ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৮ জুলাই) উপজেলার গোকর্ণ ইউনিয়নের নুরপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, নুরপুর গ্রামের ফুলবাহার মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া ও জাহাঙ্গীর মিয়ার স্ত্রী রুহেনা বেগম। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটের দিকে পুলিশের উপপরিদর্শক রূপন নাথের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালায় নাসিরনগর থানা পুলিশ। অভিযানে গোকর্ণ ইউনিয়নের নুরপুর পুকুরপাড় এলাকার জাহাঙ্গীর মিয়ার দোকানের সামনে থেকে ২০৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ জাহাঙ্গীর ও রুহেনাকে আটক করা হয়।
নাসিরনগর থানার ওসি সোহাগ রানা বিষয়টি নিশ্চিত করে জানান, আটক স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন