পাঁচ দিনের ব্যবধানে দিনাজপুরের ফুলবাড়ীতে কাঁচামরিচের দাম কমেছে কেজিতে ৫০ টাকা। পাইকারি বাজারে আমদানি বৃদ্ধি পাওয়ায় খুচরা বাজারে দাম কমেছে বলে দাবি খুচরা ব্যবসায়ীদের।
শুক্রবার (২ আগস্ট) সকালে ফুলবাড়ী পৌর এলাকার সবজি বাজার ঘুরে দেখা যায়, আমদানিকৃত কাঁচামরিচের পাশাপাশি স্থানীয়ভাবে উৎপাদিত মরিচের আমদানি বৃদ্ধি পাওয়ায় দাম কিছুটা কমেছে। পাঁচ দিন আগেও প্রতি কেজি কাঁচমরিচ বিক্রি হয়েছে ১৮৫ থেকে ১৯০ টাকায়। একই মরিচ শুক্রবার বিক্রি হয়েছে ১৪০ টাকা কেজি দরে।
সবজি কিনতে আসা হোটেল ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, একদিন আগেও প্রতি কেজি কাঁচামরিচ কিনতে হয়েছে ১৮৫ থেকে ১৯০ টাকায়। আজ দাম কেজিতে ৫০ কমে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। দাম বেড়ে যাওয়ায় হোটেলের চাহিদানুযায়ী মরিচ কেনা যাচ্ছিল না। এখন একটু বেশি পরিমাণে কেনা যাবে।
স্কুলশিক্ষক নবকিশোর সরকার বলেন, কাঁচামরিচসহ প্রায় সব নিত্যপণ্যেরই দাম ঊর্ধ্বমুখী থাকায় সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। কাঁচামরিচ প্রতি কেজি ৪৫ থেকে ৫০ টাকা কেজির মধ্যে থাকলে সবার জন্য স্বস্তিদায়ক হতো।
খুচরা সবজি বিক্রেতা হারুন উর রশিদ বলেন, পাইকারি বাজারে কাঁচামরিচের দাম কমে আসায় খুচরা বাজারেও দাম কমে এসেছে। পাঁচ দিন আগেও প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি করেছেন ১৮৫ থেকে ১৯০ টাকা কেজি দরে। আজ বিক্রি হচ্ছে ১৪০ টাকায়।
পাইকারি ব্যবসায়ী আলমগীর হোসেন বলেন, ভারতের আমদানিকৃত কাঁচামরিচের পাশাপাশি স্থানীয় কৃষকদের উৎপাদিত মরিচ বাজারে ব্যাপকভাবে আমদানি হওয়ায় দাম কমে এসেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল বলেন, নিত্যপণ্যের দাম যাতে কেউ নিজ খেয়ালখুশি মতো বাড়াতে না পারে সেজন্য উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন