সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুলাই ২০২৪, ০৭:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

কৃষকলীগ নেতাকে কুপিয়ে হত্যা, আ.লীগ নেতার বিরুদ্ধে মামলা

নিহত কৃষকলীগ নেতা আবুল কাশেম। ছবি : সংগৃহীত
নিহত কৃষকলীগ নেতা আবুল কাশেম। ছবি : সংগৃহীত

চিংড়ি ঘের নিয়ে বিরোধকে কেন্দ্র করে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেমকে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্ত্রী ফিরোজা বেগম বাদী হয়ে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মুছা গাজীকে প্রধান আসামি করে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আটজনের বিরুদ্ধে শুক্রবার রাতে এ মামলা দায়ের করেছেন। এ ঘটনায় জেলা কৃষকলীগ প্রতিবাদ জানিয়েছে। আর আসামি যেই হোক শাস্তির দাবি জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগ।

এদিকে, শুক্রবার (৫ জুন) বিকেলে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে আবুল কাশেমের লাশের ময়না তদন্ত শেষে রাত সাড়ে ৯টার দিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

নিহতেন স্ত্রী ফিরোজা বেগম বলেন, শ্যামনগরের গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া গ্রামের চিংড়ি ঘেরের ২৫ বিঘা জমি নিয়ে আমার স্বামী আবুল কাশেম ও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লোকমানগাজীদের বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার রাত ১১টার দিকে আমি ও তার স্বামী আবুল কাশেম বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে মাছ ধরতে যাই। রাত ১২টার দিকে আঁটল ঝাড়ার জন্য নৌকায় উঠলে স্থানীয় দুদু গাজীর ছেলে লোকমান গাজী, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু মুছা, রুহুল আমিন গাজীর ছেলে সালাউদ্দিন গাজী, দাউদ গাজীর ছেলে সেকেন্দার গাজী, রহিম গাজীর ছেলে সুমন গাজী এবং আবু সাইদসহ ২০-২২ জন তাকে (ফিরোজা) ঘেরের মধ্যে মাছ ধরার কাজে ব্যবহৃত ডিঙি নৌকার মধ্যে তার হাত, পা, চোখ ও মুখ বেঁধে ফেলে রাখে। পরে আমার স্বামীকে নৌকা থেকে নামিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ঘেরের পানিতে পুঁতে ফেলে রেখে চলে যায়।

সাতক্ষীরা জেলা কৃষক লীগের সভাপতি বেগম মাহফুজা সুলতানা রুবি বলেন, ঘের নিয়ে বিরোধকে কেন্দ্র করে গাবুরা ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেমকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জেলা কৃষক লীগের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানানো হয়েছে। পরবর্তীতে নতুন কর্মসূচি নেওয়া হবে।

এদিকে শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ এস এম জগলুল হায়দার বলেন, ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেমকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় যে বা যারা জড়িত থাক না কেন সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

অপরদিকে, নিহতের ভাই জাবিদ হাসান জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে পারিবারিক কবরস্থানে ভাই আবুল কাশেমের লাশ দাফন করা হয়েছে। দুই দিনেও কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় বাদীসহ পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় রয়েছেন।

শ্যামনগর থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা সরল বিশ্বাস জানান, আবুল কাশেম হত্যার ঘটনায় তার স্ত্রী ফিরোজা বেগম বাদি হয়ে খোলপেটুয়া গ্রামের আফছার গাজীর ছেলে মুছা গাজীকে প্রধান আসামি করে আরও ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৭-৮ জনের বিরুদ্ধে শুক্রবার রাতে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। সুন্দরবন উপকূলীয় এলাকায় আসামিদের বাড়ি হওয়ায় তারা বনের ভিতরেই আত্মগোপন করেছে বলে ধারণা করা হচ্ছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজার অন্তর্বর্তী সরকারের প্রধান হবেন ট্রাম্প!

নির্বাচনে কেন ‘বিলম্ব’, জানালেন অধ্যাপক ইউনূস

আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের ঘন ঘন বাংলাদেশে আসার আহ্বান প্রধান উপদেষ্টার

নেপালের কাছে সিরিজ হারের লজ্জায় ডুবলো ওয়েস্ট ইন্ডিজ

গাজা যুদ্ধ বন্ধে রাজি ইসরায়েল

অসুরকে বিকৃতভাবে উপস্থাপনে পূজা পরিষদ ও পূজা কমিটির উদ্বেগ

কাতারের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু

জিআই স্বীকৃতি পেল নেত্রকোনার বালিশ মিষ্টি

মর্গে পড়ে আছে অজ্ঞাত দুই নারীর লাশ

জেন-জি বিক্ষোভে উত্তাল মাদাগাস্কার

১০

মারাত্মক আর্থিক সংকটে বিচারপতি মানিক, বিক্রি করে দেন বই : আইনজীবী

১১

হিরো আলমের ওপর হামলা

১২

বেসরকারি বিশ্ববিদ্যালয় সংস্কার নিয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে পুসাবের বৈঠক

১৩

বিদেশে পাঠানোর ফাঁদে মানুষকে ‘পথে বসানো’ সেলিম গ্রেপ্তার

১৪

ধর্মীয় সম্প্রীতির দেশ গড়তে এনসিপি কাজ করছে : সারজিস

১৫

সারা দেশে বৃষ্টি নিয়ে আবহাওয়ার পূর্বাভাস

১৬

ভারতের ভিসা নিয়ে যে তথ্য দিলেন হাইকমিশনার

১৭

হাজত থেকে পালানো সেই যুবলীগ নেতা গ্রেপ্তার

১৮

‘ইউনিভার্সেল মেডিকেলে ফ্রি হার্ট ক্যাম্প’ সম্পন্ন

১৯

ক্যাম্পাসে চাকসু নির্বাচনের উন্মাদনা, ১ মাস ধরে হাসপাতালে ইমতিয়াজ-মামুন

২০
X