এনামুল হক মিলাদ, আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুলাই ২০২৩, ১১:৪৯ এএম
আপডেট : ২৭ জুলাই ২০২৩, ০১:১৬ পিএম
অনলাইন সংস্করণ

গ্রন্থাগার নয়, যেন ভুতুড়ে বাড়ি!

আজমিরীগঞ্জ পাবলিক লাইব্রেরি। ছবি : কালবেলা
আজমিরীগঞ্জ পাবলিক লাইব্রেরি। ছবি : কালবেলা

হবিগঞ্জ জেলার একসময়ের ভাটির রাজধানীখ্যাত আজমিরীগঞ্জ উপজেলা। দেশজুড়ে নৌবন্দর ও দেশীয় মাছের জন্য সুনামের পাশাপাশি সাহিত্য সংস্কৃতিতেও ছিল বেশ সমৃদ্ধ। যে কোনো সরকারি-বেসরকারি অনুষ্ঠানে সাহিত্য সংস্কৃতির চর্চা ছিল নিয়মিত। সেই সুবাদে ১৯৮৫ সালে সরকারি উদ্যোগে গরুর বাজার এলাকায় তৎকালীন সদর ইউনিয়ন পরিষদ ও খাদ্যগুদাম সংলগ্ন প্রায় দেড় একর জায়গায় নির্মিত হয় আজমিরীগঞ্জ পাবলিক লাইব্রেরি। পরের বছরে তৎকালীন জেলা প্রশাসক হেদায়েতুল ইসলাম চৌধুরী এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এরপর থেকেই নিয়মিতভাবে সংস্কৃতিচর্চা, বিভিন্ন প্রখ্যাত লেখকদের লেখা ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের বই, সনেটসহ বিভিন্ন বই পড়া এমনকি প্রতি বছর ২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চ, ১৬ ডিসেম্বরে জাতীয় দিবসে আলোচনাসহ ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের নাটক মঞ্চায়ন এমনকি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা হতো এই পাবলিক লাইব্রেরিতে। কিন্তু নির্মাণের পর থেকে কর্তৃপক্ষের অদেখা আর অবহেলায় সেই কর্মচঞ্চল প্রতিষ্ঠানটি এখন ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে। এ যেন এক বৃদ্ধ, যে কিনা ধ্বংসের প্রহর গুনছে একাকী।

আরও পড়ুন : বই নেওয়ার ৬৫ বছর পর ফেরত

স্থানীয়রা জানান, উপজেলার প্রথম ও একমাত্র পাবলিক লাইব্রেরিটি শুরুর ১০ বছরের মাথায় চালের টিন ও আসবাবপত্র নষ্ট হয়ে যাওয়া শুরু হয়। এরপর কোনো রকমের সংস্কার না হওয়ায় ১৯৯৮ সালের দিকে এসব কর্মকাণ্ড বন্ধ হয়ে যায়। তারপর কেটে গেছে প্রায় দুই যুগ। কর্তৃপক্ষ যদি সেই সময় থেকে গ্রন্থাগারটি সংস্কারের উদ্যোগ নিত তাহলে আজ এমন করুণ দশা হতো না।

সরজমিনে দেখা যায়, বটগাছের ডালপালা ঘিরে রেখেছে পুরো বিল্ডিংটি। পলেস্তারা খসে পড়া দেয়াল ছাড়া আর কিছু অবশিষ্ট নেই ভবনটিতে। দেয়াল ঘেঁষে বেড়ে উঠেছে গাছের লতাপাতা। সাপ-বিচ্ছুর বসবাস আর ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে গণগ্রন্থাগারটি। কর্তৃপক্ষের নজরদারি না থাকায় ফ্যান, লাইট, আসবাবপত্র ও সংরক্ষিত প্রখ্যাত লেখকদের হাজারও বই এবং মুল্যবান জিনিসপত্র চুরি হয়ে গেছে বহু বছর আগেই। লোকজনের পদচারণা না থাকায় ভুতুড়ে পরিবেশের সৃষ্টি হয়েছে গণগ্রন্থাগারটিতে।

আজমিরীগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের অধ্যাপক জীবন চন্দ্র চন্দ জানান, আজমিরীগঞ্জ উপজেলাটি একটি প্রাচীন জনপদ। সাহিত্য সংস্কৃতিতে এ অঞ্চল ছিল সমৃদ্ধ। বর্তমান সরকারের আমলে অবহেলিত ভাটির জনপদে এখন যোগাযোগব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে। কিন্তু সাহিত্য-সংস্কৃতির তেমন উন্নয়ন হয়নি। উপজেলার একমাত্র সাহিত্যচর্চা কেন্দ্র উপজেলা গণগ্রন্থাগারটি ভেঙে পড়ে আছে। এটি সংস্কার করা হলে নতুন প্রজন্ম সাংস্কৃতিচর্চায় আগ্রহী হবে।

সংস্কৃতিকর্মী ফরহাদ চৌধুরী বলেন, গণগ্রন্থাগারটি চালু থাকলে নতুন প্রজন্ম বই পড়াসহ মুক্ত সংস্কৃতিচর্চায় আগ্রহী হতো। আমরা চাই এটি সংস্কার করে পুনরায় চালু করা হোক।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মর্তুজা হাসান জানান, এটি এখন বিধ্বস্ত এবং এটি সংস্কারের কোনো উদ্যোগও আমরা আপাতত নিচ্ছি না। তবে এই জায়গাটিতে একটি সাংস্কৃতিক কমিউনিটি সেন্টার নির্মাণের জন্য আমরা আবেদন করেছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল ভৌমিক বলেন, ঊর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ভুল চিকিৎসায়’ একদিনে দুই শিশুর মৃত্যু

সরকারি কর্মচারীদের জন্য সুখবর

কাভার্ডভ্যানের চাপায় মা-মেয়ের মৃত্যু

মাস্ক পরে হাসপাতালে দীপু মনি

ছাত্র সংসদের দাবিতে ‘আমরণ অনশন’ ঘিরে বিভক্ত বেরোবির শিক্ষার্থীরা

বন্ধুত্ব চাইলে সীমান্ত হত্যা বন্ধ করুন : লায়ন ফারুক

গাজা সীমান্তে ৪০ হাজার সেনা মোতায়েন করল মিসর

জাজিরা হাসপাতালে দুদকের অভিযান, অনিয়মে জর্জরিত স্বাস্থ্যসেবা

ডেজার সভাপতি প্রকৌশলী রুহুল আলম, সম্পাদক প্রকৌশলী চুন্নু

নানা আয়োজনে গাকৃবিতে মৎস্য সপ্তাহ উদযাপন

১০

বিপিএলের ফিক্সিং ইস্যুতে সতর্ক অবস্থানে তামিম

১১

রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু বুধবার

১২

এবার সিলেটের উৎমাছড়া থেকে ২ লাখ ঘনফুট পাথর জব্দ

১৩

জমি রেকর্ড সংশোধনের মামলা দায়েরের শেষ সময় সেপ্টেম্বরে

১৪

পায়ের ফাঁকে বালিশ দিয়ে ঘুমালে কী হয়, জানেন কি?

১৫

জামায়াতের মুখে সংস্কার, হাস্যকর বিষয় : সোহেল

১৬

লবণ বেশি খেলে কী ঘটে শরীরে? জানালেন পুষ্টি বিশেষজ্ঞ

১৭

গণতন্ত্রকামী দলগুলোর দূরত্ব তৈরি হলে ফ্যাসিবাদ সুযোগ নেবে : তারেক রহমান

১৮

বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার

১৯

স্বাস্থ্য উপদেষ্টাকে ক্ষমা চাইতে হবে : এনসিপি নেতা ডা. জাহিদুল

২০
X