চট্টগ্রামে গণপূর্তে চাঁদা আদায়ের ঘটনায় ফের দুপক্ষ মারামারিতে জড়িয়ে পড়েছে। এ সময় একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর আগ্রাবাদ লাকি প্লাজা মার্কেটের বিপরীতে এ ঘটনা ঘটে।
আহতের নাম মো. রানা। তিনি পারভেজ গ্রুপের অনুসারী।
জানা গেছে, গণপূর্তে আধিপত্য বিস্তারের জেরে শাকিল গ্রুপ ও পারভেজ গ্রুপ সক্রিয় হয়ে উঠেছে। যদিও বর্তমানে শাকিল গ্রুপের নিয়ন্ত্রণে গণপূর্ত। কিছুদিন আগে ঠিকাদারদের কাছ থেকে চাঁদা আদায়ের ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে মারামারিও হয়েছে।
তখন এক ঠিকাদারসহ পাঁচজন আহত হন। এর রেশ কাটতে না কাটতে আগ্রাবাদে পারভেজ গ্রুপের সুমন প্রকাশের অনুসারি রানার ওপর হামলা চালায় শাকিল গ্রুপের রাকিব, মোর্শেদ, সেলিম, মাসুদসহ আরও অনেকে।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক প্রত্যক্ষদর্শী কালবেলাকে বলেন, বিকেলে শাকিল গ্রুপের লোকেরা রানা নামে এক যুবকের উপর অতর্কিত হামলা চালিয়ে রক্তাক্ত করে। পরে শাকিল গ্রুপের মোর্শেদ সাউথল্যান্ড সেন্টার মার্কেট সংলগ্ন মৌলভীপাড়া থেকে গিয়ে আহত রানাকে ছিনিয়ে নিতে চাইলে বাধা দেন পুলিশ সদস্যরা। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ডবলমুরিং থানার ওসি ফজলুল কাদের পাটোয়ারি কালবেলাকে কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মারামারির ঘটনা সত্য। রানা নামে আহত এক যুবককে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কেউ থানায় মামলা করেনি।
মন্তব্য করুন