তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুলাই ২০২৪, ০৩:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জের পর্যটনে ধস, শঙ্কায় ব্যবসায়ীরা

সুনামগঞ্জের তাহিরপুরের টাংগুয়ার হাওরে অপেক্ষমাণ হাউজবোট। ছবি : কালবেলা
সুনামগঞ্জের তাহিরপুরের টাংগুয়ার হাওরে অপেক্ষমাণ হাউজবোট। ছবি : কালবেলা

কোটা সংস্কার আন্দোলন ও আন্দোলনকে কেন্দ্র করে দেশে চলমান কারফিউ থাকায় পর্যটক শূন্য হয়ে পড়েছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাংগুয়ার হাওর, নীলাদ্রী লেক, শিমুল বাগান, যাদুকাটা নদী ও বারেক টিলাসহ সব পর্যটনস্পট। এ এলাকায় পর্যটকদের জন্য গুরুত্বপূর্ণ সময় হচ্ছে বর্ষা মৌসুম। বর্ষায় ছুটির দিনগুলোতে হাজার হাজার পর্যটকের পদচারণায় মুখরিত হয় পর্যটনস্পটগুলো।

তবে এ বছর বর্ষার শুরুতে পরপর কয়েক দফায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ায় নৌকা বুকিং করেও আসতে পারেননি দর্শনার্থীরা। চলমান কারফিউর আগে কিছু সংখ্যক পর্যটক এলেও কারফিউর কারণে আটকা পড়ে কয়েকটি পর্যটক টিম। পরে কারফিউ শিথিল হলে বিভিন্ন কৌশলে নিজ ঠিকানায় পৌঁছান তারা।

টাংগুয়ার হাওরসহ তাহিরপুরের পর্যটনস্পটগুলোকে কেন্দ্র করে পাঁচ শতাধিক নৌকা বা হাউজবোটের ব্যবস্থা রয়েছে। এসব হাউজবোটে প্রায় দুই হাজার মাঝি ও শ্রমিক কাজ করেন। এ বছর বর্ষার শুরু থেকে বন্যা ও চলমান পরিস্থিতিতে পর্যটক না আসায় বিপাকে পড়েছেন এই এলাকার পর্যটকবাহী নৌকা বা হাউজবোট মালিক ও শ্রমিকরা। বর্ষার ছয় মাসের মধ্যে এমন পরিস্থিতিতে তিন মাস পার হয়েছে। ফলে অতি কষ্টে পরিবার নিয়ে দিন পার করছেন তারা।

হাউজবোটের মাঝি জুয়েল ও হেলাল মিয়া জানান, এই বছর বর্ষার শুরু থেকেই পাহাড়ি ঢল আর অতিবৃষ্টির কারণে হাওর ও নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে আমাদের এলাকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে পর্যটকরা আসার কথা থাকলেও রাস্তায় পানি থাকায় বুকিং বাতিল করেন। দফায় দফায় বন্যার পর এখন কারফিউর কারণে পর্যটকরা মুখ ফিরিয়ে নিয়েছেন। বর্তমানে কোনো আয়-রুজি নেই। সংসার চালাতে হিমশিম খাচ্ছি।

তরঙ্গ বিলাশ হাউজবোটের মাঝি জানে আলম বলেন, গত সপ্তাহ থেকে আজ শুক্রবার পর্যন্ত ৫টি ভাড়া হয়েছিল কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে সব ভাড়া বাতিল হয়েছে। এর আগে ফাঁকে ফাঁকে কয়েকটি পর্যটক টিম নিয়ে গেছি। তবে বন্যা ও আন্দোলনের কারণে এবার সবার আয়-রুজির অবস্থা খারাপ।

হাউজবোট মালিক ফয়সাল হাওড়ী বলেন, লাখ লাখ টাকা খরচ করে দুটি হাউজবোট তৈরি করেছি লাভের আশায়। তবে এবার বন্যা ও কারফিউর কারণে পর্যটকরা আসতে বারবার বাধাগ্রস্ত হয়েছেন। বর্ষায় ছয় মাস হাউজবোটে পর্যটন ব্যবসার মৌসুম। কিন্তু তিন মাস চলে গেছে বিভিন্ন দুর্যোগ ও দেশের আন্দোলনের কারণে। বাকি তিন মাস যদি পর্যটকরা আসেন তাহলে কিছু ব্যবসা হতে পারে।

তাহিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলমগীর খোকন বলেন, বর্ষায় ছয় মাস এ এলাকা পর্যটকদের পদচারণায় মুখরিত হয়। তবে এবার পরপর তিনবার বন্যা ও বর্তমান কারফিউ পরিস্থিতির কারণে পর্যটক না আসায় এই উপজেলার হাউজবোট মালিক, শ্রমিক ও ব্যবসায়ীদের মারাত্মক সমস্যায় পড়তে হচ্ছে। সামনে যদি কোনো রকম দুর্যোগ না হয় আর পর্যটকরা আসেন তাহলে একটু স্বস্তি আসবে তাদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরসরাইয়ে মালবাহী ট্রেন লাইনচ্যুত

কেন্দ্রীয় ব্যাংকের কোন ডেপুটি গভর্নর কোন বিভাগের দায়িত্বে

বিটিআরসির নতুন চেয়ারম্যান এমদাদ উল বারী

ভারতের সঙ্গে করা চুক্তি জনসম্মুখে প্রকাশ করুন : পীর চরমোনাই

ঢাবির এসএম হলে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

‘লন কার্পেট’ ঘাস চাষে কৃষকের বছরে আয় ৬ লাখ টাকা

টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

কসবায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

ঢাবিতে হয়রানি নিরসনে নীতিমালা পর্যালোচনায় কমিটি 

ব্যক্তি মালিকানাধীন দোকান থেকে ইজারাদারের অবৈধ টোল আদায়

১০

ডিএমপির ৩৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

১১

রোমানিয়া পড়তে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য সুখবর

১২

সাভারের নুর মোড়ল হত্যা মামলা; বাদী চেনেন না আসামিকে

১৩

ছাত্র আন্দোলনে নিহত জুনায়েদ হত্যার বিচার দাবিতে মানববন্ধন

১৪

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে স্বাভাবিকতা বজায় থাকবে : প্রণয় ভার্মা

১৫

ছাত্র-জনতার অসীম আত্মত্যাগকে আমরা ব্যর্থ হতে দিতে পারি না : কর্নেল অলি

১৬

বিয়ের প্রলোভনে ১২ বছর অবৈধ সম্পর্কে আ.লীগ নেতা, ছবি ভাইরাল

১৭

দেশব্যাপী নিয়োগ দেবে ওয়ালটন

১৮

মায়ের ওড়না মাথায় পেঁচিয়ে আন্দোলনে যান শ্রাবণ, অতঃপর...

১৯

রাজধানীতে মধ্যরাতে চাঁদাবাজি করতে গিয়ে শ্রমিক দল নেতা আটক

২০
X