রংপুরে বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন সড়কে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় তাদের সঙ্গে যোগ দিয়েছেন অভিভাবকরাও। শনিবার (৩ আগস্ট) সকাল ১০টার দিকে রংপুরের প্রেসক্লাব চত্বরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী একত্রিত হন।
সরেজমিনে দেখা গেছে, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শিক্ষার্থীরা বৃষ্টি উপেক্ষা করে প্রেস ক্লাব চত্বরে বিক্ষোভ স্লোগান দিতে থাকেন। পরে কয়েক হাজার শিক্ষার্থী বেলা সাড়ে ১১টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে জাহাজ কোম্পানি, পায়রা চত্বর, সিটি বাজার, কাচারি বাজার, জিলা স্কুল মোড়, ডিসির মোড়, চেক পোস্ট, মেডিকেল মোড় হয়ে আবার প্রেস ক্লাবে যান। শিক্ষার্থীদের মিছিলটি যখন শহর প্রদক্ষিণ করছিল তখন প্রতিটি গলি থেকে শিক্ষার্থী ও অভিভাবকরা মিছিলে অংশ নেন। এ সময় সড়কের পাশে থাকা অনেক পুলিশ সদস্যকে ফুল দেন শিক্ষার্থীরা।
নগরীর প্রধান সড়কের পাশের দেয়ালে বিভিন্ন স্লোগান সংবলিত লেখা লেখেন। এ সময় শিক্ষার্থীরা বলেন, আমাদের ভাইদের গুলি করে মারল কেন, জবাব চাই জবাব চাই। এ সময় সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন তারা।
অভিভাবকরা বলেন, শিক্ষার্থীদের এই আন্দোলন বৃথা যাবে না। তাদের সঙ্গে আমরাও যোগ দিয়েছি, বিজয় আসবে। নগরীর প্রতিটি মোড়ে আইনশৃঙ্খলা বাহিনী ছিল পর্যাপ্ত সংখ্যক।
মন্তব্য করুন