বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ০৮:৫৩ এএম
অনলাইন সংস্করণ

১৩০০ নম্বরের মধ্যে ১২৮৩ পাওয়া দৃষ্টির দায়িত্ব নিল বিএনপি 

মেধাবী শিক্ষার্থী স্বর্ণালী আক্তার দৃষ্টি। ছবি : সংগৃহীত
মেধাবী শিক্ষার্থী স্বর্ণালী আক্তার দৃষ্টি। ছবি : সংগৃহীত

রাজশাহী শিক্ষা বোর্ডের চলতি বছরের এসএসসি পরীক্ষায় ব্যতিক্রমী সাফল্য পেয়েছে বগুড়ার বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী স্বর্ণালী আক্তার দৃষ্টি। বিজ্ঞান বিভাগ থেকে অংশ নিয়ে ১৩০০ নম্বরের মধ্যে দৃষ্টি পেয়েছে ১২৮৩, যা এ বছরের সেরা ফলাফলের মধ্যে দ্বিতীয়।

বোর্ড থেকে সেরা শিক্ষার্থীদের কোনো তালিকা করা না হলেও অনেকের মতে এটা সর্বোচ্চ দ্বিতীয় নম্বর। নম্বর প্রাপ্তির দিকে থেকে রাজশাহী শিক্ষা বিভাগের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে স্বর্ণালী আক্তার দৃষ্টি। তার বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের লক্ষ্মিকোলা গ্রামে। তার বাবার নাম দেলোয়ার হোসেন। তিনি স্থানীয় ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ছিলেন। এ ছাড়া পেশায় তিনি কৃষক।

গত শনিবার (১২ জুলাই) দৃষ্টির এমন অর্জনের খবর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টিগোচর হলে তিনি তাৎক্ষণিকভাবে এই মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়ানোর জন্য নির্দেশ দেন। তার সরাসরি নির্দেশনায় দৃষ্টির পড়াশোনার যাবতীয় দায়িত্ব গ্রহণ করে শিবগঞ্জ উপজেলা বিএনপি।

শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমের নির্দেশে দৃষ্টির বাড়িতে যান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব। তিনি দৃষ্টির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তারেক রহমানের শুভেচ্ছাবার্তা ও দলের পক্ষ থেকে সহায়তার প্রতিশ্রুতি প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি। নেতারা দৃষ্টিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানান এবং শিক্ষাজীবনের প্রতিটি ধাপে তার পাশে থাকার আশ্বাস দেন।

দৃষ্টির বাবা দেলোয়ার হোসেন বলেন, ‘এটা আমাদের জন্য আনন্দের সংবাদ। প্রত্যেক বাবা-মা সন্তানের এমন সাফল্য প্রত্যাশা করেন। ওকে কখনোই জোর করিনি। ও নিজের মতো করে পড়ত। কখনো পড়ত, কখনো খেলত। আমরা শুধু পাশে থেকেছি।’

মেধাবী শিক্ষার্থী স্বর্ণালী আক্তার দৃষ্টি বলেন, ‘দিনে গড়ে ছয় থেকে সাত ঘণ্টা পড়তাম। তবে সময় যতই কম হোক, আমি মন দিয়েই পড়তাম।’ দৃষ্টির স্বপ্ন চিকিৎসক হওয়া। তার চাওয়া, ভবিষ্যতে এমন কিছু করবে, যাতে মানুষের উপকারে আসতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুরের খোঁজ নিলে আমান উল্লাহ আমান

ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে, টালবাহানা চলবে না : বাবলু

সংস্কার না হলে আমাদের পরিণতিও নুরের মতো হবে : হাসনাত

জাতীয় প্রেস ক্লাবে আওয়ামীপন্থি সাংবাদিকদের পুনর্বাসনের চেষ্টা প্রতিহত করা হবে

২৮ বছর পর মা-বাবাকে ফিরে পেল সন্তান

মানুষের ভোট মানুষকে ফিরিয়ে দিতে চাই : টুকু

মাটি দিয়ে সাদাপাথর আড়ালের চেষ্টা, ৫০ হাজার ঘনফুট উদ্ধার

দুই হাজার ট্রেইনি কনস্টেবল নিয়োগ দিচ্ছে পুলিশ, কোন জেলায় কতজন নেবে

ছিনতাইকারীর হাতে রক্তাক্ত সাংবাদিক, আটকের পর ছেড়ে দেয় পুলিশ

লন্ডনের রাস্তায় ভারতীয় ছাত্রীর কাণ্ড, ভিডিও ভাইরাল

১০

চট্টগ্রামে প্রথমবারের মতো পিএমআই বাংলাদেশের আয়োজন

১১

টানা ২ দফায় স্বর্ণের দাম কত বাড়ল?

১২

চাকসু নির্বাচন / ডোপ টেস্ট বাধ্যতামূলক, পজিটিভ হলেই প্রার্থিতা বাতিল

১৩

এনআইডি সংশোধনের বাতিল হওয়া আবেদন পুনরায় করার সুযোগ

১৪

চায়ের দোকানদারদের মেধাবী সন্তানদের সম্মাননা দিল ‘নাম্বার ওয়ান ব্র্যান্ড’

১৫

গণপিটুনিতে নিহত রূপলালের ছেলে এখন বাবার পেশায়

১৬

বাসর রাতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নববধূ

১৭

নারীদের মধ্যে বাড়ছে হার্ট ব্লকের ঝুঁকি, নেপথ্য কারণ জানালেন বিশেষজ্ঞ

১৮

বাংলাদেশ প্রেস ক্লাবের কমিটি পুনর্গঠনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি ঘোষণা

১৯

ক্রীড়াঙ্গনে প্রাণ ফিরতে শুরু করেছে : উপদেষ্টা আসিফ

২০
X