্যবস্থা করল জবি প্রশাসন 

অর্থবছর শেষে কমেছে জিডিপি প্রবৃদ্ধি

মধুমতীতে বিলীন ১৪ ব্যারাক, আরও ৩টি অতিঝুঁকিতে

ভাঙার দুই দিনেও মেরামত হয়নি বেড়িবাঁধ, তলিয়েছে ঘরবাড়ি

শহীদ মীর মুগ্ধের জন্মদিনে ভাই স্নিগ্ধের আবেগঘন পোস্ট

ঢাকায় ১০ লাখ শিশুকে টাইফয়েড টিকাদানের লক্ষ্যমাত্রা, নিতে পারবে নিবন্ধন ছাড়াও

২৮ বছরের ক্রিকেট ইতিহাস নতুন করে লিখলেন ভারতীয় ওপেনার

হামাস-ইসরায়েলের সংলাপকে স্বাগত জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি

‘আইয়া দেখি মা-বাবাকে মাইরা খাটের ওপর বইসা রইছে’

১০

নওগাঁর সাবেক এমপি ওমর ফারুক কারাগারে

১১

হামজাদের খেলা দেখতে গেট ভেঙে স্টেডিয়ামে ঢুকলেন দর্শক

১২

শুল্ক ফাঁকি দিয়ে আমদানিকালে ৭৫ হাজার কেজি সুতা জব্দ

১৩

মায়ের লাশ আটকে সম্পত্তি ভাগ-বাঁটোয়ারা, ২০ ঘণ্টা পর দাফন

১৪

ভিনিসিয়ুস জুনিয়রের বাড়িতে অগ্নিকাণ্ড

১৫

সন্ত্রাসবিরোধী আইনে বাংলাদেশে নতুন করে দমন-পীড়ন : এইচআরডব্লিউ

১৬

রাকসু নির্বাচন / ১৬ দফার ইশতেহার দিল গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ

১৭

ব্যবসায়ীকে গুলি করে হত্যা, তিন দিন পরও হয়নি মামলা

১৮

হঠাৎ খুমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, বিপাকে রোগীরা

১৯

‘মবোক্রেসি আমাদের ব্যর্থতা, সামাল দেওয়া যায়নি’

২০
X