চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০৮:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

নতুন করে কোনো স্বৈরাচারের উৎপত্তি হতে দেওয়া হবে না : সালাহউদ্দিন

চকরিয়া পৌরসভায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রদায়ের সম্প্রীতি সমাবেশে বক্তব্য রাখছেন সালাহউদ্দিন আহমদ। ছবি : কালবেলা
চকরিয়া পৌরসভায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রদায়ের সম্প্রীতি সমাবেশে বক্তব্য রাখছেন সালাহউদ্দিন আহমদ। ছবি : কালবেলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনে দলের মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এ দেশে নতুন করে কোনো স্বৈরাচার বা ফ্যাসিবাদের উৎপত্তি হতে দেওয়া হবে না। মুক্তিযোদ্ধারা যে স্বপ্ন দেখেছিলেন, বারবার তাদের স্বপ্ন হোঁচট খেয়েছে, গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে, আমরা আর সেদিকে যেতে চাই না।

শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় চকরিয়া পৌরসভার ভরামুহুরী এলাকায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রদায়ের সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, গণঅভ্যুত্থানের শহীদরা, আমাদের সন্তানরা ও মুক্তিযোদ্ধারা যে স্বপ্ন দেখেছিল সবাই ঐক্যবদ্ধ থেকে সেই স্বপ্নের বাংলাদেশ বির্নিমাণ করতে হবে। এ দেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে হবে। শহীদের স্বপ্ন পূরণের বাংলাদেশ গড়তে হবে।

তিনি আরও বলেন, এ দেশ আমাদের ঠিকানা। এখানেই জন্ম এখানেই মৃত্যু। আমাদের এখানেই থাকতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, এ দেশে ধর্ম-বর্ণের ভিত্তিতে কোনো বৈষম্য নেই, সেটাই আমরা প্রতিষ্ঠিত করব। অতীতে বিএনপি এ দেশের মানুষের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করেছিল, ভবিষ্যতেও করবে। আমাদের একটাই পরিচয় আমরা সবাই বাংলাদেশি।

জামায়াতে ইসলামীর সমালোচনা করে সালাহউদ্দিন আহমদ বলেন, সাইনবোর্ড দেখানোর জন্য একজন মুক্তিযোদ্ধাকে দলে ভিড়িয়ে জাতির সঙ্গে প্রতারণা করতে পারবেন না। কারণ এ দেশের মানুষ জানে আপনারা স্বাধীনতার বিরোধিতা করেছিলেন। আমাদের দলেই সবচেয়ে বেশি সেক্টর কমান্ডার ও মুক্তিযোদ্ধা রয়েছে। বিএনপিই স্বাধীনতার পক্ষের দল এবং এই দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক ও রণাঙ্গনের একজন মুক্তিযোদ্ধা।

তিনি বলেন, এ দেশের বড় আলেম-ওলামারা আজ জামায়াতে ইসলামীর ধর্মীয় বিভ্রান্তির বিপক্ষে অবস্থান নিয়েছে।

সালাহউদ্দিন বলেন, বিএনপি এ দেশের রাজনৈতিক দল। আগামী ১২ তারিখ ধানের শীষে ভোট দিয়ে এ দলকে নির্বাচিত করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন- চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মু ফখরুদ্দীন ফরায়জী, চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি নুরুল ইসলাম হায়দার, সাধারণ সম্পাদক এম আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিনসহ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বী নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবি মৃধা আলাউদ্দিনের জন্মদিন ও কাব্যসন্ধ্যা

আড়াই কোটি টাকার নতুন টুর্নামেন্টের কোচ-অধিনায়ক যারা

মিয়ানমারে বিতর্কিত নির্বাচনের সময় বিমান হামলায় নিহত ১৭০ : জাতিসংঘ

‘নান্দাইল উপজেলা চাকরিজীবী কল্যাণ পরিষদ-ঢাকা’র বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

৪ ফেব্রুয়ারি ইসলামী আন্দোলনের ইশতেহার ঘোষণা, প্রাধান্য পাবে যেসব বিষয়

আকাশে কিছু কালো চিল ঘোরাফেরা করছে : জামায়াত আমির

রাষ্ট্রের গুণগত পরিবর্তনে জনগণের দায়িত্ব বিএনপিকে বিজয়ী করা : রবিউল

একমাত্র বিএনপিরই দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে : তারেক রহমান

‘ভুলবশত’ সত্যটাই জানিয়ে দিল পাকিস্তান!

পাকিস্তানে হামলায় নিহত বেড়ে ২১

১০

ইরানের বন্দর আব্বাসে বিস্ফোরণ, জানা গেল নিহতের সংখ্যা

১১

রোববার জামায়াতের ইশতেহার ঘোষণা হচ্ছে না

১২

ইথিওপিয়ায় ড্রোন হামলা, নতুন সংঘাতের শঙ্কা

১৩

যুক্তরাষ্ট্র থেকে এলো ৫৮ হাজার টন গম

১৪

অস্ট্রেলিয়াকে উড়িয়ে পাকিস্তানের বার্তা

১৫

নির্বাচনী প্রচারণায় আরাফাত রহমান কোকোর স্ত্রী সিঁথি

১৬

১২ ঘণ্টায়ও ফলাফল ঘোষণা না হলে অসৎ উদ্দেশ্য আছে : মির্জা আব্বাস

১৭

নতুন করে কোনো স্বৈরাচারের উৎপত্তি হতে দেওয়া হবে না : সালাহউদ্দিন

১৮

প্রথম ১০০ দিনে জনগণের সমস্যা নিরসনের আশ্বাস হামিদুরের

১৯

তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আ.লীগকে রাজনীতি করার সুযোগ দেবেন, দাবি বিএনপি প্রার্থীর

২০
X