বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৬ জুলাই ২০২৪, ০৯:৪০ এএম
অনলাইন সংস্করণ

কুকুরের কামড়ে আহত ২২

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

বগুড়ার সারিয়াকান্দিতে কুকুরের কামড়ে নারী-শিশুসহ ২২ জন আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ দিকে হাসপাতালে ভ্যাকসিন না থাকায় তাদের ছুটতে হচ্ছে জেলা সদরে।

সোমবার (১৫ জুলাই) সকাল থেকে কুকুরটি মানুষকে কামড়াতে শুরু করলে দুপুরের দিকে এলাকাবাসী পিটিয়ে হত্যা করে।

সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুব হোসেন সরদার কালবেলাকে বলেন, সোমবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে উপজেলার নিজ বাটিয়া, ধাপ, দেলুয়াবাড়ি, ধনতলা, কুপতলা, পাকুল্লা, কয়েরপাড়া, কুড়িবাড়ি, ধলিরকান্দি ও বাগবেড় গ্রামের কুকুরে কামড়ানো ২২ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। উপজেলা হাসপাতালে ভ্যাকসিন না থাকায় তাদের জেলা সদরে অবস্থিত বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে- সারিয়াকান্দি উপজেলার নিজ বাটিয়া, ধাপ, দেলুয়াবাড়ি, ধনতলা, কুপতলা, পাকুল্লা, কয়েরপাড়া, কুড়িবাড়ি, ধলিরকান্দি ও বাগবেড় গ্রামের ২২ জন হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা ধনতলা গ্রামের আসাদ বলেন, এলাকায় বেওয়ারিশ কুকুরের উৎপাত বেড়েছে। মানুষ দেখলেই তেড়ে গিয়ে কামড় দিচ্ছে।

সারিয়াকান্দি পৌরসভার মেয়র মতিউর রহমান বলেন, পৌর এলাকার নিজ বাটিয়া মহল্লায় কুকুরের কামড়ে কয়েকজন আহত হন। পরে লোকজন একটি কুকুরকে ধাওয়া করে পিটিয়ে হত্যা করে। এলাকাবাসীর বরাত দিয়ে তিনি বলেন, সেটি পাগলা কুকুর ছিল। এ কারণে লোকজন দেখলেই কামড় দিয়ে বেশ কয়েকজনকে আহত করেছে।

সারিয়াকান্দি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহ আলম বলেন, কুকুর জলাতঙ্কে আক্রান্ত হলে দৌড়াদৌড়ি করতে থাকে। সে সময় মানুষজন ছাড়াও গবাদিপশুকে সামনে পেলে কামড় দেয়। সারিয়াকান্দিতে ২২ জনকে আক্রমণ করা কুকুরগুলো জলাতঙ্কে আক্রান্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, জলাতঙ্কে আক্রান্ত কুকুর মানুষ কিংবা গবাদিপশুকে কামড়ালে ৬ ঘণ্টার মধ্যে অবশ্যই ভ্যাকসিন নিতে হবে।

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. কাজী মিজানুর রহমান কালবেলাকে বলেন, মোহাম্মদ আলী হাসপাতালে ভ্যাকসিন থাকলেও তা পর্যাপ্ত নয়। তারপরও যারা কুকুরের কামড়ে আহত হয়ে হাসপাতালে আসছেন তাদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে।

তিনি বলেন, যতক্ষণ সরবরাহ থাকবে ততক্ষণ তা দেওয়া হবে। স্থানীয় হাসপাতালে ভ্যাকসিন না পেলে বাইরে থেকে কিনে দ্রুত সময়ের মধ্যে তা গ্রহণ করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

থমথমে গোপালগঞ্জ

ফিরে দেখা ১৭ জুলাই / গায়েবানা জানাজায় পুলিশের বাধা, ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা

আজ দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে

বিয়ে করছেন সেলেনা গোমেজ

আলাস্কায় ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা

স্টোর ইনচার্জ পদে নিয়োগ দিচ্ছে চাকদা স্টিল অ্যান্ড রি-রোলিং মিলস

পশুপ্রেম থেকে পরিশুদ্ধ জীবনে মিমি চক্রবর্তী

ব্রাঞ্চ ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে ট্রান্সকম ইলেকট্রনিকস

পাহাড়ের মাটিতে রাম্বুটান, সম্ভাবনার নতুন দিগন্ত

‘জুলাই বিপ্লবের এক বছরেও আওয়ামী ফ্যাসিবাদীদের দমন করা যায়নি’

১০

বাড়ি বিক্রি করলেন সালমান খান

১১

আবেদন খারিজ / নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে মামলা বহাল

১২

রাজনীতিতে শিষ্টাচার শুধু বিএনপির মধ্যেই আছে : আমিনুল হক

১৩

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

১৪

সিরিয়ায় হামলা / ইসরায়েলকে থামতে ও শান্ত হতে বলেছে যুক্তরাষ্ট্র

১৫

প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ গাছের চারা

১৬

মব করে বিএনপি নেতাকে হত্যা করেছে ‘জামায়াত সন্ত্রাসীরা’

১৭

গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ হয়নি : টেলিযোগাযোগ মন্ত্রণালয়

১৮

দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়বৃষ্টি

১৯

১৭ জুলাই : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২০
X