বৈরী আবহাওয়ার কবলে পড়ে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ট্রলার থেকে ছিটকে পাথরঘাটার শাহজাহান (৬০) নামের এক জেলে নিখোঁজ হয়েছেন।
বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। এর আগে গত ২৯ জুলাই গভীর বঙ্গোপসাগরে নিখোঁজ হন জেলে শাহজাহান।
শাহজাহান পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ছোট পাথরঘাটা গ্রামের লাল শরীফের ছেলে। তিনি পাথরঘাটার রাসেল মিয়ার মালিকানাধীন এফবি মা-বাবার দোয়া ট্রলারে মাছ শিকারে গিয়ে নিখোঁজ হন।
ট্রলারের মাঝি জানান, ধারণা করা হচ্ছে, সাগরে অতিরিক্ত ঝড়ে সকাল ১০টা থেকে দুপুর ২টার মধ্যে কোনো একসময় শাহজাহান সাগরে পড়ে যান।
নিখোঁজ জেলে শাহজাহানের ছেলে জয়নাল জানান, আমার বাবার যদি হায়াত থাকে, তাহলে যেন আল্লাহ ফিরিয়ে দেন। আর তা যদি না থাকে, তবে যেন বাবার লাশটা অন্তত ফিরে পাই।
দক্ষিণ স্টেশন কোস্টগার্ড কমান্ডার লেফটেন্যান্ট শাকিল মেহবুব কালবেলাকে বলেন, বিষয়টি জেনেছি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। সেখান থেকে সাগরে অবস্থানরত টহল টিমকে অবগত করা হয়েছে।
মন্তব্য করুন