দুই দিনের ভারি বৃষ্টিপাতের ফলে বিভিন্ন স্থানে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা তৈরি হওয়ায় মাদারীপুর জেলার কালকিনিতে মানুষের চলাফেরা ও যান চলাচল ব্যাহত হচ্ছে। গুরুত্বপূর্ণ কাজ ছাড়া মানুষ বের হচ্ছে না বাড়ির বাইরে। এতে চরম বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষগুলো। কোনো কাজ করতে না পারায় তারা মানবেতর জীবনযাপন করছে।
পৌর এলাকার ব্যাটারিচালিত ইজিবাইকচালক সেলিম বলেন, দুদিন ভালোভাবে গাড়ি চালাতে পারছি না। আমার ঘরে পাঁচজন সদস্য এবং মাথার ওপর এনজিওর দুটি কিস্তি আছে। ইজিবাইক চালিয়ে কোনোরকম চলি। এর মধ্যে টানা দুদিন বৃষ্টি। কীভাবে পরিবারের খাবার জোগাড় করব আর কীভাবেই কিস্তি দেব জানি না।
ভ্যানচালক মিজানুর বলেন, বৃষ্টির কারণে যাত্রী কম পাওয়া যাচ্ছে। ফলে আয় কমে গিয়ে পরিবার নিয়ে বিপাকে পড়েছি। এভাবে সারাদিন বৃষ্টি হলে পরিবার নিয়ে না খেয়ে থাকতে হবে।
কাঁচামাল ব্যবসায়ী হান্নান জানান, বৃষ্টির কারণে মানুষজন ঘর থেকে বের হচ্ছে না। তাই কাঁচামাল বিক্রিও কমে গেছে, আয়ও কমে গেছে।
শফিক নামে এক পান বিক্রেতা জানান, বৃষ্টির সময় দোকানে বিক্রি একেবারে নেই বললেই চলে। ফলে সংসার চালানো কষ্টকর হয়ে পড়েছে।
এদিকে ভারি বর্ষণের কারণে বিভিন্ন এলাকায় ডুবে গেছে ফসলি জমি। টানা বৃষ্টিপাতের কারণে নিচু জায়গাগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। উপজেলার অনেক জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় মানুষজনকে কষ্ট করে চলাচল করতে হচ্ছে। অন্যদিকে বৃষ্টির কারণে নদী ও খালের পানি বৃদ্ধি পেয়েছে।
মন্তব্য করুন