যশোরের কেশবপুরে মোটরসাইকেল ও ট্রেকারের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চুকনগর-নওয়াপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন : যেসব কারণে সড়ক দুর্ঘটনা কমছে না
নিহতরা হলেন, কেশবপুরের পাঁজিয়া গ্রামের দীপক মণ্ডলের ছেলে সাগর মণ্ডল (২০) ও আকবরের ছেলে রাজু (২০)।
প্রতক্ষ্যদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চুকনগর থেকে একটি মোটরসাইকেলে দুই আরোহী নওয়াপাড়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কেশবপুরের সুফলাকাটি সমির মাস্টারের গোডাউনের সামনে এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রেকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রেকারের চাকা মোটরসাইকেলের ওই দুই আরোহীর মাথার ওপর দিয়ে উঠে যাওয়ায় ঘটনাস্থলেই তারা নিহত হন।
কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) তাপস রায় বলেন, ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে।
মন্তব্য করুন