সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বীর নিবাস নির্মাণ প্রকল্পের দরপত্র মূল্যায়ন কমিটির মাধ্যমে ঠিকাদার নির্বাচিত হওয়ার পরও পুনঃদরপত্র আহ্বান করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা ত্রাণ কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছে।
রোববার (২৮ জুলাই) সকালে সিরাজগঞ্জ যুগ্ম জেলা জজ ১ম আদালত মামলাটি দায়ের করেন উল্লাপাড়া পশ্চিমপাড়া মহল্লার আলী আশরাফ বুলবুলের ছেলে ও মেসার্স আলিফ এন্টারপ্রাইজের ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক আলিফ বিন আশরাফ।
মামলায় বিবাদী করা হয়েছে, উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও), উপজেলা পরিষদ চেয়ারম্যান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ও উল্লাপাড়া দুর্যোগ ব্যবস্থাপনা শাখাকে।
সিরাজগঞ্জ যুগ্ম জেলা জজ ১ম আদালতের বেঞ্চ সহকারী মনিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে জানান, আদালতের বিচারক বেগম সুপ্রিয়া রহমান মামলাটি আমলে নিয়ে বিবাদীগণকে আগামী ২০ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ এবং পুনঃদরপত্র গ্রহণের ওপর স্থিতাবস্থা জারির আদেশ দেন।
মামলায় বাদী উল্লেখ করেন, ২০২১-২০২২ অর্থবছরে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের একটি প্রকল্পের আওতায় উল্লাপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ (বীর নিবাস) প্রকল্পের জন্য জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় থেকে দরপত্র আহ্বান করেন। যাচাই-বাছাই শেষে লটারির মাধ্যমে ওই বছরের ১৭ মে আলিফ এন্টারপ্রাইজকে ঠিকাদার নির্বাচিত করে চিঠি দেয় দরপত্র মূল্যায়ন কমিটি।
তবে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আকতারুজ্জামান বলেছেন, বীর নিবাস নিয়ে আমাদের সংশ্লিষ্টতা নেই। বরাদ্দ দেওয়া হয় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে। সহায়তা করে পিআইও অফিস। ইউএনও সানজিদা সুলতানা বলেন, ২০২২ সালে যখন দরপত্র আহ্বান করা হয়েছিল তখন মেসার্স আলিফ এন্টারপ্রাইজ ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছিল। কিন্তু সে সময় আমরা প্রকল্পের বরাদ্দ পাইনি। যে কারণে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা হয়নি। আদালতের আদেশ এখনো হাতে পাইনি। পেলে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন