শেখ হাসিনার সরকার গরিববান্ধব সরকার। গরিবদের অভাব দূর করার জন্য ছোট ছোট কাজ করার বিনিময়ে আপনাদের টাকা দিচ্ছেন। এমন গরিববান্ধব প্রধানমন্ত্রী আর কোথাও পাবেন না বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী শ.ম রেজাউল করিম।
বুধবার (৩১ জুলাই) বিকেলে পিরোজপুর সদর উপজেলা মিলনায়তনে উপজেলা প্রকৌশলী দপ্তরের (এলজিইডি) মাধ্যমে সড়ক রক্ষণাবেক্ষণ কাজের জন্য নিয়োজিত নারী শ্রমিকদের কাজের চুক্তির মেয়াদ শেষে তাদের সঞ্চয়ী আমানতের অংশের টাকা চেকের মাধ্যমে হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
রেজাউল করিম বলেন, এক একজন ১ লাখ ২০ হাজার টাকা আপনাদের মতো অসহায় নারীরা কল্পনা করছেন যে এতো টাকা পাবেন। এই টাকা দিয়েছেন শেখ হাসিনা। এ জন্য সব সময় মাথায় রাখবেন যে আপনাকে ভালোবাসে, আপনার দায়িত্ব তাকেও ভালোবাসা। সেই ভালোবাসার মানুষটা কিন্তু শেখ হাসিনা। ভোটের সময় মাথায় রাখবেন শেখ হাসিনাই আপনাদের আসল বন্ধু।
তিনি বলেন, কাজে ফাঁকি দেবেন না। আপনারা সবাই যত্নের সঙ্গে করবেন। আপনাদের এই সঞ্চয়ের টাকাটা খেয়ে ফেলবেন না। নিজে সাবলম্বী হওয়ার জন্য টাকা যে কোনো ভালো কাজে লাগাবেন।
সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ মুর্শেদ মিশুর সভাপতিত্বে ও এলজিইডির সদর উপজেলা প্রকৌশলী হরষিত সরকারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এস এম বায়জিদ হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন শানু প্রমূখ।
এ সময় সড়ক রক্ষণাবেক্ষণ কাজের ৪ বছর শেষ হওয়ায় তাদের পারিশ্রমিক থেকে সঞ্চয় টাকার মোট ৭০ জন নারীকে ১ লাখ ২০ হাজার টাকার চেক ও সনদ বিতরণ করা হয়। এ প্রকল্পের মাধ্যমে সড়কের পাশের রক্ষণাবেক্ষণ ও পরিপাটি রাখা এবং সড়কের পাশের গাছের পরিচর্যার বিনিময়ে দৈনিক ২৫০ টাকা ও মাসিক ৫ হাজার ২৭০ টাকা পান।
এর আগে এমপি সকালে ইন্দুরকাণী উপজেলা মিলনায়তনে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্থ ১০০ জনের মাঝে ঢেউটিন ও অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দুপুরে সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাদোখালী-পাড়েরহাট হুলার হাট সড়ক এবং তুলাতলা ও উত্তর কালীকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়কের (বিটুমিন কার্পেটিং) উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
মন্তব্য করুন