বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ০১:০২ পিএম
অনলাইন সংস্করণ

যুবলীগ নেতাকে ধরিয়ে দেওয়ায় যুবদল নেতাকে বেধড়ক মারধর

বগুড়া জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স
বগুড়া জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স

বগুড়ার শিবগঞ্জে যুবলীগ নেতাকে ধরিয়ে দেওয়ার অভিযোগে যুবদল নেতা এনামুল ইসলামকে মারধরের ঘটনা ঘটেছে। বর্তমানে তিনি শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে (হাসপাতাল) চিকিৎসাধীন।

শনিবার (১২ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ছাতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় রোববার (১৩ জুলাই) দুপুরে থানায় মামলা দায়ের হয়েছে।

এনামুল ইসলাম উপজেলার মাঝিহট্ট ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এবং ছাতুয়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে। অভিযুক্ত যুবলীগ নেতা হাফিজ উদ্দিন মাঝিহট্ট ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এবং একই গ্রামের মোসলিম উদ্দিনের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, যুবদল নেতা এনামুল ইসলাম শনিবার রাত সাড়ে ১১টার দিকে শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ছাতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে যুবলীগ নেতা হাফিজ উদ্দিন ৫-৬ জন সহযোগী নিয়ে তার পথরোধ করেস। একপর্যায়ে তারা ধারালো অস্ত্র নিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে। খবর পেয়ে পরিবারের লোকজন রাতেই তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

হাসপাতালে চিকিৎসাধীন যুবদল নেতা এনামুল ইসলাম বলেন, কয়েক মাস আগে মাঝিহট্ট ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিনসহ কয়েক জনের নামে ৫ আগস্ট পরবর্তী থানায় নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়। সেই মামলায় তিনিসহ তার সহযোগীরা গ্রেপ্তার হন। পরে তারা জামিনে জেল থেকে মুক্ত হয়ে আসেন।

তিনি বলেন, তাদের ধারণা আমি তাদেরকে মামলায় জড়িয়েছি এবং গ্রেপ্তারে সহযোগিতা করেছি। এমন সন্দেহে তারা আমার ওপর হামলা চালিয়ে আমাকে আহত করেছে।

এদিকে যুবলীগ নেতা হাফিজ উদ্দিনের মোবাইল ফোনে একাধিকার ফোন দিলেও সেটি বন্ধ পাওয়া গেছে।

শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান বলেন, ঘটনাটি দুঃখজনক। আমরা হাসপাতালে গিয়ে তার সঙ্গে দেখা করেছি। এ ব্যাপারে থানায় মামলা দেওয়া হয়েছে। পুলিশ বিষয়টি দেখবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান শাহীন বলেন, এ ঘটনায় হাফিজ উদ্দিনসহ কয়েকজনের নামে থানায় মামলা নেওয়া হয়েছে। পুলিশ আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরিয়ানি হাউস উদ্বোধন না করেই ফিরে গেলেন টিকটকার প্রিন্স মামুন

দুদকের মামলায় তারেক রহমান ও জুবাইদা রহমানের খালাসের রায় প্রকাশ

‘তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু’

বিএনপির বিরুদ্ধে অপবাদ ছড়ানো হচ্ছে : হাবিব

আত্মহত্যা করলেন ২৬ বছর বয়সী অভিনেত্রী

ভারত পানি ছাড়ার আগ মুহূর্তে তথ্য দেয়, বন্যার প্রস্তুতি নেওয়া কঠিন : উপদেষ্টা রিজওয়ানা

নিলামে মঙ্গল গ্রহের পাথর খণ্ড, দাম ৪৮ কোটি

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের ব্যাংক হিসাব তলব

‘চিলড্রেন্স পার্টি’র কথা শুনে বিভ্রান্ত হওয়ার কারণ নেই : মির্জা আব্বাস

চকবাজারে ব্যবসায়ী খুন / সাত দিনের মধ্যে আসামিরা গ্রেপ্তার না হলে আন্দোলনের হুঁশিয়ারি 

১০

১৮৭৪ কোটি টাকার রাজস্ব ফাঁকির তথ্য মিলেছে : এনবিআর

১১

ইরানের আকাশে জ্বালানি ফুরিয়ে যায় ইসরায়েলি যুদ্ধবিমানের

১২

‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বড় হুমকির মুখে ইউরোপ’

১৩

বাড়ির সামনে প্রাণ গেল ২ ভাইয়ের

১৪

মৃত্যুর আগে ফেসবুকে ‘রহস্যময়’ স্ট্যাটাস দেন ঢাবি শিক্ষার্থী

১৫

সরকারি অফিসে জামায়াতের কার্যালয়

১৬

১৫টি বগি রেখেই চলে গেল ট্রেনের ইঞ্জিন

১৭

বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হলেন আকতার হোসেন

১৮

দেশজুড়ে বৃষ্টি ঝরবে আরও পাঁচ দিন

১৯

নিরাপদ রেখে ‘সত্যিকার’ আলোর পথ দেখাচ্ছে পঞ্চগড় কারাগার

২০
X