শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুলাই ২০২৪, ০১:৩৬ এএম
অনলাইন সংস্করণ

গুরুতর আহত সেই ছাত্রলীগ নেতার মৃত্যু

নিহত ছাত্রলীগ নেতা রাকিব। ছবি : কালবেলা
নিহত ছাত্রলীগ নেতা রাকিব। ছবি : কালবেলা

মানিকগঞ্জের শিবালয়ে প্রতিপক্ষের হামলায় আহত সাবেক ছাত্রলীগ নেতা রাকিব মোল্লা (২৬) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

সোমবার (১৫ জুলাই) চিকিৎসাধীন অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে মারা যান ওই নেতা।

নিহত রাকিব মোল্লা উপজেলার দশচিড়া গ্রামের লাভলু মোল্লার ছেলে। তিনি উলাইল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও শিবালয় সদর উদ্দিন ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, গত ৭ জুলাই সন্ধ্যার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দশচিড়া মাঠ এলাকায় রাকিব মোল্লাসহ তার দুই সহযোগীর সাথে স্থানীয় নুরুজ্জামান, সাজা, নজরুল, আয়নাল, মনোয়ার, শরিফ, মামুনসহ কথা কাটাকাটি হয়। এরই জেরে প্রতিপক্ষের ৮/১০ জন ধারালো অস্ত্র, রড, চাপাতি নিয়ে রাকিব মোল্লা ও তার দুই সহযোগীর উপরে হামলা চালায়। এ সময় দুই সহযোগী পালিয়ে গেলেও রাকিবকে ধরে ফেলে প্রতিপক্ষের লোকজন। তার দুই পাসহ শরীরের বিভিন্ন অংশে রড ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায় প্রতিপক্ষ। পরে স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করে। দীর্ঘ আট দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর সোমবার বেলা ১১ টার দিকে তিনি মারা যান।

এ ঘটনায় শিবালয় উপজেলা ছাত্রলীগের সদ্য সাবেক আহবায়ক নাজমুল ইসলাম জনি রাকিবের হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এছাড়া স্থানীয় সাবেক সংসদ সদস্য নাইমুর রহমান খান (দূর্জয়) সহ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা তার মৃত্যুতে শোক জানিয়েছেন।

এ বিষয়ে রাত সাড়ে ১১টার দিকে মোবাইলফোনে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, ছাত্রলীগ নেতার মৃত্যুর ব্যাপারে এখনো কেউ থানায় অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবিধান পরিবর্তনকে হুমকি নয়, গণতান্ত্রিক সত্য হিসেবে গ্রহণ করতে হবে : প্রধান বিচারপতি

ব্র্যাক ইউনিভার্সিটিতে উদযাপিত ‘বিজয় উৎসব ২০২৫’

গুগল সার্চে আপনার নাম-নম্বর নিজেই মুছে ফেলুন সহজে

বিএনপি সরকারে এলে নারীদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সেলিমুজ্জামান 

অস্ট্রেলিয়ার দাপুটে পারফরম্যান্সে অ্যাশেজ হারের শঙ্কায় ইংল্যান্ড

মালয়েশিয়ায় ৭২ বাংলাদেশিসহ ৪০২ অভিবাসী আটক

জেআইসিতে গুম-নির্যাতন / ডিজিএফআইয়ের সাবেক ৫ মহাপরিচালকসহ ১৩ জনের বিচার শুরু

কমিটি গঠনের ২৪ ঘণ্টা পার না হতেই এনসিপি নেতার পদত্যাগ

সড়কের পাশে পড়ে ছিল যুবকের রক্তাক্ত মরদেহ

এনসিপি নেত্রী রুমীর মৃত্যুর আগে ফেসবুকে যা লিখেছিলেন

১০

বার্ড ফ্লু নিয়ে বিজ্ঞানীদের ভয়ংকর সতর্কবার্তা

১১

দেশের পরিস্থিতি নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবে সরকার

১২

না খেয়ে থাকলে কি ওজন কমে!

১৩

খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা জানালেন ডা. জাহিদ

১৪

নারীর বিবস্ত্র ভিডিও ধারণের পর ধর্ষণ, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

১৫

চট্টগ্রামে শুরু হচ্ছে রোভারদের পাঁচ দিনের উৎসব

১৬

নভেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮৩ 

১৭

বিশ্বকাপের আগে দুই প্রস্তুতি ম্যাচ বাংলাদেশের, চূড়ান্ত প্রতিপক্ষ

১৮

শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

১৯

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নাহিদ শিকদার গ্রেপ্তার

২০
X