আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুলাই ২০২৪, ০১:১২ পিএম
অনলাইন সংস্করণ

কৃষকের কার্ডে সিন্ডিকেটের থাবা

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়, আজমিরীগঞ্জ, হবিগঞ্জ। ছবি : কালবেলা
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়, আজমিরীগঞ্জ, হবিগঞ্জ। ছবি : কালবেলা

হবিগঞ্জের আজমিরীগঞ্জে চলতি বোরো মৌসুমে সরকারি মূল্যে ধান সংগ্রহে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিয়মানুযায়ী কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের কথা থাকলে ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যোগসাজশে গুদামে ধান সরবরাহ করছে অন্তত ১২টি সিন্ডিকেট চক্র। তবে সিন্ডিকেটের ধান সংগ্রহের বিষয়টি অস্বীকার করছে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়।

উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে উপজেলার কৃষকদের কাছ থেকে সরকারি মূল্যে (৩২ টাকা কেজি ধরে) ১ হাজার ৮৯৩ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই প্রেক্ষিতে উপজেলার ১টি পৌরসভা ও ৫টি ইউনিয়নের প্রায় দেড় হাজার কৃষকের মধ্য থেকে ৬১৩ জন কৃষক-কৃষাণীকে লটারির মাধ্যমে নির্বাচিত করা হয়েছে।

গত ১৮ মে সন্ধ্যায় নির্বাচিত কৃষকের তালিকাটি উপজেলা খাদ্যশস্য সংগ্রহ কমিটির সভাপতি ও নির্বাহী কর্মকর্তার দাপ্তরিক ফেসবুক আইডি থেকে প্রকাশ করা হয়। কিন্তু কৃষকদের নামে সিন্ডিকেট চক্রের মাধ্যমে ধান সংগ্রহের ফলে প্রকৃত কৃষকরা পড়েছেন চরম বিপাকে পড়েছেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা গেছে, এরই মধ্যে সরকারি মূল্যে ৮৫৮ টন ধান সংগ্রহ করা হয়েছে।

অনুসন্ধানে জানা গেছে, প্রকাশিত তালিকায় যেসব কৃষক-কৃষাণীর নাম রয়েছে তাদের এক তৃতীয়াংশই সরকারি গুদামে ধান বিক্রি করেননি। এমনকি গত বছর তিনেক ধরে ধান উৎপাদনই করেননি এমন কৃষক-কৃষাণীও রয়েছেন অন্তত অর্ধশতাধিক।

অনুসন্ধানে আরও জানা যায়, উপজেলার অনন্ত ১০-১২টি সিন্ডিকেট চক্র তালিকায় প্রকাশিত কৃষক-কৃষাণীদের কাছ থেকে এক হাজার থেকে দেড় হাজার টাকার বিনিময়ে তাদের কৃষি কার্ড সংগ্রহ করে গুদাম কর্মকর্তার যোগসাজশে সরকারি গুদামে ধান সরবরাহ করছেন।

গুদামে ধান সরবরাহের পর ব্যাংক থেকে টাকা উত্তোলনের সময় সেই কৃষক-কৃষাণীকে ব্যাংকে এনে টাকা উত্তোলন করছে সিন্ডিকেট চক্রগুলো। বিনিময়ে টাকা উত্তোলন করে দেওয়া কৃষকদের ব্যাংকে আসা-যাওয়ার খরচের টাকা প্রদান করা হয়।

অভিযোগ রয়েছে, প্রতি কার্ড (তিন টন ধান) সরকারি মূল্যে গুদামে সরবরাহ করতে গুদাম কর্মকর্তাকে উৎকোচ দিতে হয় তিন হাজার টাকা।

উপজেলার বিভিন্ন এলাকার একাধিক কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, খাদ্য গুদামে কৃষকের তালিকায় রয়েছে কার্ডধারী কৃষক, রাজনৈতিক নেতাকর্মী ও মৌসুমি সিন্ডিকেট ব্যবসায়ী।

তালিকায় প্রকৃত কৃষকদের নাম থাকলেও সেই কৃষকদের ধান বিক্রি করতে গিয়ে পদে পদে হয়রানির শিকার হতে হচ্ছে। আবার অনেক কৃষক জানেনই না তাদের নাম তালিকায় রয়েছে কিনা। যার ফলে অনেক কৃষক বাধ্য হয়েই এসব সিন্ডিকেটের কাছে সামান্য অর্থের বিনিময়ে কৃষি কার্ড তুলে দিতে বাধ্য হচ্ছেন।

তালিকায় নাম থাকা সদর ইউনিয়নের বিরাট গ্রামের কৃষক শুতলাল দাস বলেন, দুই বছর ধরে ধান ফলাই না। আমার কার্ড এক মেম্বার নিয়েছেন। তিনিই ধান নিয়ে ব্যাংক থেকে টাকা উঠিয়ে দিলে আমাকে ১ হাজার টাকা দেন।

একই গ্রামের সেকুল ইসলাম বলেন, কিছুদিন পূর্বে আমি ৩ টন ধান দিয়ে আসছি। এখন অফিসাররা খরচপাতি চাইতেছেন। টাকা দিতে না চাইলে ভালো ধান খারাপ বলে আটকে রাখে। তাই বাধ্য হয়ে দিতে হয়।

সদর ইউনিয়নের আরেক কৃষক বাদল মিয়া বলেন, আমার কার্ড আরেক জনকে দিয়েছি। আমি গুদামে ধান দেইনি।

এসব বিষয়ে উপজেলা খাদ্য পরিদর্শক সামছুল হুদার মোবাইলফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি। এমনকি এই বিষয় ওনাকে খুদেবার্তা পাঠালেও তিনি কোনো উত্তর দেননি।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাইফুল আলম সিদ্দিকী বলেন, তালিকা অনলাইনে হয়েছে। এখানে অনিয়মের সুযোগ নেই। কৃষকদের কাছ থেকে উৎকোচ আদায়ের বিষয়ে তিনি বলেন, এমন হওয়ার কথা নয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও খাদ্য শস্য সংগ্রহ কমিটির সভাপতি জুয়েল ভৌমিক বলেন, বিষয়টি নিয়ে আমাকে কেউ লিখিত বা মৌখিকভাবে কোনো অভিযোগ দেয়নি। তবে বিষয়টি আমি শুনেছি। তালিকায় কিছু গরমিল হয়েছে।

তিনি বলেন, অনলাইনে রেজিস্ট্রেশন হওয়ার কারণে মোবাইল নম্বরে কিছুটা ঝামেলা হয়েছে। দ্রুত বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিলিস্তিনের পক্ষে জাতিসংঘে ভোট দিল ভারত

নির্বাচিত হলে দুই মাসে গ্যাস সুবিধা পাবে নাটোরবাসী : দুলু

‘এক বছরের সাফল্যগাঁথা : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দূরদর্শী নেতৃত্ব’

মন্ত্রিপাড়ায় সন্দেহজনক ঘোরাঘুরি, মার্কিন নাগরিক গ্রেপ্তার

জাকসুতে কত ভোট পেল ছাত্রদলের ভিপি-জিএস প্রার্থী?

বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি গঠন

লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের অসহায় আত্মসমর্পণ

জাতীয় প্রেসক্লাবে ফ্রি মেডিকেল ক্যাম্প ও হেলথ কার্ড বিতরণ

মাছধরা ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৩ জেলে অগ্নিদগ্ধ

তেঁতুলিয়ায় সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড

১০

গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যের আহ্বান কফিল উদ্দিনের

১১

চার দফা দাবিতে সড়কে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীরা

১২

নেইমারের ফিটনেস নিয়ে আনচেলত্তির দাবি নাকচ করল সান্তোস

১৩

মাত্র ৩ টাকায় সুস্বাদু রসগোল্লা

১৪

বিএনপি জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অঙ্গীকারবদ্ধ : নীরব

১৫

ইয়ামালের চোট নিয়ে ক্ষুব্ধ ফ্লিক, দায় চাপালেন স্পেনকে

১৬

পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি ক্লোজড

১৭

নির্বাচনে খালেদা জিয়া ও তারেক রহমানের প্রার্থীকে জয়ী করতে হবে : সেলিমুজ্জামান

১৮

দেশেই ভ্যাকসিন উৎপাদনের প্লান্ট স্থাপনের পরিকল্পনা হয়েছে : ফরিদা আখতার

১৯

আনজুমান ট্রাস্ট এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের যাত্রা শুরু

২০
X