কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুলাই ২০২৪, ০৮:০৮ এএম
অনলাইন সংস্করণ

কড়া পাহারায় মোকাম থেকে চাল সরবরাহ শুরু

কুষ্টিয়ার মোকাম থেকে চাল সরবরাহ শুরু। ছবি : কালবেলা
কুষ্টিয়ার মোকাম থেকে চাল সরবরাহ শুরু। ছবি : কালবেলা

দেশে চলমান পরিস্থিতিতে চরম সংকটে পড়েছেন দেশের অন্যতম বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরের ব্যবসায়ীরা। তাদের উৎপাদিত চাল বাজারে সরবরাহ করতে না পারায় বিপাকে পড়েন তারা। তবে প্রশাসনের সহায়তায় চাল সরবরাহ শুরু হয়েছে।

মঙ্গলবার (২৩ জুলাই) কুষ্টিয়ার খাজানগর চালের মোকাম থেকে প্রায় ৩ হাজার টন চাল ট্রাকে করে নিয়ে দেশের বিভিন্ন বাজারে সরবরাহের জন্য কুষ্টিয়া শহরের বটতৈল মোড়ে অবস্থান নেয়।

স্থানীয় প্রশাসনের সহায়তায় এবং পুলিশ, বিজিবি ও র‌্যাব সদস্যদের কড়া পাহারায় সেখান থেকে চাল বোঝায় প্রায় দেড়শ ট্রাক ঢাকাসহ বিভিন্ন জেলায় রওনা হয়।

বাংলাদেশ অটো রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ওমর ফারুক বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশের অন্যতম বৃহত্তম চালের মোকাম খাজানগরে উৎপাদিত চাল দেশের বাজারে সরবরাহ বন্ধ রয়েছে। এতে আমরা চরম সংকটে পড়েছি। প্রতিদিন এই মোকামে প্রায় ৩ হাজার টন চাল আসলেও এখন তা অর্ধেকে নেমে এসেছে। এতে আর্থিকভাবে চরম ক্ষতির সম্মুখীন হচ্ছি।

তিনি বলেন, এমন সংকটের কথা কুষ্টিয়ার জেলা প্রশাসক এহেতেশা রেজাকে অবহিত করলে তিনি চাল অবাধে বাজারে সরবরাহের নিশ্চয়তা দেন। ফলে মঙ্গলবার বেলা ১১টার দিকে পুলিশ বিজিবি ও র‌্যাবের সহায়তায় চাল সরবরাহের সুযোগ করে দেন।

অ্যাগ্রো ফুড লিমিটেডের স্বত্বাধিকারী এমএ খালেক বলেন, চলমান সংকটে চালের উৎপাদনে ধস নেমেছে। তার ওপর চালের সরবরাহ ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে লোকসানের কবলে কুষ্টিয়ার প্রায় ৪ শতাধিক মিলার। তবে আশার কথা হলো প্রশাসনের সহায়তায় চাল সরবরাহের সুযোগ পেয়েছি। এতে আমাদের ব্যবসায়ী মহলে স্বস্তি ফিরে এসেছে।

কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, চলমান সংকটে যাতে করে পণ্য সরবরাহ স্বাভাবিক থাকে সেই লক্ষ্যেই আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছেন। যেহেতু দেশের অন্যতম বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়া। এখানকার চালে দেশের বাজারে বড় একটি চাহিদা পূরণ হয়। তাই সেদিক বিবেচনা করে চাল সরবরাহে আমরা নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছি।

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. এহেতেশাম বলেন, আন্দোলনের ফলে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে যাতে করে দেশে খাদ্যের কোনো সংকট তৈরি না হয় সে লক্ষ্যে সরকারের কঠোর নজরদারি রয়েছে। সেটি বাস্তবায়নে স্থানীয় প্রশাসন কাজ করে যাচ্ছে। কুষ্টিয়ার চালের মোকাম থেকে ব্যবসায়ীরা যাতে করে তাদের উৎপাদিত চাল দেশের বিভিন্ন বাজারে সরবরাহ করতে পারে সে বিষয়ে অনুকূল পরিবেশ নিশ্চিত করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের আগে নির্দিষ্ট কোনো দেশে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল যে ৬ দেশ

মা-শিশুর পাশাপাশি দাফন, কারা ফটকে থেমে রইল স্বামীর শেষ দেখা

ভারতের প্রজাতন্ত্র দিবসে হাইকমিশনের বর্ণাঢ্য আয়োজন

সাকিবের জাতীয় দলে ফেরা ইস্যুতে যা বললেন আসিফ

কেন্দ্রীয় চুক্তিতেও থাকছেন সাকিব, যা জানাল বিসিবি

বুধবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান

ড. ফরিদুজ্জামান ফরহাদ / অবহেলিত নড়াইলের উন্নয়নের জন্য ধানের শীষকে বিজয়ী করুন

১০ দলীয় নির্বাচনী ঐক্যে যুক্ত হলো লেবার পার্টি

আবারও পেছাল তারেক রহমানের বরিশাল সফরের তারিখ

মানুষের ভাগ্য গড়তে ১০ দলীয় ঐক্য নির্বাচন করছে : মামুনুল হক

১০

সাতক্ষীরায় সাংবাদিক লাঞ্ছিত ও ক্যামেরা ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও আলটিমেটাম

১১

এই দেশের ভূমিপুত্ররাই দেশ শাসন করবে : হাসনাত আব্দুল্লাহ

১২

‘নিজ স্বার্থে ওসমান হাদিকে বিক্রি করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী’

১৩

আফগানিস্তানে তুষারপাত ও ভারী বৃষ্টিতে নিহত ৬১

১৪

ইউনিভার্সেল মেডিকেলে নবজাতক ও পেডিয়াট্রিক ক্রিটিক্যাল কেয়ারের বৈজ্ঞানিক কর্মশালা অনুষ্ঠিত

১৫

সাকিব আল হাসানকে দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বিসিবি

১৬

ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবসে জামায়াত নেতাদের অংশগ্রহণ

১৭

দিনাজপুরে এক বীর মুক্তিযোদ্ধার জামায়াতে যোগদান

১৮

হাজারো মানুষের ভিড়ে তারেক রহমানকে দেখতে এসে বৃদ্ধা নারীর মোনাজাত

১৯

মহাসড়কে অটোরিকশা চলাচলে বাধা দেওয়ায় সড়ক অবরোধ

২০
X