মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুলাই ২০২৪, ০৮:৪২ পিএম
আপডেট : ০৯ জুলাই ২০২৪, ০৯:০১ পিএম
অনলাইন সংস্করণ

চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের টাকা ইউপি চেয়ারম্যানের পকেটে!

অভিযুক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতার উদ্দিন। ছবি : কালবেলা
অভিযুক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতার উদ্দিন। ছবি : কালবেলা

মৌলভীবাজার সদর উপজেলার চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন সহযোগিতার অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে চাদনীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিরুদ্ধে। নিয়ম অনুযায়ী ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে জিটুপি পদ্ধতিতে সরাসরি চা শ্রমিকের হাতে নগদ অর্থ যাওয়ার কথা থাকলেও চলে গেছে ইউপি চেয়ারম্যানের পকেটে। এ ঘটনার অর্থ বিতরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

সমাজসেবা অফিস সূত্রে জানা যায়, প্রকৃত দুস্থ চা-শ্রমিকদের শনাক্ত করে সমাজসেবা অধিদপ্তরের নীতিমালা অনুসরণ করে প্রকৃত দুস্থ ও অসহায় ব্যক্তিদের তালিকা প্রণয়ন করে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। এই কার্যক্রমে জিটুপি পদ্ধতিতে এজেন্ট ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা সরাসরি চা শ্রমিকের একাউন্টে প্রদান করা হয়। অনুদান প্রাপ্ত ব্যক্তি এককালীন নগদ ৫ হাজার টাকা পাবেন। বিকাশের মাধ্যমে সরাসরি টাকা পাঠানোর পদ্ধতি চালু থাকলেও মৌলভীবাজার জেলার সদর উপজেলায় পুরাতন পদ্ধতিতে ব্যাংক এশিয়ার এজেন্টের মাধ্যমে টাকা প্রদান করা হয়। এই পদ্ধতিতে সংশ্লিষ্ট এজেন্ট গ্ৰাহকের ফিঙ্গার প্রিন্ট নিয়ে নগদ অর্থ প্রদান করেন।

অনুসন্ধানে জানা গেছে, মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের চেয়ারম্যান আখতার উদ্দিন গ্রাহকের টাকা নিজেই এজেন্টের কাছ থেকে উত্তোলন করেন। সেই টাকা বিতরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরে। তখন‌ই প্রশ্ন উঠে অনুদান প্রদানের স্বচ্ছতা নিয়ে।

জানা যায়, নিয়ম অনুযায়ী চাঁদনীঘাট ইউনিয়নের ব্যাংক এশিয়ার এজেন্ট সরাসরি ফিঙ্গার নিয়ে সরাসরি গ্রাহককে টাকা প্রদান করা। কিন্তু নীতিমালা লঙ্ঘন করে এই টাকা ইউনিয়ন চেয়ারম্যানের হাতে তুলে দিয়েছে ব্যাংক এশিয়ার এজেন্ট।‌

নাম প্রকাশে অনিচ্ছুক হামিদিয়া চা বাগানের শ্রমিক কালবেলাকে বলেন, আমার মোবাইলে এস‌এম‌এস আসলে ওইদিন ইউনিয়নে যাই। টাকা ৫ হাজার টাকা পাওয়ার কথা কিন্তু পেলাম ৪ হাজার টাকা। চেয়ারম্যান নিজের হাতে টাকার নোট দিয়েছেন।

এ বিষয়ে চাঁদনীঘাট ইউনিয়নের চেয়ারম্যান আখতার উদ্দিন বলেন, আমার ইউনিয়নের ১৭২ জন চা শ্রমিকের জীবন মান উন্নয়নের অনুদানের তালিকা পাঠিয়েছি। তালিকা টাকা এসেছে, আমি কত তারিখ বিতরণ করেছি সঠিক বলতে পারব না। এটা আমাদের নিয়মিত কার্যক্রম।

মৌলভীবাজার জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক মো. হাবিবুর রহমান বলেন, সদর উপজেলায় বিকাশ পদ্ধতি এখনো চালু হয়নি। ব্যাংক এশিয়ার এজেন্টের মাধ্যমে গ্ৰাহক টাকা তুলার কথা। সরাসরি ফিঙ্গার নিয়ে এজেন্ট গ্রাহকের হাতে টাকা তুলে দেবেন। এর বাইরে কারও হাতে টাকা দেওয়ার কথা নয়। এরকম কিছু হলে এজেন্টের কাছে ব্যাখ্যা চাওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় নতুন অর্থনৈতিক অঞ্চল / এক লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা

যৌথবাহিনীর অভিযানে অনলাইন জুয়া চক্রের ২ সদস্য আটক

জেলেরা হেলমেট পরে মাছ ধরেন যেখানে

বিমানবাহিনীর আন্তঃঘাঁটি স্কোয়াশ প্রতিযোগিতা সমাপ্ত

স্পেনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কারাগারে সন্তান জন্ম দিলেন হত্যা মামলার আসামি

সিলেটের সাদাপাথর লুটের ঘটনায় সিআইডির অনুসন্ধান শুরু

হবিগঞ্জ জেলা বিএনপির সম্মেলন ৬ সেপ্টেম্বর

ডাকসুর ভিপি প্রার্থী জালালের বিরুদ্ধে ছুরিকাঘাতের অভিযোগ

ডাকসু নির্বাচন / ছাত্রলীগ সম্পৃক্ততার দায়ে বাদ জুলিয়াস সিজার

১০

ধর্ষণসহ হত্যায় ফুফাতো ভাইয়ের যাবজ্জীবন

১১

কাজী নজরুলের কবিতা দেশের মুক্তিকামী মানুষকে সাহস যুগিয়েছে : তারেক রহমান

১২

‘রোহিতকে সরানোর জন্যই ব্রঙ্কো টেস্ট এনেছে বিসিসিআই’

১৩

অভিনেত্রী হিমুর আত্মহত্যা, প্রেমিক রাফির বিচার শুরু

১৪

ভারতে প্রয়াত ক্রিকেটারদের স্ত্রীরা পাবে অনুদান

১৫

রাজধানীতে একক ব্যবস্থায় বাস চলবে : প্রেস উইং

১৬

ভিনিকে বিক্রি করে দিতে বললেন রিয়াল কিংবদন্তি

১৭

নতুন বিচারপতিদের মধ্যে সংখ্যালঘু নেই, ঐক্য পরিষদের ক্ষোভ

১৮

বিসিবির হাতে বিপিএলের স্পট ফিক্সিং তদন্ত প্রতিবেদন

১৯

ফেসবুকের বিরুদ্ধে জিডি করেছেন মাওলানা মামুনুল হক

২০
X