মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুলাই ২০২৪, ০৪:২৫ পিএম
অনলাইন সংস্করণ

‘কী দোষ ছিল আমার মানিকের, গুলি খাইয়া মরতে হইল’

নিহত নাজমুল। ছবি : কালবেলা
নিহত নাজমুল। ছবি : কালবেলা

‘আমার তো একটাই মানিক আছিল। কষ্ট কইরা মানুষ করলাম, পড়াইলাম, লেখাইলাম, এখন কী পাইলাম। কী দোষ ছিল আমার মানিকের, গুলি খাইয়া মরতে হইল। আমি ক্যামনে বাঁচমু, হায় আল্লাহ।’ এভাবেই বিলাপ করে কাঁদছিলেন বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনে গুলিতে নিহত নাজমুলের মা নাজমা বেগম।

নিহত নাজমুল (২১) কুমিল্লার মুরাদনগর উপজেলার চাপাতলি এলাকার সৈয়দ আবুল কায়েসের ছেলে। তবে তিনি মায়ের সঙ্গে নানাবাড়ি মাদারীপুর সদর উপজেলার চরগোবিন্দপুর উত্তরকান্দি গ্রামের মাতুব্বর বাড়িতে থাকতেন। কাজের সুবাধে মায়ের সঙ্গে ঢাকায় বসবাস করতেন।

দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে রাজধানীর বনশ্রী এলাকার একটি বেসরকারি হাসপাতালে কাজ করেন নাজমা বেগম (৪৫)। ছেলে নাজমুল হাসান পড়ালেখার পাশাপাশি ওই হাসপাতালে খণ্ডকালীন চাকরি করতেন। মা-ছেলের আয়ে চলত সংসার। গত ১৯ জুলাই দুপুরে নাজমুল কর্মস্থল বনশ্রী ফরাজি হাসপাতালে যাওয়ার সময় গুলিতে নিহত হন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ১৯ জুলাই দুপুরের খাবার খেয়ে নাজমুল আফতাবনগর থেকে বনশ্রী ফরাজি হাসপাতালে যাচ্ছিলেন। হাসপাতালে খণ্ডকালীন ফিজিওথেরাপিস্ট ছিলেন তিনি। সেই দিন ব্যাপক সংঘর্ষ চলছিল। নাজমুল সংঘর্ষ এড়াতে গুদারাঘাট এলাকা দিয়ে হেঁটে বনশ্রীর দিকে যাচ্ছিলেন। গুদারাঘাট সেতুতে ওঠার পর গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে গুদারাঘাট এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান কয়েকজন পথচারী। ওই দিন সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ওই দিন রাতেই তার লাশ অ্যাম্বুলেন্সে নানাবাড়ি মাদারীপুরে আনা হয়। পরের দিন জানাজা শেষে নানা আব্দুর রহমান মাতুব্বরের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সরেজমিন গিয়ে দেখা গেছে, ঘরের ভেতরে নির্বাক হয়ে বসে আছেন নাজমা বেগম। বাসায় কেউ গেলেই হাউমাউ করে কান্নাকাটি করছেন। প্রতিবেদককে দেখেই হাউমাউ করে কান্নায় ভেঙে পড়লেন তিনি। ছেলের সঙ্গে ঘটে যাওয়া নির্মম ঘটনা স্মরণ করে বিলাপ করতে থাকেন। মেয়ে ও জামাতা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন।

কান্না করতে করতে তিনি বললেন, আমি ক্যামনে এ যন্ত্রণা সহ্য করব। আমার তো একটাই মানিক আছিল। আমার এ সন্তান ছাড়া তো আর কেউ নাই। কষ্ট কইরা মানুষ করলাম, পড়াইলাম, লেখাইলাম, এখন কী পাইলাম। কী দোষ ছিল আমার মানিকের, গুলি খাইয়া মরতে হইলো। আমি ক্যামনে বাঁচমু, হায় আল্লাহ। বাবজান আমারে কইতো, মা তোমার আর কষ্ট করতে হবে না। আমি টাকা জমিয়ে বিদেশ যাব, আপু চাকরি করবে, তোমার আর কষ্ট থাকবে না।

নাজমুলের বড় বোন তানজিলা আক্তার বলেন, ভাই চাকরি করে আমাকেও লেখাপড়ার কাজে সহযোগিতা করতেন। ভাইকে যে এভাবে মরতে হবে, এটা এখনো বিশ্বাস করতে পারছি না। বুকের ভেতরটায় যে কী হচ্ছে, তা কাউকে বোঝাতে পারব না। আমার ভাইকে কেন গুলি করে মারা হলো, এটার বিচার আল্লাহ ছাড়া কার কাছে দেব?

মামা সাইদুল মাতুব্বর বলেন, আমার ভাগ্নে ও ভাগ্নি দুজন। নাজমুল কাজ করত হাসপাতালে। তার আয় দিয়েই সে পড়ালেখা করত। আল্লায় ওরে নিয়া গেল। এখন ভাগ্নিটার পড়ালেখা কেমনে চলব আর সংসারটাই যে কেমনে চলবে জানি না।

স্থানীয় ইউপি সদস্য বাদল বেপারী বলেন, সে যদি সত্যিই হাসপাতালে চাকরি করে থাকে এবং তার পরিবার প্রমাণ হিসেবে কাগজপত্র দেখাতে পারে, তাহলে আমরা সার্বিক সহযোগিতা করব। প্রয়োজনে ঊর্ধ্বতন নেতাদের থেকেও সহযোগিতা পাওয়ার ব্যবস্থা করে দিতে পারব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ছিন্নমূল বৃদ্ধাদের নিয়ে দোয়া মাহফিল

ফিকশন বিভাগে রকমারি বেস্টসেলার অ্যাওয়ার্ড পেলেন রাহিতুল ইসলাম

‘সুযোগ হাতছাড়া করায় ভীষণ হতাশ জয়-মুমিনুলরা’

বিএনপি ক্ষমতায় গেলে টেলিকমসহ সব নীতিমালা রিভিউ করবে : আমির খসরু

বিয়েতে দাওয়াত না দেওয়ায় সংঘর্ষ

৮০০ বছর ধরে শক্তি জমছে নরসিংদী অঞ্চলে, বড় ভূমিকম্প হবেই

বাংলাদেশিদের আপ্যায়নে আবেগাপ্লুত সাদিও মানে

পুলিশের হাতে কামড় দিয়ে পালালেন রবিন

প্রাইম ইউনিভার্সিটির ৩য় সমাবর্তন অনুষ্ঠিত

নির্বাচন না হলে দেশে সংকট দেখা দেবে : জামায়াত আমির

১০

দল থেকে সুখবর পেলেন বিএনপির ১০ নেতা

১১

অ্যালকালাইন ওয়াটার আসলে কতটা উপকারী

১২

শক্তিশালী পিঠ বানানোর আশা ছেড়েই দিয়েছিলাম : সামান্থা

১৩

নানা আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৪

১০০ দিনে ক্যাপিটালসে মোস্তাফিজকে ঘিরে অদ্ভুত নাটক

১৫

এ ভূমিকম্পের উৎপত্তিস্থলও নরসিংদী

১৬

‘সংসদ নির্বাচন হবে কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন আছে’

১৭

গৌহাটিতে প্রথম দিন শেষে চাপে প্রোটিয়ারা

১৮

ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল আশঙ্কা, কবে কোথায় আঘাত হানবে

১৯

আইরিশদের হোয়াইটওয়াশ করার সন্নিকটে বাংলাদেশ

২০
X