মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০১ আগস্ট ২০২৪, ১০:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াত-শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপনে মেহেরপুরে মিশ্র প্রতিক্রিয়া

জামায়াত-শিবিরের লোগো। ছবি : সংগৃহীত
জামায়াত-শিবিরের লোগো। ছবি : সংগৃহীত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা থেকে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে জামায়াত-ছাত্রশিবিরের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। বিষয়টি নিয়ে মেহেরপুরের রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

একদিকে জামায়াত ও বিএনপিপন্থি রাজনীতিবিদরা বলছেন, সরকার ছাত্র আন্দোলনে সংগঠিত হত্যাকাণ্ডের ইস্যু ঢাকতে এই কাজ করেছে।

অন্যদিকে আওয়ামী লীগপন্থিরা বলছেন, এটি আরও অনেক আগেই হওয়া উচিত ছিল। বাংলাদেশের সংবিধান অনুযায়ী ধর্মভিত্তিক কোনো রাজনৈতিক দল থাকতে পারে না। উচ্চ আদালত থেকেও অনেক আগেই জামায়াত ও শিবিরের রাজনীতি নিষিদ্ধের পর্যবেক্ষণ দেওয়া হয়েছিল।

বৃহস্পতিবার (১ আগস্ট) জামায়াতে ইসলামী বাংলাদেশ এবং ইসলামী ছাত্রশিবিরসহ এর অঙ্গসংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ এর ধারা ১৮(১) এ প্রদত্ত ক্ষমতাবলে জামায়াতে ইসলামী বাংলাদেশ এবং ইসলামী ছাত্রশিবিরসহ এর সব অঙ্গসংগঠনকে নিষিদ্ধ সংস্থা হিসেবে তালিকাভুক্ত করা হলো।

বিষয়টি নিয়ে মেহেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা তাজ উদ্দিন কালবেলাকে বলেন, জামায়াত ও শিবিরের রাজনীতি নিষিদ্ধের প্রজ্ঞাপন একটি রাজনৈতিক ভাওতাবাজি। সরকারি প্রজ্ঞাপন আমরা প্রত্যাখ্যান করছি।

হঠাৎ করে আমাদের জানানো হচ্ছে ১৯৭১ সালের ঘটনার জন্য আমাদের নিষিদ্ধ করা হচ্ছে। কিন্তু এখন ছাত্রলীগ যে রামদা হকিস্টিকসহ আগ্নেয়াস্ত্র নিয়ে সাধারণ ও নিরাপরাধ ছাত্রছাত্রীদের হত্যা করছে। সেটা কী তারা দেখছে না। কই ছাত্রলীগের রাজনীতি তো নিষিদ্ধ করা হচ্ছে না। আমরা আমাদের অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মাঠে থাকব।

বিষয়টি নিয়ে মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ কালবেলাকে বলেন, এখন রাজপথে ছাত্র জনতার যে গণআন্দোলন চলছে, সেটির তীব্রতা প্রতিনিয়তই বেগবান হচ্ছে এবং প্রকৃত অর্থে এই আন্দোলন এখন সরকার পতনের এক দফা দাবির আন্দোলনের দিকেই ধাবিত হচ্ছে। এই ঘটনাটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য সরকার বিভিন্ন ইস্যু তৈরি করার চেষ্টা করছে। জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের ঘটনা এ ধরনের অপচেষ্টারই একটি অংশ।

জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মান্নান কালবেলাকে বলেন, এটি আরও আগে হওয়া উচিত ছিল। ১৯৭২ এর সংবিধান অনুযায়ী বাংলাদেশে ধর্মভিত্তিক কোনো দলের রাজনীতি করার সুযোগ নেই। যুদ্ধ অপরাধীদের বিচারের সময় উচ্চ আদালত থেকেও জামায়াতের রাজনীতি নিষিদ্ধের আদেশ ছিল। মুক্তিযুদ্ধের চেতনার একটি সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরও অনেক দেরিতে এটি কার্যকর হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

০১ ডিসেম্বর : আজকের নামাজের সময়সূচি

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঠাকুরগাঁওয়ে দোয়া মাহফিল

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কর্মসূচি 

খালেদা জিয়ার অসুস্থতা কারাগারে অপ-চিকিৎসার ফল : মির্জা আব্বাস

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিজিএমইএ’র উদ্যোগে দোয়া

কুষ্টিয়ার দৌলতপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

খালেদা জিয়ার সুস্থতা কামনায় নারায়ণগঞ্জে মাসুদুজ্জামানের উদ্যোগে দোয়া 

১৩ জনকে বাঁচিয়ে পানিতে তলিয়ে গেলেন হাসান, শেষ ফোনকলে ছিল মাকে দেখার ইচ্ছা

খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া চাইলেন ইশরাক

‘মা-ভাই-বোনকে প্লট দিতে খালা হাসিনাকে চাপ দেন টিউলিপ’

১০

প্লট দুর্নীতি / শেখ হাসিনার সঙ্গে এবার রেহানা-টিউলিপের রায় সোমবার

১১

রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জগঠন সোমবার

১২

বিএমইউ ‘ছাত্র কল্যাণ পরিষদ’-এর উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

১৩

জাতির ক্রান্তিলগ্নে খালেদা জিয়ার সুস্থতা অনেক বেশি জরুরি : ব্যারিস্টার অসীম

১৪

ঢাকা উত্তরের প্রশাসক মোহাম্মদ এজাজের দুর্নীতি অনুসন্ধানে দুদকের টিম গঠন

১৫

মশক নিধনে ৫৬ স্প্রেম্যানকে হাতে-কলমে প্রশিক্ষণ দিল চসিক

১৬

চট্টগ্রামে মাস্টার ইন্সট্রাক্টর প্রশিক্ষণ, সড়ক নিরাপত্তায় নতুন উদ্যোগ

১৭

জামায়াত বরাবরই বিএনপির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে : কাজী আলাউদ্দিন

১৮

ব্রাকসু নির্বাচন / প্রথম দিনে ৭ জনের মনোনয়ন সংগ্রহ, ছাত্রী হলে নেননি কেউ

১৯

বগুড়ায় হাসিনাসহ ২৯৩ জনের বিরুদ্ধে মামলা

২০
X