মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুলাই ২০২৪, ০৯:৫০ এএম
অনলাইন সংস্করণ

ভোটের মাঠে চাচার মুখোমুখি ভাতিজি 

চেয়ারম্যান প্রার্থী চাচা হাবিবুর রহমান ওয়াকার ও ভাতিজি মেহেজাবীন বিনতে হাসিব অরিন। ছবি : সংগৃহীত
চেয়ারম্যান প্রার্থী চাচা হাবিবুর রহমান ওয়াকার ও ভাতিজি মেহেজাবীন বিনতে হাসিব অরিন। ছবি : সংগৃহীত

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলাক্ষিয়া ইউপির উপনির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন আপন চাচা-ভাতিজি। দুজই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভোটের মাঠে রয়েছেন।

একই পরিবারে দুই প্রার্থী হওয়ায় ভোটাররা পড়েছেন বিপাকে। কাকে ছেড়ে কাকে সমর্থন দেবেন তা নিয়ে ভোটারদের মধ্যে চলছে জল্পনা কল্পনা। তাদের আত্মীয়স্বজনরাও রয়েছেন দ্বিধাদ্বন্দ্বে।

জানা গেছে, নিলাক্ষিয়া ইউপি চেয়ারম্যানের পদ থেকে পদত্যগ করে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করেন নজরুল ইসলাম সাত্তার। নির্বাচনে জয়লাভ করেন তিনি। ফলে ইউপি চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করে তপশিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ২৭ জুলাই চেয়ারম্যান পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচনে চাচা-ভাতিজিসহ ৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে চাচা হাবিবুর রহমান ওয়াকার আনারস প্রতীক ও ভাতিজি মেহেজাবীন বিনতে হাসিব অরিন টেবিল ফ্যান প্রতীক নিয়ে প্রচার চালাচ্ছেন। ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন তারা।

ব্যবসায়ী সেলিম মাহমুদ বলেন, আপন চাচা ও ভাতিজি প্রার্থী হওয়ায় ভোটাররা বিব্রত। কেউ কাউকে ছাড় দিতে নারাজ। তাই আমরাও দ্বিধায় আছি। তাছাড়া তারা তো শুধু ভোটের সময় এলাকায় আসেন। ভোট শেষ হলে তাদের আর দেখা যায় না। তাই এলাকার মানুষ বুঝেশুনে শেষ মুহূর্তে উন্নয়নের স্বার্থে যোগ্য প্রার্থী দেখেই ভোট দেবেন।

চেয়ারম্যান প্রার্থী মেহেজাবীন বিনতে হাসিব অরিন বলেন, চাচা প্রার্থী হলেও আমার নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। আমার বাবা অ্যাডভোকেট হাসিবুর রহমান নাজার এই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। গত নির্বাচনে অল্প ভোটে আমি পরাজিত হই। এবার প্রার্থী হওয়ায় এলাকার সাধারণ মানুষ অনেক খুশি। ভোটারদের সাড়া পাচ্ছি বেশ। সুষ্ঠু নির্বাচন হলে জয় নিয়েই ঘরে ফিরতে চাই।

এ ব্যাপারে চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান ওয়াকার বলেন, ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছি। সাড়াও পাচ্ছি বেশ। ভোটাররা যাকে যোগ্য মনে করবে তাকেই ভোট দিয়ে নির্বাচিত করবে। আশা করছি ভালো কিছু হবে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা প্রচার চালাচ্ছেন। পরিবেশ একদম স্বাভাবিক রয়েছে। ২৭ জুলাই ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক এমপি হারুনের বক্তব্যের প্রতিবাদ জাতীয় হিন্দু মহাজোটের

সড়ক অবরোধের অভিযোগে দুই ছাত্রলীগ নেতা আটক

দণ্ডিতদের বক্তব্য প্রচার না করার অনুরোধ সাইবার নিরাপত্তা এজেন্সির

আফগানিস্তানকে বড় ব্যবধানে হারাল বাংলাদেশ

রায়ে ‘ন্যায় বিচার’ প্রতিষ্ঠা পেয়েছে : বিএনপি

বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ, আছেন যারা

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

গাজীপুর জেলা কারাগারে হাজতির মৃত্যু

ঘুষের টাকা ফেরত চাওয়ায় মা-ছেলেকে পেটাল গ্রাম পুলিশ

বিএনপির কেন্দ্রীয় নেতা মতিউর রহমান মারা গেছেন

১০

নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সংকট দূর হবে না : কফিল উদ্দিন

১১

পটুয়াখালীতে বিএনপির প্রস্তাবিত নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ

১২

প্রত্যর্পণ চুক্তিতে আছে যত ফাঁকফোকর

১৩

মুরগির ঘর থেকে তিনজনের লাশ উদ্ধার, দুদিনেও গ্রেপ্তার নেই

১৪

পর্যটন শিল্পের অপার সম্ভাবনাময় রাংকুট বৌদ্ধবিহার

১৫

সশস্ত্র বাহিনী, জনতার ঐক্য এবং জাতীয় নির্বাচন

১৬

শেখ হাসিনার ফাঁসির রায়ে পুলিশ ও জনতাকে মিষ্টি খাওয়ালেন জুলাই যোদ্ধারা

১৭

জকসু নির্বাচনে মনোনয়ন নিলেন ৩১২ জন

১৮

শেখ হাসিনার রায় নিয়ে ‘বিস্ফোরক মন্তব্য’ শুভেন্দুর

১৯

‘হাসিনার বিরুদ্ধে রায় প্রমাণ করে, কেউ আইনের ঊর্ধ্বে নয়’

২০
X