স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ১১:১৩ এএম
আপডেট : ০৩ জুলাই ২০২৫, ১১:৫৩ এএম
অনলাইন সংস্করণ

অপ্রত্যাশিত ধসের আক্ষেপে তাসকিন

অবিস্বাস্য এক ধস দেখাল বাংলাদেশ। ছবি : সংগৃহীত
অবিস্বাস্য এক ধস দেখাল বাংলাদেশ। ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দারুণ শুরু করেও হারের হতাশায় ডুবেছে বাংলাদেশ। কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে ২৪৫ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ১৭তম ওভারে স্কোরবোর্ডে যখন ১ উইকেটে ১০০ রান, তখন জয়ের স্বপ্নই দেখছিল টাইগাররা। কিন্তু সেই স্বপ্ন মুহূর্তেই দুঃস্বপ্নে রূপ নেয়। এক অবিশ্বাস্য ধসে মাত্র পাঁচ রানের মধ্যে সাতটি উইকেট হারিয়ে ১০৭ রানে পৌঁছায় দলটি—পুরুষদের ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বাজে ধসের রেকর্ড এটি।

ম্যাচ শেষে পেসার তাসকিন আহমেদ এই ধসকে ‘বেদনার এবং অপ্রত্যাশিত’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘আমাদের দারুণ শুরু হয়েছিল। সাত উইকেট পাঁচ রানে হারানো... এটা ভাবতেও পারিনি। খুবই কঠিন এক হারের অনুভূতি।’

তাসকিনের মতে, প্রেমদাসার উইকেট ততটা কঠিন ছিল না। শেষদিকে জাকের আলীর ব্যাটিং পারফরম্যান্সের দিকটি উল্লেখ করে তিনি বলেন, ‘জাকের শেষদিকে অসাধারণ খেলেছে। ওর সঙ্গে যদি দুই-তিনজন ব্যাটার থেকে যেত, আমরা জিততেই পারতাম। উইকেট তেমন কঠিন ছিল না। এটি আমাদের ব্যাটিং ব্যর্থতা।’

তিনি আরও জানান, এমন ধসের সময় তিনি ড্রেসিংরুমে বসে কফি উপভোগ করছিলেন। হঠাৎ একের পর এক উইকেট পড়তে দেখে হতবাক হয়ে যান। ‘আমি কফি নিয়ে বসে ছিলাম, হঠাৎ দেখি পাঁচ উইকেট পড়ে গেছে। আসলে ক্রিকেটে অনিশ্চয়তা সব সময়ই থাকে। আশা করি, পরের ম্যাচে আমরা ঘুরে দাঁড়াব।’

তাসকিন স্বীকার করেন, দারুণ শুরুর পর দলের মধ্যে শিথিলতা চলে আসে, যা শেষ পর্যন্ত ভয়াবহ পরিণতি ডেকে আনে। ‘শুরুর পর আমরা একটু বেশি স্বস্তিতে ছিলাম। শান্তর রানআউট, তারপর তামিমের আউট হওয়া—সবকিছু বদলে দেয়। আমরা তখন স্বাভাবিক খেলাটা খেলতে পারিনি, চাপে পড়ে গিয়েছিলাম।’

তিনি আরও বলেন, ‘এই ১৫-২০ জনই আমাদের সেরা ক্রিকেটার। তবে ব্যাটিং, বোলিং এবং গেম অ্যাওয়ারনেসে আমরা শীর্ষ দলগুলোর চেয়ে কিছুটা পিছিয়ে আছি। সবাই চেষ্টা করছে, পরিবেশ এবং সংস্কৃতি উন্নত করতে কাজ করছি। এই পরিবর্তনের সময় হয়তো একটু বেশি সময় নিচ্ছে, কিন্তু এ থেকে বেরিয়ে আসতে হবে।’’

বাংলাদেশের এই ধস ক্রিকেট ইতিহাসে তিক্ত এক অধ্যায় হিসেবেই থেকে যাবে। তবে তাসকিনের আশা, দলের সবাই এই ধস থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচে আরও শক্তভাবে ফিরে আসবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় অ্যাপোলো ক্লিনিকের যাত্রা শুরু

বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামকে দেখতে হাসপাতালে ডা. রফিক

একাত্তরের ইস্যুর সমাধান চাইল এনসিপি

রাজধানীতে তামাকের বিরুদ্ধে ‘ইয়ুথ মার্চ’

বুড়িগঙ্গা নদী থেকে নারী-শিশুসহ ৪ জনের মরদেহ উদ্ধার

ত্রিবার্ষিক সম্মেলন / আবারো জামালপুর জেলা বিএনপির নেতৃত্বে শামীম-মামুন

দাবি আদায় ছাড়া ঘরে না ফেরার ঘোষণা মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীর

লিডসের বিরুদ্ধে আর্সেনালের গোল উৎসব

আউটসোর্সিং কর্মচারীদের ন্যায্য দাবি উপেক্ষিত: জোনায়েদ সাকি

এনসিপির কর্মকাণ্ডে ফিরছেন সারোয়ার তুষার

১০

যৌথ বাহিনীর অভিযানে পিস্তলসহ যুবক গ্রেপ্তার 

১১

সাংবাদিকের বাড়িতে চুরি, স্বর্ণালংকারসহ ৫ লাখ টাকার ক্ষতি

১২

৪৫ বছর ভাত না খেয়েও সুস্থ ও সবল বিপ্লব

১৩

চেতনানাশক খাইয়ে দুধর্ষ ডাকাতি

১৪

রংপুর বিভাগের ৩৩ আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা

১৫

প্রার্থিতা প্রত্যাহার নিয়ে ছাত্রদলের নির্দেশনা, না মানলে ব্যবস্থা

১৬

নারী শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব দিয়ে চাকরি খোয়ালেন বেরোবি সমন্বয়ক

১৭

হাওর ও চরাঞ্চলের শিক্ষক বদলির তদবির আসে ওপর থেকে : গণশিক্ষা উপদেষ্টা

১৮

জয় স্যুটকেস ভরে টাকা নিয়ে গেছে : সোহেল

১৯

২৫ বছর ধরে বাঁশির মায়ায় আটকে আছে শফিকুলের জীবন

২০
X