কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ আরসা সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে।
বুধবার (১০ জুলাই) রাতে মোছারখোলার ১৫ নং রোহিঙ্গা ক্যাম্পে র্যাব-১৫ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে কক্সবাজারস্থ র্যাব-১৫।
গ্রেপ্তারকৃতরা হলো- উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-১৫, ব্লক-ডি/৩ এর মো. নেছার (৩০), ক্যাম্প-১৫ ব্লক-এইচ/৫ এর মো. আইয়ুব (২২), ক্যাম্প-১৫, ব্লক-এইচ/৭ এর রবি আলম (১৮), ক্যাম্প-১৫ ব্লক-এইচ/১২ এর মো. আবুল কালাম (২৮), ক্যাম্প-৪, ব্লক-সি/২৫ এর আবুল হোসেন (২০)।
র্যাব জানায়, রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী বিশেষ করে আরসা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আতঙ্ক সৃষ্টি, হামলা, খুন, অপহরণ, ডাকাতি, চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চলে আসছিল। সম্প্রতি মোছারখোলা, উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকাগুলোতে অপহরণের মাত্রা বেড়ে যায়। তাছাড়া বিভিন্ন ক্যাম্পে হত্যাকাণ্ডের সংখ্যাও বাড়তে থাকে। ফলে ক্যাম্পসমূহে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র্যাব।
এরই ধারাবাহিকতায় বুধবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৫ তে সন্ত্রাসী সংগঠন আরসার একদল সদস্য বিপুল অস্ত্রসহ ক্যাম্পে নাশকতা সৃষ্টির উদ্দেশে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি দল ভোর সাড়ে ৪টায় ১৫ নং রোহিঙ্গা ক্যাম্পের মোছারখোলা নামক স্থানে অভিযান চালায়। এ সময় আরসার ৫ জন সশস্ত্র সন্ত্রাসীকে ৬টি আগ্নেয়াস্ত্র ও বেশ কিছু বিভিন্ন অস্ত্রের অ্যামুনিশনসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ৫ জন আসামির মধ্যে আবুল হোসেন বাঙালি। সে মূলত আরসা সন্ত্রাসীদের অপহরণ সংক্রান্তে তথ্যদাতা। কোন কৃষকের আর্থিক সামর্থ্য রয়েছে, কাকে অপহরণ করলে মুক্তিপণ পাওয়ার সম্ভাবনা রয়েছে এই সংক্রান্তে তথ্য আরসা সন্ত্রাসীদের নিকট প্রদান করত। তাছাড়া টেকনাফ, মহেশখালীসহ অন্যান্য জায়গা থেকে লোকাল অস্ত্র সংগ্রহে সে আরসার সদস্যদের সহযোগিতা করত।
র্যাব আরও জানায়, অভিযানকালে আরসা সন্ত্রাসীদের আস্তানায় পৌঁছানো মাত্রই র্যাবের উপস্থিতি টের পেয়ে আরসা সন্ত্রাসীরা র্যাবের উদ্দেশে গুলিবর্ষণ করতে থাকে। এ সময় র্যাবের একজন সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়। বর্তমানে সে রামু সিএমএইচ-এ চিকিৎসাধীন রয়েছে। এ ছাড়া গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন