বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৬ জুলাই ২০২৪, ০৯:৪০ এএম
অনলাইন সংস্করণ

কুকুরের কামড়ে আহত ২২

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

বগুড়ার সারিয়াকান্দিতে কুকুরের কামড়ে নারী-শিশুসহ ২২ জন আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ দিকে হাসপাতালে ভ্যাকসিন না থাকায় তাদের ছুটতে হচ্ছে জেলা সদরে।

সোমবার (১৫ জুলাই) সকাল থেকে কুকুরটি মানুষকে কামড়াতে শুরু করলে দুপুরের দিকে এলাকাবাসী পিটিয়ে হত্যা করে।

সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুব হোসেন সরদার কালবেলাকে বলেন, সোমবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে উপজেলার নিজ বাটিয়া, ধাপ, দেলুয়াবাড়ি, ধনতলা, কুপতলা, পাকুল্লা, কয়েরপাড়া, কুড়িবাড়ি, ধলিরকান্দি ও বাগবেড় গ্রামের কুকুরে কামড়ানো ২২ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। উপজেলা হাসপাতালে ভ্যাকসিন না থাকায় তাদের জেলা সদরে অবস্থিত বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে- সারিয়াকান্দি উপজেলার নিজ বাটিয়া, ধাপ, দেলুয়াবাড়ি, ধনতলা, কুপতলা, পাকুল্লা, কয়েরপাড়া, কুড়িবাড়ি, ধলিরকান্দি ও বাগবেড় গ্রামের ২২ জন হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা ধনতলা গ্রামের আসাদ বলেন, এলাকায় বেওয়ারিশ কুকুরের উৎপাত বেড়েছে। মানুষ দেখলেই তেড়ে গিয়ে কামড় দিচ্ছে।

সারিয়াকান্দি পৌরসভার মেয়র মতিউর রহমান বলেন, পৌর এলাকার নিজ বাটিয়া মহল্লায় কুকুরের কামড়ে কয়েকজন আহত হন। পরে লোকজন একটি কুকুরকে ধাওয়া করে পিটিয়ে হত্যা করে। এলাকাবাসীর বরাত দিয়ে তিনি বলেন, সেটি পাগলা কুকুর ছিল। এ কারণে লোকজন দেখলেই কামড় দিয়ে বেশ কয়েকজনকে আহত করেছে।

সারিয়াকান্দি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহ আলম বলেন, কুকুর জলাতঙ্কে আক্রান্ত হলে দৌড়াদৌড়ি করতে থাকে। সে সময় মানুষজন ছাড়াও গবাদিপশুকে সামনে পেলে কামড় দেয়। সারিয়াকান্দিতে ২২ জনকে আক্রমণ করা কুকুরগুলো জলাতঙ্কে আক্রান্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, জলাতঙ্কে আক্রান্ত কুকুর মানুষ কিংবা গবাদিপশুকে কামড়ালে ৬ ঘণ্টার মধ্যে অবশ্যই ভ্যাকসিন নিতে হবে।

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. কাজী মিজানুর রহমান কালবেলাকে বলেন, মোহাম্মদ আলী হাসপাতালে ভ্যাকসিন থাকলেও তা পর্যাপ্ত নয়। তারপরও যারা কুকুরের কামড়ে আহত হয়ে হাসপাতালে আসছেন তাদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে।

তিনি বলেন, যতক্ষণ সরবরাহ থাকবে ততক্ষণ তা দেওয়া হবে। স্থানীয় হাসপাতালে ভ্যাকসিন না পেলে বাইরে থেকে কিনে দ্রুত সময়ের মধ্যে তা গ্রহণ করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কর্মসূচি দিল ছাত্রদল

বনানীর সেলসিয়াস সিসা লাউঞ্জে পুলিশের অভিযান

অবশেষে মাদক সম্রাজ্ঞী আ.লীগ নেত্রী স্বপ্না আক্তার আটক

সর্বদলীয় বৈঠক শেষে ফেরার পথে জাগপা সভাপতিকে এলোপাতাড়ি কুপিয়ে জখম

আদাবরে পুলিশের ওপর কিশোর গ্যাংয়ের হামলা

নাটোরে ডা. আমিরুলকে হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি ড্যাবের

গাজীপুরের কমিশনারের দায়িত্ব থেকে সরানো হলো নাজমুল করিমকে

একাত্তরে ভুল করেছেন, এখনো ভুলের রাজনীতিতে আছেন : টুকু

দুই কিংবদন্তি অলরাউন্ডার সাকিব ও সিকান্দারকে ‘এক’ করলেন জুলফিকার!

বিএনপিকে এনসিপির শুভেচ্ছা / ‘আমরা তর্কবিতর্ক করব কিন্তু পারস্পরিক সৌহার্দ্য থাকবে’

১০

পুরো সেপ্টেম্বরের পূর্বাভাস জানাল আবহাওয়া অফিস

১১

নদীতে জাল ফেলা নিয়ে দ্বন্দ্বে হামলা, জেলের মৃত্যু

১২

ক্ষমা চাইলেন রিটকারীকে ধর্ষণের হুমকি দেওয়া সেই শিক্ষার্থী

১৩

আহত চবি শিক্ষার্থীদের দেখতে চমেকে শাহজাহান চৌধুরী

১৪

জাঁকজমক আয়োজনে রুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

১৫

দায়িত্ব পালনকালে পুলিশ কর্মকর্তার মৃত্যু

১৬

বাঁকখালী নদী উদ্ধারে উচ্ছেদ অভিযান শুরু

১৭

আনাসসহ সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বিএফইউজে-ডিইউজের নিন্দা 

১৮

ক্যানসারে আক্রান্ত সাংবাদিক মেহেদী বাঁচতে চান

১৯

বুকে রড ঢুকিয়ে যুবককে হত্যা

২০
X