নরসিংদীর পাঁচদোনা-ঘোড়াশাল সড়কে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে সিএনজির যাত্রী এনামুল হক (৬০) ও জারিফ (৪) নিহত হয়েছে। এ সময় অন্য তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
রোববার (১৪ জুলাই) দুপুর ১টার দিকে পাঁচদোনা-ঘোড়াশাল সড়কের নলুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, যাত্রীবোঝাই সিএনজিচালিত অটোরিকশাটি পাঁচদোনা থেকে ঘোড়াশালের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
মাধবদী থানার ওসি কামরুজ্জামান জানান, নিহতদের আত্মীয়স্বজন থানায় এসে লাশ নেওয়ার জন্য আবেদন করেছেন। আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন