স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ১১:১৩ এএম
আপডেট : ০৩ জুলাই ২০২৫, ১১:৫৩ এএম
অনলাইন সংস্করণ

অপ্রত্যাশিত ধসের আক্ষেপে তাসকিন

অবিস্বাস্য এক ধস দেখাল বাংলাদেশ। ছবি : সংগৃহীত
অবিস্বাস্য এক ধস দেখাল বাংলাদেশ। ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দারুণ শুরু করেও হারের হতাশায় ডুবেছে বাংলাদেশ। কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে ২৪৫ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ১৭তম ওভারে স্কোরবোর্ডে যখন ১ উইকেটে ১০০ রান, তখন জয়ের স্বপ্নই দেখছিল টাইগাররা। কিন্তু সেই স্বপ্ন মুহূর্তেই দুঃস্বপ্নে রূপ নেয়। এক অবিশ্বাস্য ধসে মাত্র পাঁচ রানের মধ্যে সাতটি উইকেট হারিয়ে ১০৭ রানে পৌঁছায় দলটি—পুরুষদের ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বাজে ধসের রেকর্ড এটি।

ম্যাচ শেষে পেসার তাসকিন আহমেদ এই ধসকে ‘বেদনার এবং অপ্রত্যাশিত’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘আমাদের দারুণ শুরু হয়েছিল। সাত উইকেট পাঁচ রানে হারানো... এটা ভাবতেও পারিনি। খুবই কঠিন এক হারের অনুভূতি।’

তাসকিনের মতে, প্রেমদাসার উইকেট ততটা কঠিন ছিল না। শেষদিকে জাকের আলীর ব্যাটিং পারফরম্যান্সের দিকটি উল্লেখ করে তিনি বলেন, ‘জাকের শেষদিকে অসাধারণ খেলেছে। ওর সঙ্গে যদি দুই-তিনজন ব্যাটার থেকে যেত, আমরা জিততেই পারতাম। উইকেট তেমন কঠিন ছিল না। এটি আমাদের ব্যাটিং ব্যর্থতা।’

তিনি আরও জানান, এমন ধসের সময় তিনি ড্রেসিংরুমে বসে কফি উপভোগ করছিলেন। হঠাৎ একের পর এক উইকেট পড়তে দেখে হতবাক হয়ে যান। ‘আমি কফি নিয়ে বসে ছিলাম, হঠাৎ দেখি পাঁচ উইকেট পড়ে গেছে। আসলে ক্রিকেটে অনিশ্চয়তা সব সময়ই থাকে। আশা করি, পরের ম্যাচে আমরা ঘুরে দাঁড়াব।’

তাসকিন স্বীকার করেন, দারুণ শুরুর পর দলের মধ্যে শিথিলতা চলে আসে, যা শেষ পর্যন্ত ভয়াবহ পরিণতি ডেকে আনে। ‘শুরুর পর আমরা একটু বেশি স্বস্তিতে ছিলাম। শান্তর রানআউট, তারপর তামিমের আউট হওয়া—সবকিছু বদলে দেয়। আমরা তখন স্বাভাবিক খেলাটা খেলতে পারিনি, চাপে পড়ে গিয়েছিলাম।’

তিনি আরও বলেন, ‘এই ১৫-২০ জনই আমাদের সেরা ক্রিকেটার। তবে ব্যাটিং, বোলিং এবং গেম অ্যাওয়ারনেসে আমরা শীর্ষ দলগুলোর চেয়ে কিছুটা পিছিয়ে আছি। সবাই চেষ্টা করছে, পরিবেশ এবং সংস্কৃতি উন্নত করতে কাজ করছি। এই পরিবর্তনের সময় হয়তো একটু বেশি সময় নিচ্ছে, কিন্তু এ থেকে বেরিয়ে আসতে হবে।’’

বাংলাদেশের এই ধস ক্রিকেট ইতিহাসে তিক্ত এক অধ্যায় হিসেবেই থেকে যাবে। তবে তাসকিনের আশা, দলের সবাই এই ধস থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচে আরও শক্তভাবে ফিরে আসবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইইসিসি বাংলাদেশ আয়োজন করছে ‘মাল্টি-ডেস্টিনেশন এডুকেশন এক্সপো ২০২৫’ 

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন পাঞ্জাবি গায়ক

পাবনায় ছাত্র হত্যা মামলায় ১৩৬ জনের নামে চার্জশিট 

এখন মন খারাপ হয় না পলকের, লড়তে চান ভোটে

আবর্জনা আপলোড করা কারও কাজ হতে পারে না : পিয়া জান্নাতুল

‘আমি মনে করি না এটা কোনো নির্বাচন ছিল’

পদ্মার ভাঙনে বিলীন স্কুল ভবন, বন্ধ শিক্ষা কার্যক্রম

আন্তর্জাতিক সম্প্রদায়ও বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায় : আমীর খসরু

আমার কষ্টের কথা মা-বাবাকেও বলতে পারি না: দেব

তেলাপিয়া মাছ খেলে কি সত্যিই বিপদ

১০

কলকাতার সিনেমা থেকে বাদ তানজিন তিশা

১১

বুলবুলকে অবৈধ সভাপতি দাবি, ক্রিকেট বর্জনের ঘোষণা ৪৮ ক্লাবের

১২

ছবি শেয়ার করে কটাক্ষের মুখে অভিনেত্রী শবনম ফারিয়া

১৩

গাইবান্ধায় নতুন করে অ্যানথ্রাক্সে আক্রান্ত ৬ জন

১৪

মোবাইলে আফগানিস্তান-বাংলাদেশ ওয়ানডে ম্যাচ দেখবেন যেভাবে

১৫

টানা ৫ দিন বজ্রবৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

১৬

আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার

১৭

অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার পদে নিয়োগ দিচ্ছে আবুল খায়ের গ্রুপ

১৮

রামপুরায় ২৮ হত্যা / বিজিবির রেদোয়ানুলসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৯

সপ্তাহে দুদিন ছুটিসহ বসুন্ধরা গ্রুপে চাকরির সুযোগ

২০
X